আর্জেন্টিনার জার্সি গায়ে জায়েদ খান
আর্জেন্টিনার জার্সি গায়ে জায়েদ খান

যে কারণে আর্জেন্টিনাকে সমর্থন করেন জায়েদ খান

কাতার বিশ্বকাপের বাঁচা–মরার লড়াইয়ে পোল্যান্ডকে ২–০ গোলে হারিয়ে শেষ ষোলোয় উঠেছে আর্জেন্টিনা; জয়ের পর বাংলাদেশের আর্জেন্টিনা সমর্থকেরা আনন্দের জোয়ারে ভাসছেন। পিছিয়ে নেই চলচ্চিত্রের অভিনয়শিল্পীরাও; এক ফেসবুক পোস্টে হালের আলোচিত চিত্রনায়ক জায়েদ খান বিজয়ী দলটিকে অভিনন্দন জানিয়েছেন।

অভিনয়শিল্পীরা কাতার বিশ্বকাপে কে কোন দলকে সমর্থন করেন, তা নিয়ে কয়েক দিন ধরেই চলছে চুলচেরা বিশ্লেষণ। বিষয়টি নিয়ে তর্ক–বিতর্কের মধ্যে এক ফেসবুক পোস্টে আর্জেন্টিনার প্রতি নিজের সমর্থনের কথা জানিয়েছেন চিত্রনায়ক জায়েদ খান। কী কারণে দলটিকে সমর্থন করেন, তার কারণও খোলাসা করেছেন তিনি, ‘ছোটবেলা থেকেই ম্যারাডোনার কারণে এই দলের প্রতি ভালোবাসা। এই দলের জার্সি ছাড়া কোনো দলের জার্সি কখনো গায়েও দিইনি। এইবারের বিশ্বকাপে সুন্দর খেলা উপহার দেবে, এটাই প্রত্যাশা।’

জায়েদ খান

আর্জেন্টিনার জার্সি গায়ে জড়িয়ে একটি বল হাতে ফটোসেশনেও অংশ নিয়েছেন জায়েদ; তার কয়েকটি ছবি ফেসবুকে পোস্ট করেছেন তিনি। সেই পোস্টে খল অভিনেতা মিশা সওদাগর লিখেছেন, ‘শুভকামনা’; জায়েদ খান তাঁকে ধন্যবাদ দিয়েছেন। রুহুল আমিন নামে এক ফেসবুক ব্যবহারকারী লিখেছেন, ‘লেগে থাকো। কাপ নিতে হবে এবার।’ প্রতিউত্তরে জায়েদ লিখেছেন, ‘ইনশা আল্লাহ ভাইয়া’।

সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদ নিয়ে প্রায় ৯ মাস ধরে নিপুণ আক্তারের সঙ্গে আইনি লড়াই চালিয়ে যাচ্ছেন জায়েদ; এর মধ্যে আপিল বিভাগের এক আদেশে সাধারণ সম্পাদকের চেয়ারে বসেছেন নিপুণ।