নেকাব খুলে বেরিয়ে আসেন শাবনূর, সিডনিতে ‘প্রহেলিকা’র অন্য রকম একদিন

সিডনিতে শাবনূর ও মাহফুজ। প্রথম আলো
সিডনিতে শাবনূর ও মাহফুজ। প্রথম আলো

হলভর্তি দর্শক। এর মধ্যে নেকাব খুলে বেরিয়ে আসেন একসময়ের ঢাকাই সিনেমার সুপারস্টার চিত্রনায়িকা শাবনূর। উপস্থিত ছিলেন সময়ের আলোচিত অভিনেতা মাহফুজ আহমেদ। তাঁদের দেখে দর্শকের দারুণ উচ্ছ্বাস। সব মিলিয়ে অস্ট্রেলিয়ার সিডনিতে ‘প্রহেলিকা’র অন্য রকম একটি দিন গেছে।

গতকাল রোববার ১৩ আগস্ট সিডনির ব্যাঙ্কসটাউনের হোয়েটস সিনেমা হলে ছেলে আইজেনকে নিয়ে সিনেমাটি দেখতে এসেছিলেন শাবনূর। আর এ সময় হলে ভক্তদের সঙ্গে দেখা করতে এসেছিলেন ‘প্রহেলিকা’র প্রধান চরিত্র মাহফুজ আহমেদ। সিনেমা শেষে ‘চার সতীনের ঘর’, ‘কপাল’, ‘বাংলা’ ইত্যাদি সিনেমায় জুটি বাঁধা এই দুই নায়ক-নায়িকার আকস্মিক দেখায় হল প্রাঙ্গণে এক অন্য রকম পরিবেশ তৈরি হয়। একদিকে ভক্তদের সামনে দুই জনপ্রিয় শিল্পীর উপস্থিতি, অন্যদিকে দুই সতীর্থের বহু বছর পর দেখা।

মুখ ঢেকে হলে ঢুকলেও সিনেমা শেষে শাবনূর মুখের নেকাব সরিয়ে বের হন। দর্শকেরা তাঁকে মূহূর্তেই চিনে যান। সেলফি তোলার জন্য এগিয়ে যান অনেকে।

‘প্রহেলিকা’ সিনেমার দৃশ্য। পরিচালকের সৌজন্যে

টিকিটসংকটের কারণে সিনেমাটি দেখতে দেরি হওয়ার কথা জানিয়ে শাবনূর বলেন, ‘আমি আর আমার ছেলে এক সিটে বসেই সিনেমাটি দেখেছি। দর্শক হিসেবে এটা একটু কষ্টের হলেও একজন শিল্পী হিসেবে, সিনেমার মানুষ হিসেবে এই হাউসফুল শোই আমাদের সার্থকতা। আর মাহফুজ এত দিন পর পর্দায় এসে দেখিয়ে দিল পুরো।’ এ ছাড়া ‘প্রহেলিকা’র দৃশ্যায়ন, সিনেমাটোগ্রাফি, আবহ সংগীত, চরিত্রদের অভিনয়, গল্পের হঠাৎ মোড় ঘুরে যাওয়া ইত্যাদি বিষয়ের দারুণ প্রশংসা করেন শাবনূর। এরপর মাহফুজ আহমেদকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান তিনি।

সিডনির প্রবাসী বাংলাদেশিদের কাছে ‘প্রহেলিকা’ সিনেমাটি প্রশংসিত হয়েছে। আর সেই সঙ্গে গতকাল যুক্ত হয়েছিল তারকাদের সামনে থেকে দেখার আনন্দ। সিনেমা শেষে দর্শকদের উপচে পড়া ভিড় হয় শাবনূর-মাহফুজকে ঘিরে। এ সময় প্রবাসী বাংলাদেশি দর্শকদের প্রতিক্রিয়া দেখে দুই শিল্পীর জনপ্রিয়তা যে এখনো কতটা তুঙ্গে, তা না বোঝার জো নেই। তেমনই এক তরুণী এই তারকাদের বাস্তবে দেখতে পেয়ে সত্যি সত্যি মূর্ছা যান! আরেক বাংলাদেশি নারী সিনেমা দেখতে এসে মাহফুজ আহমেদের জন্য পিঠা বানিয়ে আনেন।

দীর্ঘ সময় পর সহশিল্পী শাবনূরকে দেখতে পেয়ে আনন্দ প্রকাশ করেন মাহফুজ আহমেদ। শাবনূরকে বাংলা চলচ্চিত্রের অভিনয়ের মানদণ্ড আখ্যায়িত করে তিনি বলেন, ‘শাবনূর যখন ছবিটি দেখেছে, তা–ও আবার ছেলেকে কোলে নিয়ে, আবার আমাদের কাজের প্রশংসা করছে, এটাই আমাদের জন্য অনুপ্রেরণার।’

সিডনিতে শাবনূর ও মাহফুজ। প্রথম আলো

একই সঙ্গে চলচ্চিত্রের মানুষ শাবনূরকে আবারও চলচ্চিত্রে ফিরে আসার আহ্বান জানান মাহফুজ। বর্তমানে সিডনির ‘প্রহেলিকা’র বিভিন্ন হাউসফুল শোতে দর্শক অনুরোধে দেখা করে ব্যস্ত সময় পার করছেন ‘প্রহেলিকা’র মনা। ২০ আগস্ট ৬ ঘণ্টার বিমানযাত্রা করে দেশটির ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া রাজ্যের রাজধানী পার্থে ভক্তদের সঙ্গে দেখা করতে যাচ্ছেন  মাহফুজ আহমেদ।