আমির খানের ভাই কি আসলেই বাংলাদেশের সিনেমায় অভিনয় করছেন, মুম্বাইতে খোঁজ নিয়ে যা জানা গেল

ফয়সাল ভাই আমির খানের সঙ্গে
ছবি: ফেসবুক

বাংলাদেশের সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন বলিউড তারকা আমির খানের ভাই ফয়সাল খান—বেশ কদিন ধরেই সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে আলোচনা চলছে। কিন্তু আদৌ ফয়সাল অনন্য মামুনের সিনেমায় অভিনয় করছেন কি না, তা নিয়ে ধোঁয়াশা কাটছে না। বিষয়টি জানতে প্রথম আলোর পক্ষ থেকে যোগাযোগ করা হয় ফয়সাল খানের সঙ্গে।

আগামী সেপ্টেম্বর থেকে নতুন সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন শাকিব খান। সেই সিনেমা নিয়ে পরিচালক অনন্য মামুন জানিয়েছেন বলিউড থেকে সিনেমার নায়িকা বাছাই করছেন। বলিউডের প্রাচী দেশাই, শেহনাজ গিল, জারিন খান ও নেহা শর্মার মধ্যে একজন হতে যাচ্ছেন নায়িকা। কদিন ধরে এমন আলোচনার মাঝে হঠাৎ খবর আসে এই সিনেমায় আরও চমক রয়েছে—ছবিতে আছেন আমির খানের ভাই ফয়সাল খানও। পরিচালক মামুনও জানান, এই সিনেমায় অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন ফয়সাল খান।

বলিউডের প্রাচী দেশাই, শেহনাজ গিল, জেরিন খান ও নেহা শর্মার মধ্যে কে হচ্ছেন শাকিব খানের নায়িকা তা জানা যাবে কয়েক দিনের মধ্যে, এমনটাই জানিয়েছিলেন পরিচালক অনন্য মামুন

মামুন প্রথম আলোকে বলেন, ‘আমরা ফয়সাল খানের কাছে চিত্রনাট্য পাঠিয়েছিলাম। সেটা তাঁর পছন্দ হয়েছে। তিনি সিনেমা করতে রাজি হয়েছেন। আমাদের চুক্তি হয়ে গেছে, এটা নিয়ে আসলে বলার কিছু নেই। কিন্তু অনেকেই অনেক কথা বলছেন। তাঁরা সব সময়ই বলেন। ডিরেক্টর হিসেবে আমি যেটা বলব, সেটাই বিশ্বাস করা উচিত। কারণ, আমি সিনেমা করতে চাই। আমি মুখে বলেছি, সেটাই আসল।’
এই সময় মামুন আরও বলেন, ‘এর আগে ফয়সাল খানকে গল্প পাঠানো হয়েছে। চরিত্র নিয়ে তাঁর সঙ্গে কথা হয়েছে। আমাদের অ্যাগ্রিমেন্টও হয়েছে। আমাদের সিনেমায় এখন পর্যন্ত আর কে অভিনয় করবেন, সেটা আমরা বলিনি। তবে ফয়সাল খানের কথা বলেছি। সেটা চুক্তি হওয়ার কারণেই। আগামী ১৫ সেপ্টেম্বর থেকে তাঁর শুটিং। বেনারসে শুটিং শুরু হবে। সেই প্রস্তুতি চলছে।’
তবে চরিত্র নিয়ে এখনই কিছু বলতে চান না এই পরিচালক। চুক্তির কপি চাইলে সেটাও তিনি দেখাতে নারাজ। পরে তিনি এই প্রতিবেদককে ২৩ জুলাই ফয়সালের সঙ্গে ই–মেইলে যোগাযোগের প্রমাণ পাঠান। মামুনের দাবি, চিত্রনাট্য পছন্দ হওয়ার পর ওই মেইলে ফয়সাল তাঁর সিনেমায় অভিনয়ে সম্মতি জানিয়েছেন।

ফয়সাল খান

অনন্য মামুনকে করা সেই মেইলে ফয়সাল উত্তর দিয়েছেন, ‘মি. মামুন, আপনার সিনেমায় আমি কী চরিত্র করতে যাচ্ছি, সেটা জেনেছি। আমি সম্মতি জানাচ্ছি চরিত্রটি করতে। আমি খুশি আপনার প্রজেক্টে সহযোগিতা করতে যাচ্ছি। অনেক ধন্যবাদ। ফয়সাল।’
আজ সোমবার ফয়সালের প্রতিনিধি সাজ্জাদ শেখ মুম্বাই থেকে এই প্রতিবেদককে বলেন, ‘তিনি (অনন্য মামুন) চুক্তি না করে তো বলতে পারেন না তাঁর সিনেমায় ভাইজান (ফয়সাল) অভিনয় করছেন। তাঁর কাছ থেকে তো কোনো টাকাও নেওয়া হয়নি। সেখানে এভাবে নাম ব্যবহার করে প্রচারণা খারাপ দেখায়। এটা তিনি ঠিক করেননি।’
সাজ্জাদ শেখ আরও জানান, এর আগে বাংলাদেশের একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন ভাইজান। সেটা নিয়ে অনেক আগেই কথা হয়েছে। সিনেমার পরিচালক জুলফিকার জাহেদী মুম্বাইতে এসেছিলেন। সাজ্জাদ বলেন, ‘ভাইজানের বাসায় এসে তিনি চুক্তি করে গিয়েছেন। সাইনিং মানি দিয়েছেন। ভাইজান বলেছেন, সব ওকে। ১০ থেকে ১৫ দিনের মধ্যে সিনেমাটির শুটিং শিডিউল ঠিক হয়ে যাবে। জাহেদী সাহেব চাইলে সিনেমার প্রচারের জন্য খবর প্রকাশ করতে পারেন। সেটাকে পেশাদারত্ব বলে।’

ফয়সাল ও পরিচালক জুলফিকার

এ প্রসঙ্গে পরিচালক জুলফিকার জাহেদীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, চলতি বছরের মে মাসে ফয়সাল খানদের বাসায় গিয়েছিলেন। সেখানেই সিনেমা নিয়ে চুক্তি হয়েছে। তিনি বলেন, ‘আমাদের সিনেমার চুক্তি চূড়ান্ত। সে সময় আমি ফয়সাল ভাইয়ের বাসায় ছিলাম। গল্পের সব শুনেই তিনি রাজি হয়েছেন। আমাদের সিনেমাটি নিয়ে প্রায়ই কথা হয়। শিগগির আবার দেখা হবে।’ জানা গেল, সিনেমাটির নাম ‘সুইং’। আগামী ডিসেম্বরে সিনেমাটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। সিনেমাটি বাংলা ভাষায় মুক্তি পাবে।

জুলফিকার বলেন, ‘তিন ভাই আর তিন বোনের গল্প নিয়েই “সুইং”। সিনেমায় উঠে আসবে বাংলাদেশের পারিবারিক গল্প। সেখানে প্রধান চরিত্রে অভিনয় করবেন ফয়সাল খান।’