অস্ট্রেলিয়ার বাংলাদেশি গণমাধ্যমের মুখোমুখি হয়েছে ‘প্রহেলিকা’ সিনেমার ‘মনা’ অভিনেতা মাহফুজ আহমেদ। শুক্রবার সিডনির শেরাটন গ্র্যান্ড হোটেলে সন্ধ্যা সাতটায় সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি।
সংবাদ সম্মেলনের শুরুতেই মাহফুজ আহমেদ আমন্ত্রিত অতিথিদের স্বাগত জানান। তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। এ সময় তিনি দীর্ঘ বিরতির পর মনা চরিত্রের মাধ্যমে ফিরে আসার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। আর সেই সঙ্গে এমন সুন্দর একটি গল্প এবং চরিত্র লেখার জন্য চিত্রনাট্যকার পান্থ শাহরিয়ারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি আরও ধন্যবাদ জানান পরিচালক চয়নিকা চৌধুরীকে গল্পটিকে সিনেমার পর্দায় দর্শকদের উপহার দেওয়ার জন্য। সিনেমায় তাঁর সহশিল্পী বুবলীসহ অন্যদের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন তিনি। সংবাদ সম্মেলনে শেষে আড্ডায় মেতে ওঠেন প্রহেলিকার মনা। তিনি বাংলাদেশে সিনেমার শুটিং ও মুক্তির পর হলের অভিজ্ঞতা বর্ণনা করেন।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাংলা চলচ্চিত্রের আকস্মিক পরিবর্তনের পেছনে নতুন প্রজন্মের ধারণাকে সাধুবাদ জানিয়েছেন মাহফুজ আহমেদ। অন্যদিকে দর্শকদের হলে গিয়ে সিনেমা দেখতেও উৎসাহিত করেন তিনি। এ ছাড়া বিদেশে বাংলা সিনেমাকে প্রদর্শনের মাধ্যমে আরও প্রতিষ্ঠিত করে তুলতে প্রবাসী বাংলাদেশিদের অবদানকেও ধন্যবাদ জানান মাহফুজ আহমেদ।
শনিবার সিডনির হোয়েটস ব্ল্যাকটাউন সিনেমা হলে প্রিমিয়ার হবে প্রহেলিকার। প্রিমিয়ারের টিকিট শেষ হয়ে যাওয়ায় দর্শকদের অনুরোধে একই দিনে ছবিটির তিনটি শো হতে যাচ্ছে। এরপর সিডনির ব্যাংকসটাউনের পাশাপাশি ক্যানবেরা, মেলবোর্ন, অ্যাডিলেড ও ব্রিসবেনে চলবে প্রহেলিকা। পার্শ্ববর্তী দেশ নিউজিল্যান্ডেও চলচ্চিত্রটির মুক্তি পাওয়ার কথা রয়েছে।
চয়নিকা চৌধুরী নির্মিত প্রহেলিকা দিয়ে আট বছর পর বড় পর্দায় ফিরেছেন মাহফুজ আহমেদ। চলচ্চিত্রটিতে প্রথমবারের মতো তাঁর জুটি হয়েছেন বুবলী। আরও অভিনয় করেছেন নাসির উদ্দিন খান, রাশেদ মামুন অপু, এ কে আজাদ সেতু, রহমত উল্লাহ, সাবিহা জামান প্রমুখ।
রঙ্গন মিউজিক প্রযোজিত সিনেমাটির কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন পান্থ শাহরিয়ার। অস্ট্রেলিয়ায় প্রহেলিকা পরিবেশন করছে বাংলাদেশি সংগঠন পথ প্রোডাকশন ও দেশি ইভেন্টস।