বাংলা গানের ভিউ দিন দিন বাড়ছে। বিশ্বের নানা প্রান্তের গানের সঙ্গে এগিয়ে চলেছে বাংলা গান। পাশাপাশি টেলিভিশনের চেয়ে এখন অনলাইনভিত্তিক বিভিন্ন প্ল্যাটফর্মে খণ্ড বা ধারাবাহিক নাটক দেখার প্রবণতা বেশি। আরও বেশি দর্শকের কাছে নাটক পৌঁছে দেওয়া ও ব্যবসায়িক দিক চিন্তা করে টেলিভিশন কর্তৃপক্ষও টিভিতে প্রচারের কয়েক ঘণ্টার মধ্যেই নাটকগুলো ইউটিউবে প্রকাশ করছে। এবারের ঈদেও তার ব্যতিক্রম হয়নি। ঈদের আগের দিন থেকেই টেলিভিশনের পাশাপাশি ওটিটি প্ল্যাটফর্মসহ বিভিন্ন ইউটিউব চ্যানেলে দর্শক দেখছেন ঈদের অনুষ্ঠান। এগুলোর মধ্যে দর্শকের প্রথম পছন্দে আছে নাটক! এরই মধ্যে শনিবার সারাদিন বাংলাদেশে ইউটিউব ট্রেন্ডিংয়ে শীর্ষ কনটেন্টের মধ্যে প্রথমটিই নাটক ছিল! তবে রাতে প্রথম অবস্থানে চলে আসে তুফানের আলোচিত গান ‘দুষ্টু কোকিল’!
অনলাইন ভিডিও-শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউব ট্রেন্ডিংয়ে বাংলাদেশ থেকে দ্বিতীয় স্থানে আছে কেমএম সোহাগ পরিচালিত নাটক ‘চাঁদের হাট’। সিনেমাওয়ালার ইউটিউব চ্যানেলে নাটকটি উন্মোচিত হয়েছে ঈদের পর দিন। তার আগে ঈদের দিন নাটকটি দর্শক দেখেছেন চ্যানেল আইয়ে।
ইউটিউব ট্রেন্ডিংয়ে শীর্ষে থাকা তৌসিফ-কেয়া পায়েল অভিনীত নাটকটি ইউটিউবে প্রকাশের পর সাড়া ফেলেছে। চার দিনে নাটকটির প্রায় ছয় মিলিয়ন ভিউ! ট্রেন্ডিংয়ে তৃতীয় অবস্থানে আছে ভ্যানিশিং ম্যান নাটকটি। চতুর্থ অবস্থানে আছে মাস্তান নাটকটি।
বাংলাদেশে ট্রেন্ডিংয়ে শীর্ষ স্থানে থাকা এই গান ওটিটি প্ল্যাটফর্ম চরকির ইউটিউবে মুক্তি পায় ২০ জুন সন্ধ্যায়। দুই দিনের কম সময়ে গানটি দেখা হয়েছে ৫৬ লাখের বেশি! সেই সঙ্গে গানটিতে মন্তব্য এসেছে প্রায় ১০ হাজারের বেশি।
এর আগে ট্রেলারে অল্প কিছু অংশতেই বাজিমাত করে ‘দুষ্টু কোকিল’! পুরো গানটি রিলিজে দর্শক উন্মাদনা তুঙ্গে। মোটামুটি অনুমেয়ই ছিল যে গানটি মুক্তির সঙ্গে সঙ্গেই ট্রেন্ডিংয়ে চলে আসবে! হলোও তাই। আকাশ সেনের সুর, কথা ও সংগীতে গানটিতে কণ্ঠ দিয়েছেন সংগীতশিল্পী কনা।
‘তুফান’ সিনেমায় শাকিব খানকে দ্বৈত চরিত্রে দেখা গেছে। রায়হান রাফী পরিচালিত ‘তুফান’ সিনেমায় শাকিবের বিপরীতে অভিনয় করেছেন ভারতের মিমি চক্রবর্তী ও বাংলাদেশের নাবিলা। আরও আছেন চঞ্চল চৌধুরী, ফজলুর রহমান বাবু, গাজী রাকায়েত, সালাউদ্দিন লাভলু, গাউসুল আলম শাওন প্রমুখ।