প্রিয় তারকার জন্য কত রকম পাগলামি না করেন ভক্ত-অনুরাগীরা। তাই বলে প্রিয় তারকার সিনেমা দেখার জন্য অস্থায়ী সিনেমা হল নির্মাণ! এমনই এক উদ্যোগ নিয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা আফরান নিশোর নিজ এলাকার ভক্তরা। প্রথমবারের মতো বড় পর্দায় অভিনয় করেছেন এ অভিনেতা। ‘সুড়ঙ্গ’ নামের এই সিনেমা দেশজুড়ে মুক্তি পাবে পবিত্র ঈদুল আজহায়। প্রেক্ষাগৃহে বসে এই সিনেমা দেখার জন্যই এই অস্থায়ী সিনেমা হলের উদ্যোগ নিয়েছেন ভক্তরা।
আফরান নিশোর গ্রামের বাড়ি টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলায়। এই উপজেলায় কোনো সিনেমা হল নেই। এই এলাকার বাসিন্দারা যাতে তাঁর সিনেমা হলে বসে দেখতে পারেন, এ জন্য তাঁর ভক্তরা পৌরসভার ‘স্বাধীনতা কমপ্লেক্স মিলনায়তন’ ভাড়া করে অস্থায়ী সিনেমা হল প্রস্তুত করছেন। এখানে ঈদের দিন থেকে টানা এক সপ্তাহ চলবে সিনেমাটি। এখন হল পরিষ্কার, লাইট-ফ্যান, ডেকোরেশন ও সাউন্ড সিস্টেম বসানোর কাজ চলছে।
সিনেমা হল প্রস্তুতের সঙ্গে জড়িত আছেন আফরান নিশোর ১০ ভক্ত। তাঁদের একজন বাদশা চকদার।
এ ধরনের উদ্যোগ প্রসঙ্গে তিনি বলেন, ‘নিশো আমাদের এলাকার ছেলে। আমাদের গর্ব। আমরা তাঁর ভক্ত। নিশোর প্রথম সিনেমা মুক্তি পাবে ঈদে। এই সিনেমা মিস করতে চাই না আমরা।’ তিনি আরও বলেন, ‘আমাদের উপজেলায় কোনো সিনেমা হল নেই। কাজল ও রেখা নামে দুটি সিনেমা হল ছিল। প্রায় ১০ বছর আগে হল দুটি বন্ধ হয়ে গেছে। ভক্তদের পাশাপাশি এখানকার সাধারণ মানুষকেও ছবিটি দেখাতে চাই। এ কারণেই এই ধরনের উদ্যোগ আমরা নিয়েছি।’
আরেক ভক্ত জুয়েল রানা জানান, তাঁদের ইচ্ছা ছবিটি মুক্তির পর এখানে এসে দর্শকসারিতে বসে সবার সঙ্গে সিনেমাটি দেখবেন নিশো। তিনি বলেন, ‘নিশো ভাই যদি এখানে আসেন, তাহলে দর্শকদের মধ্যে অন্য রকম আনন্দের জোয়ার আসবে। আমরা নিশো ভাইয়ের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছি।’ স্বাধীনতা কমপ্লেক্স মিলনায়তনে প্রতিদিন চারটি করে শোর আয়োজন করেছেন আয়োজকেরা। টিকিটের মূল্য ১০০ টাকা নির্ধারিত হয়েছে।
টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলায় আফরান নিশোর বাবার জন্মস্থান। নিশোর জন্ম ঢাকায় হলেও ছোটবেলা থেকেই এখানে আসা-যাওয়া করতেন তিনি। এখানে তাঁর ভক্তরা এমন একটি আয়োজন করতে যাচ্ছেন, আগে থেকে তিনি তা জানতেন না। ফেসবুকের মাধ্যমে প্রথম খবরটি পেয়েছেন নিশো। প্রথম আলোকে তিনি বলেন, ‘গতকাল রাতে কয়েকজন আমাকে এই খবর দেয়। এটা জানার পর আমি তো অবাক! আমার নিজ এলাকার মানুষ আমার কাজকে ভালোবাসেন, আমাকে ভালোবাসেন। এটি প্রিয় তারকার প্রতি ভক্তদের চরম ভালোবাসার বহিঃপ্রকাশ।’
নিশো আরও বলেন, ‘এই ঘটনা আমার জন্য প্রথম সিনেমার মতো, প্রথম প্রেমের অভিজ্ঞতা হবে। কারণ, এর আগে আমাদের দেশে কোনো তারকার জন্য ভক্তদের এমন পাগলামি আয়োজন দেখিনি। এটি আমার জন্য একটি অ্যাওয়ার্ড পাওয়ার মতো। আমার প্রতি ভক্তদের এটি অন্য রকমের ভালোবাসা। আমার জন্য সবকিছুর ঊর্ধ্বে এটি।’
ভক্তদের মতো আফরান নিশোও এই ভক্তদের সঙ্গে বসে সিনেমা দেখার ইচ্ছা প্রকাশ করেছেন। তিনি বলেন, ‘যাঁরা এই আয়োজন করেছেন, তাঁদের সঙ্গে এখনো আমার যোগাযোগ হয়নি। ছবি মুক্তির আগেই চেষ্টা করব তাঁদের সঙ্গে কথা বলার। সিনেমার পুরো টিম নিয়ে তাঁদের সঙ্গে “সুড়ঙ্গ” দেখতে চাই আমি। আমার জন্য ভক্তদের এত কিছু, তাঁদের জন্য এটুকু আমাকে করতেই হবে।’
রায়হান রাফী পরিচালিত ‘সুড়ঙ্গ’তে আফরান নিশোর বিপরীতে অভিনয় করেছেন তমা মির্জা। রায়হান রাফীর সঙ্গে সিনেমার চিত্রনাট্য লিখেছেন নাজিম উদ্ দৌলা। চরকি ও আলফা আইয়ের যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছে সিনেমাটি।