নির্মাতা পথিক সাধনের ‘একদিন স্বপ্নের দিন’ নাটকে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন তরুণ অভিনেত্রী সাদিয়া আফরিন মাহি। মাঝখানে বিরতির পর অভিনয়ে নিয়মিত হয়েছেন তিনি। গত বৃহস্পতিবার সন্ধ্যায় তাঁর সঙ্গে কথা বলেছে ‘বিনোদন’।
এত দিন কোথায় ছিলেন?
সাদিয়া আফরিন মাহি : ‘পদ্মপুরাণ’ সিনেমা মুক্তির পরও আমার চুল ছোট ছিল। এর পর থেকেই অভিনয়ে বিরতি নিয়েছিলাম। তবে মাঝখানে ছোট চুল নিয়েই কিছুদিন যমুনা টেলিভিশনের ‘শোবিজ টু নাইট’ উপস্থাপনা করি। এর মধ্যে কোভিড এল; সব মিলিয়ে তিন বছর বিরতির পর পুরোদমে এবার অভিনয়ে ফিরেছি। ফিরে রাশিদ পলাশের ময়ূরাক্ষী সিনেমায় কাজ করেছি। ছবিটি ঈদের পর মুক্তি পাওয়ার কথা রয়েছে। ‘মিশন হান্টডাউন’–এও কাজ করেছি। স্বল্পদৈর্ঘ্য সিনেমা প্যাসেঞ্জার করেছি।
‘একদিন স্বপ্নের দিন’ নাটকে আপনার অভিনয় প্রশংসা কুড়িয়েছে। এই নাটকে যুক্ত হলেন কীভাবে?
সাদিয়া আফরিন মাহি : এর আগেও পথিক সাধনের সঙ্গে কাজ করেছি। নাটকটি গতানুগতিক গল্পের চেয়ে একটু আলাদা। হুট করেই নাটকে যুক্ত হওয়া। এবার ভালোবাসা দিবসে বেশ কয়েকটি ভালো কাজ হয়েছে। এর মধ্যেও আমার চরিত্রটা দর্শকেরা মনে রেখেছেন, এটা অনেক ভালো লাগার বিষয়।
কোন কাজটি আপনার ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট?
সাদিয়া আফরিন মাহি : রাশিদ পলাশের ‘পদ্মপুরাণ’ আমার প্রথম সিনেমা। ছবিটি করার সময়ই আমি ঠিক করেছি, অভিনয়টাই করতে চাই। পদ্মপুরাণ মুক্তির পর অনেক কাজের প্রস্তাব পেয়েছিলাম। তবে চুল ফেলে দিয়েছিলাম বলে করা হয়নি। সিনেমাটি আমার জীবনের বিশেষ জায়গা নিয়ে আছে।
আপনাকে নাটকে দেখা যায়নি। আগে নাটক করেননি কেন—এখনইবা করছেন কেন?
সাদিয়া আফরিন মাহি : মডেলিং শুরুর পর ওভাবে অভিনয়ের পরিকল্পনা ছিল না। অনেকে অভিনয় করতে বললেও নিজের প্রতি আত্মবিশ্বাস ছিল না। আমার অনেক কিছু শেখার ছিল। পরে আমার মনে হয়েছে, আমি অভিনয়টা পারব। অভিনয়শিল্পী হিসেবে টিভি, সিনেমা ও ওটিটি—যেকোনো মাধ্যমে কাজ করতে চাই। আমার কাছে ভালো গল্প গুরুত্বপূর্ণ।
সামনে কী করছেন?
সাদিয়া আফরিন মাহি : সামনে আমার দুটি টিভি ফিকশন আসবে। পাশাপাশি আরও কয়েকটি কাজ নিয়ে কথাবার্তা চলছে; চূড়ান্ত হলে বলতে পারব।
আর সিনেমা?
সাদিয়া আফরিন মাহি : এখন পর্যন্ত কোনো সিনেমায় যুক্ত হইনি। ভালো গল্প ও চিত্রনাট্য পেলে অবশ্যই সিনেমা করব।