এবার রোশানের নায়িকা মিতু

জিয়াউল রোশান ও জাহারা মিতু
জিয়াউল রোশান ও জাহারা মিতু

ঢালিউডে বুবলী, পরীমনিসহ অনেক নায়িকার সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন জিয়াউল রোশান। এবার সিনেমায় নবাগত জাহারা মিতুর সঙ্গে জুটি বাঁধছেন এই নায়ক। ছবির নাম ‘দ্য ডল-ডেথ অব লিভিং লেজেন্ড’। এটি পরিচালনা করবেন মাহফুজুর রহমান।

রোশান বলেন, ‘মিতুর সঙ্গে আগে আমার ওভাবে পরিচয় ছিল না। শুনেছি, বেশ কয়েকটি ভালো ছবিতে কাজ করেছেন তিনি। ছবিগুলো এখনো মুক্তি পায়নি। তা ছাড়া শাকিব খানের বিপরীতে “আগুন” ও কলকাতার দেবের বিপরীতে “কমান্ডো” ছবিতে কাজ করছেন।’

রাজনৈতিক থ্রিলার নিয়ে ছবির গল্প। সেখানে প্রেম-ভালোবাসার বিষয়টিও গল্পে ধরা দিয়েছে। ছবিতে রোশানের চরিত্রের নাম আবীর। সমসাময়িক একজন রাজনৈতিক নেতার চরিত্রে দেখা যাবে তাঁকে।

জিয়াউল রোশান ও জাহারা মিতু
জিয়াউল রোশান ও জাহারা মিতু

বাস্তব জীবনে রোশানের পরিবার রাজনীতির সঙ্গে জড়িত। তাঁর নিজ এলাকা থেকে একাধিকবার জনপ্রতিনিধি হয়েছেন তাঁর বাবা। নির্বাচনের সময় বাবার হয়ে ভোটের মাঠেও দেখা গেছে রোশানকে। তাই রাজনীতিটা খুব কাছ থেকেই দেখার সুযোগ হয়েছে এই তারকার। তাই ছবির এই চরিত্র করতে খুব একটা বেগ পেতে হবে না তাঁর।
রোশান বলেন, ‘এ ধরনের চরিত্রে প্রথম কাজ করব। বাস্তবে আমাদের পরিবার রাজনীতির সঙ্গে জড়িত। আমার বাবা নিজ এলাকাতে প্রায় ৪০ বছর ধরে রাজনীতি করছেন। রাজনৈতিক পরিবেশের মধ্য দিয়েই আমার বেড়ে ওঠা। সুতরাং ছবিতে একজন রাজনৈতিক নেতার চরিত্র করতে সমস্যা হবে না। গল্প শুনে আমার মনে হয়েছে, সহজেই চরিত্রটি উঠিয়ে আনতে পারব আমি। এ ধরনের চরিত্রে করতে নিজের কাছে ভালোও লাগবে।’

ছবিতে জাহারা মিতুর চরিত্রের নাম ফারিন। রোশানের বিপরীতে এটাই হবে তাঁর প্রথম কাজ। মিতু বলেন, ‘রোশান ভাইয়ের কাজের সঙ্গে পরিচয় থাকলেও তাঁর সঙ্গে আগে কখনো দেখা হয়নি। এই কাজের জন্য ফটোসেশন করতে গিয়ে আনুষ্ঠানিক পরিচয় হলো তাঁর সঙ্গে। কথা বলতে গিয়ে কাজের প্রতি তাঁর আন্তরিকতায় মনে হয়েছে, দুজনের একটা ভালো কাজ হতে যাচ্ছে।’
জানা গেছে, ৫ আগস্ট থেকে ঢাকার বিভিন্ন লোকেশনে ছবিটির শুটিং করার কথা ছিল। কিন্তু হঠাৎ পিছিয়েছে এর শুটিং। রোশান জানালেন, নতুন শিডিউল অনুযায়ী চলতি মাসের শেষের দিকে ছবিটির শুটিং শুরু হবে।