নুসরাত ফারিয়া নৃত্য পরিবেশন করেছেন
নুসরাত ফারিয়া নৃত্য পরিবেশন করেছেন

সিডনিতেও জায়েদ খানের ‘ডিগবাজি’, সঙ্গে গানও শুনিয়েছেন

অস্ট্রেলিয়ার সিডনিতে এসে দর্শকদের অনুরোধে তাঁর ভাইরাল ডিগবাজি দিলেন ঢাকাই সিনেমার অভিনেতা জায়েদ খান। গতকাল (রোববার) সিডনির ক্যাম্পসিতে আয়োজিত বৈশাখী আড্ডা অনুষ্ঠানে এ কাজ করেছেন তিনি। তবে শুধু ডিগবাজিই দেননি, উপস্থিত প্রবাসী বাংলাদেশিদের গান গেয়েও শুনিয়েছেন তিনি। আর ছিল তাঁর নাচের পরিবেশনা। আয়োজনের আরও আকর্ষণে ছিল দেশের বড় পর্দার নায়িকা নুসরাত ফারিয়ার নাচ ও জনপ্রিয় সংগীতশিল্পী প্রতীক হাসানের গানের পরিবেশনা।
সিডনির স্থানীয় সময় বেলা একটায় শুরু হয় এই অনুষ্ঠান। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল জায়েদ খানের পরিবেশনা। এ সময় তিনি ঢাকাই সিনেমার বিভিন্ন গানে দলীয় নাচ পরিবেশন করেন। ফাঁকে ফাঁকে দর্শকদের সঙ্গে মেতেছেন হাস্যরসালাপে। এর মধ্যে দর্শকদের গান গেয়েও শুনিয়েছেন তিনি। তারপর দর্শকদের সজোর অনুরোধে দিয়েছেন তাঁর ভাইরাল ডিগবাজি।

বৈশাখী আড্ডার শুরুতে প্রবাসী বাংলাদেশিদের জনপ্রিয় গান শুনিয়েছেন সংগীতশিল্পী প্রতীক হাসান

সিডনি ভ্রমণের অভিজ্ঞতা নিয়ে জায়েদ খানের সঙ্গে কথা হয় প্রতিবেদকের। জায়েদ খান বলেন, ‘আমি যেখানেই যাই, সেখানেই ভালোবাসা পাই। সিডনিতেও আমার অনেক ভক্ত রয়েছেন, তাঁদের ভালোবাসা পেয়েছি। সুন্দর একটি অনুষ্ঠান ছিল। সিডনি ঘুরে দেখেছি, চমৎকার পরিবেশ।’ এর আগে অস্ট্রেলিয়ার মেলবোর্নে আরেকটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন তিনি।
বৈশাখী আড্ডার শুরুতে প্রবাসী বাংলাদেশিদের জনপ্রিয় গান শুনিয়েছেন সংগীতশিল্পী প্রতীক হাসান। এই প্রতিবেদককে তিনি বলেন, ‘অনেক দেশে গানের শো করেছি, সিডনিতে আসা হয়নি। খুব ভালো অনুষ্ঠান হয়েছে। আয়োজকদের বিশেষ ধন্যবাদ।’ এরপর দর্শকদের জমকালো নাচের পরিবেশনা উপহার দেন ঢাকাই সিনেমার নায়িকা নুসরাত ফারিয়া। সিডনিতে প্রবাসী বাংলাদেশিদের আয়োজনে সুন্দর অনুষ্ঠানের প্রশংসা করেন এ দুই শিল্পী।

জায়েদ খান ব্যক্তিগতভাবে ভিন্ন রকম মানুষ বলেও মন্তব্য করেছেন অনুষ্ঠানে আসা প্রবাসী বাংলাদেশিরা

অনুষ্ঠান উপভোগ শেষে আমন্ত্রিত শিল্পীদের প্রশংসা করেছেন উপস্থিত স্থানীয় বাংলাদেশিরা। প্রবাসী বাংলাদেশি ড্যানিয়াল নাহিন বলেন, ‘খুবই “রিফ্রেশিং” একটা অনুষ্ঠান ছিল। প্রতীক হাসানের গান শুনে মনটা শীতল হয়েছে আর নুসরাতের নাচে হয়েছি চাঙা।’

অনুষ্ঠান উপভোগ শেষে আমন্ত্রিত শিল্পীদের প্রশংসা করেছেন উপস্থিত স্থানীয় বাংলাদেশিরা

জায়েদ খান ব্যক্তিগতভাবে ভিন্ন রকম মানুষ বলেও মন্তব্য করেছেন অনুষ্ঠানে আসা প্রবাসী বাংলাদেশিরা। স্থানীয় বাংলাদেশি আবু তারিক  বলেন, ‘জায়েদ খান খুব ভালো বিনোদন দিয়েছেন। “রিল আর রিয়েলে” অনেক আলাদা তিনি, সামনাসামনি খুব মজার একজন বিনোদনকর্মী। শিল্পী হিসেবে এটা তাঁর সার্থকতা।’ বৈশাখী আড্ডার আয়োজন করে সিডনির বাংলাদেশি সাংস্কৃতিক সংগঠন ফাগুন হাওয়া।