উত্তপ্ত এফডিসি প্রাঙ্গণ। মঙ্গলবার ছিল বাংলাদেশ চলচ্চিত্র সমিতি ২০২৪-২৬–এর নবনির্বাচিত কমিটির শপথ অনুষ্ঠান। বিকেল সাড়ে পাঁচটার দিকে সভাপতি মিশা সওদাগরের নেতৃত্বে শপথ নেয় নির্বাচিত কমিটি। নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে মিশা ও ডিপজল প্যানেল। শপথ গ্রহণ শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন মিশা সওদাগর।
নবনির্বাচিত সভাপতি বলেন, ‘আমরা কৃতজ্ঞতা জানাই গোটা চলচ্চিত্র পরিবারকে, প্রশাসনকে, দেশপ্রধানকে এবং আমাদের সদস্য, সদস্যবৃন্দ যাঁরা আমাদের এত বড় বিজয় এনে দিয়েছেন, তাঁদের সবাইকে। পাশাপাশি প্রিন্ট মিডিয়া থেকে আরম্ভ করে যত স্যোশাল মিডিয়া আছে, সবাইকে জানাই বিজয়ের শুভেচ্ছা। এ বিজয় আপনাদের উৎসর্গ করলাম। যাঁরা আমাদের বিশাল বিজয় আনতে সাহায্য করেছেন, আমরা আপনাদের কাছে ঋণী। এই ঋণ আমাদের কর্মের মাধ্যমে পরিশোধ করতে চেষ্টা করব। আপনারা আমাদের পাশে থাকবেন।’
নির্বাচন নিয়ে কোনো বিতর্ক হয়েছে কি না, প্রশ্নের জবাবে মিশা বলেন, ‘কোনো বিতর্ক হয়নি, বিতর্ক হওয়ার প্রশ্নই আসে না।’
যদিও শপথ গ্রহণের পরপরই উত্তপ্ত হয়ে ওঠে এফডিসি প্রাঙ্গণ। এ সময় শিল্পী সমিতির সদস্য ও সাংবাদিক–ইউটিউবারদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। জানা গেছে, চলচ্চিত্র শিল্পী সমিতির সদস্য শিবা সানুর সঙ্গে ইউটিউবারদের কথা–কাটাকাটি হয়। কথা–কাটাকাটির একপর্যায়ে সাংবাদিকেরা হাজির হলে তাঁদের সঙ্গেও বাগ্বিতণ্ডা হয়। এরপর সাংবাদিকদের ওপর হামলার ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, হামলায় নেতৃত্ব দেন শিবা শানু, চলচ্চিত্র শিল্পী সমিতির নবনির্বাচিত কমিটির সাংগঠনিক সম্পাদক জয় চৌধুরী ও আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক আলেকজান্ডার বো।
পরে অবশ্য এ ঘটনায় দুঃখ প্রকাশ করে বিবৃতি দিয়েছেন নবনির্বাচিত সভাপতি মিশা সওদাগর ও সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন ডিপজল। এমনকি যত দ্রুত সম্ভব এ ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অঙ্গীকারও করেছে নবনির্বাচিত কমিটি।
চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর ও সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন ডিপজলের পক্ষ থেকে পাঠানো এই চিঠিতে জানানো হয়েছে, ‘আজ মঙ্গলবার বিকেল পাঁচটায় বিএফডিসির বাগানে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সদ্য নির্বাচিত কমিটির বিজয় উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে আমাদের আমন্ত্রণে বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক ভাইবোনেরা সংবাদ গ্রহণ করতে এসেছিলেন। তখন অনাহূত পরিস্থিতিতে সাংবাদিকদের সঙ্গে শিল্পী সমিতির কার্যনির্বাহী কমিটির কতিপয় নির্বাচিত সদস্য ও সাধারণ সদস্যদের হাতাহাতি হয়। আমরা জানতে পেরেছি, এ ঘটনায় বেশ কজন সাংবাদিক আহত হয়েছেন, যা আমাদের ব্যথিত করেছে। আমরা এ ঘটনার জন্য সব গণমাধ্যমের সাংবাদিক ভাইবোনদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। পাশাপাশি যত দ্রুত সম্ভব এ ঘটনার পরিপ্রেক্ষিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে যাচ্ছি।’
এর আগে চলচ্চিত্র শিল্পী সমিতির সদস্য শিবা সানুর সঙ্গে ইউটিউবারদের কথা–কাটাকাটি দিয়ে শুরু হয় বিশৃঙ্খল পরিস্থিতি। একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। কথা–কাটাকাটির একপর্যায়ে সাংবাদিকেরা হাজির হলে তাঁদের সঙ্গেও বাগ্বিতণ্ডা হয়। সন্ধ্যা সোয়া ছয়টার দিকে সাংবাদিকদের ওপর হামলার ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী একাধিকজনের মতে, হামলায় নেতৃত্ব দেন শিবা শানু, চলচ্চিত্র শিল্পী সমিতির নবনির্বাচিত কমিটির সাংগঠনিক সম্পাদক জয় চৌধুরী ও আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক আলেকজান্ডার বো।