ঠিক আট মাস আগে দেশের প্রেক্ষাগৃহে ছবি মুক্তির কারণে খবরে এসেছিলেন নুসরাত ফারিয়া। আট মাস পর আবারও ছবি মুক্তির কারণে খবরে তিনি। এবার আর দেশের প্রেক্ষাগৃহে নয়, ফারিয়া অভিনীত ছবিটি মুক্তি পেয়েছে ভারতের পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহে। গত বৃহস্পতিবার জামাইষষ্ঠী উপলক্ষে মুক্তি পেয়েছে ‘আবার বিবাহ অভিযান’। ছবিটির গানে বাংলাদেশি এই অভিনেত্রীকে গ্ল্যামারাস লুকে দেখা গেছে। যেমনটি দেখা গেছে গত ঈদুল ফিতরে মুক্তি পাওয়া তাঁর ‘বুঝি না তো তাই’-এর গানের ভিডিওতে।
মূলধারার বাণিজ্যিক সিনেমা অথবা নিজের গাওয়া গানের ভিডিওতে নুসরাত ফারিয়ার ‘বোল্ড অবতার’ নতুন কিছু নয়। তবে জানুয়ারিতে মুক্তি পাওয়া ‘ভয়’ ছবিতে এই অভিনেত্রীকে দেখা গেছে একজন স্কুলশিক্ষিকার চরিত্রে। মুক্তির অপেক্ষায় থাকা বাংলাদেশি চলচ্চিত্র ‘পারাপার’ ও ‘ফুটবল ৭১’-এও পাওয়া যাবে অন্য এক ফারিয়াকে।
মূলধারার বাণিজ্যিক সিনেমার নায়িকা হিসেবেই যখন তাঁর বেশি পরিচিতি, তখন চরিত্র, সিনেমা পছন্দের এই বদল কি সচেতনভাবেই? গতকাল শুক্রবার বিকেলে এ প্রসঙ্গ
উঠতেই প্রথম আলোকে নুসরাত ফারিয়া বলেন, ‘সচেতনভাবেই এটা ঠিক করেছিলাম। সব কাজের একটা সময় থাকে, সে অনুযায়ী তা করতে হয়। এখন আমি সমানতালে দুই ধরনের চরিত্রেই অভিনয় করতে চাই। কোনো শিল্পীরই উচিত না নিজেকে এক জায়গায় আটকে রাখা। এটা (চরিত্রের বৈচিত্র্য) আমাকে আরও আত্মবিশ্বাসী করে তোলে।’
ঢাকা তো বটেই, কলকাতার বিভিন্ন প্রান্তে স্টেজ শো করেন নুসরাত ফারিয়া। ভক্ত-দর্শকের সঙ্গে আরও নানা মাধ্যমে তাঁর যোগাযোগ হয়। বাণিজ্যিক সিনেমার সঙ্গে শৈল্পিক ঘরানার সিনেমায় অভিনয় করার বিষয়টি দর্শকেরাও ভালোভাবে গ্রহণ করেছেন বলে মনে করেন ফারিয়া। তাঁর ভাষ্যে, ‘আমি যা-ই করি, মানুষ স্বাগত জানিয়েছে—সেটা বাণিজ্যিক সিনেমা বা ভিন্নধারার সিনেমা, স্টেজ পারফরম্যান্স বা গান। মানুষের ভালোবাসা না পেলে তো এত কাজ করা সম্ভব হতো না। নিজেকে তাই সৌভাগ্যবান বলে মনে করি।’
‘আবার বিবাহ অভিযান’ মুক্তির দিন কয়েক আগেই পশ্চিমবঙ্গের আরও একটি সিনেমায় যুক্ত হয়েছেন ফারিয়া। কোরিওগ্রাফার বাবা যাদব, যিনি নুসরাত ফারিয়ার গানের ভিডিওর কোরিওগ্রাফি করেছেন; তাঁর পরিচালিত সিনেমায় দেখা যাবে এই অভিনেত্রীকে। নতুন ছবির সূত্র ধরেই তাঁর কাছে জানতে চাওয়া—ঢাকার চেয়ে এখন তাঁকে পশ্চিমবঙ্গের সিনেমাতেই কেন বেশি দেখা যায়? ‘যেখানে ডিমান্ড বেশি, ওখানেই তো কাজ করতে হবে,’ সাফ উত্তর ফারিয়ার।
‘আবার বিবাহ অভিযান’-এ ফারিয়ার সহ–অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য ও অঙ্কুশ হাজরা নিয়মিত ওটিটিতে অভিনয় করছেন। তিনি কেন নেই, জানতে চাইলে ফারিয়া বলেন, ‘আমার এখনো বড় পর্দার আশা পুরোপুরি মেটেনি। আগে মিটিয়ে নিই, তারপর...।’
অভিনয়, সঞ্চালনার বাইরে ফারিয়া আলোচনায় থাকেন গান নিয়েও। বিদেশি লোকেশনে ধারণ করা হয় তাঁর গানের ভিডিও। বাজেটও থাকে অনেক বেশি।
এ প্রসঙ্গে বলতে গিয়ে তিনি জানান, গান নিয়ে অন্যদের চেয়ে আলাদাভাবে হাজির হাতে চান, প্রতিটি কাজে নিজের ‘ছাপ’ রাখতে চান। তিনি বলেন, ‘এটার জন্য অনেক কঠোর পরিশ্রম, নিবেদন দরকার। আমার কাজগুলো মানুষ পছন্দ করাতেই এটা সম্ভব হয়। পুরো কৃতিত্ব দিতে চাই আমার প্রযোজকদের, যাঁরা আমার ওপর আস্থা রাখেন।’
সিনেমা বাছাইয়ের ক্ষেত্রে ‘নীতি বদল’ ছাড়াও গত কয়েক মাসে আরও একটি বদল দেখা গেছে নুসরাত ফারিয়ার। —ব্যক্তিজীবন, চিন্তাভাবনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কথাও বলেছেন তিনি।
এই যেমন বাগ্দান ভাঙার খবর নিয়ে ফেসবুকে দীর্ঘ পোস্ট দিয়েছিলেন, তেমনি নিজের উচ্চতা নিয়ে দেওয়া আরেকটি পোস্টও আলোচনার জন্ম দিয়েছিল। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি ভক্তদের সঙ্গে সৎ থাকতে চাই, সেটা সামাজিক যোগাযোগমাধ্যমেও। আমি যা, তা-ই; এটি নিয়ে লুকোচুরির কিছু নেই। যেহেতু আমার বাগ্দানের কথা জানিয়েছিলাম, ফলে দায়বদ্ধতা থেকে বাগ্দান ভেঙে যাওয়ার খবর জানিয়েছি। কারণ, মানুষ আমাকে প্রশ্ন করত, বিয়ে কবে হবে? যা নিয়ে বিরক্ত ছিলাম।’
বিনোদন অঙ্গনে কাজের শুরুতে গানের ভিডিওতে মডেল হয়েছিলেন ফারিয়া। এরপর অনুষ্ঠান সঞ্চালনা করেন।
বিনোদন দুনিয়ায় এরই মধ্যে এক দশক পার করেছেন তিনি। নিজের এই যাত্রাপথ নিয়ে সন্তুষ্টির কথাও বললেন ফারিয়া। তিনি বলেন, ‘আলহামদুলিল্লাহ, স্বপ্নের সময়টা পার করছি। একদিন ১৪ কি ১৫ বছরের কিশোরী যে স্বপ্ন দেখেছিল, তা সত্যি হয়েছে।’