সিন্ডি রোলিং ও সজল। সজলের সৌজন্যে
সিন্ডি রোলিং ও সজল। সজলের সৌজন্যে

অ্যাকশন সিনেমায় সজল, সঙ্গে দেখা যাবে যুক্তরাষ্ট্রপ্রবাসী এই নায়িকাকে

পুরোপুরি অ্যাকশন ঘরানার ছবিতে কাজ করতে যাচ্ছেন সজল। ছবির নাম ‘জীবনের খেলা’। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় প্রথম আলোকে খবরটি জানান সজল নিজেই। আজ বুধবার ঢাকায় ছবিটির শুটিং শুরু হওয়ার কথা আছে।

সিন্ডি রোলিং ও সজল। সজলের সৌজন্যে

সজল জানান, সপ্তাহখানেক আগে চুক্তিবদ্ধ হয়েছেন এই ছবিতে। তিনি বলেন, ‘বেশ কয়েক মাস আগে থেকে কাজটি করার কথাবার্তা চলে আসছিল। গত সপ্তাহে চুক্তিবন্ধ হয়েছি। আজ (গতকাল) আনুষ্ঠানিকভাবে জানালাম। কাল থেকে শুটিং শুরু হবে।’

এটি পুরোপুরি অ্যাকশন ঘরানার ছবি। সজলের জন্য নতুন অভিজ্ঞতা। তিনি বলেন, ‘এর আগে টুকটাক অ্যাকশন ঘরানার কাজ করেছি। কিন্তু সিনেমায় এটি আমার জন্য নতুন চ্যালেঞ্জের কাজ। তবে যেহেতু আগে থেকে কাজটি করার জন্য আগ্রহ ছিল, তাই বেশ কিছুদিন ধরে প্রস্তুতি নিচ্ছিলাম। এখন দেখা যাক কী হয়।’

সিনেমায় সজলের নায়িকা বাংলাদেশি বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রপ্রবাসী সিন্ডি রোলিং। তিনি এর আগে ‘কিস্তিমাত’, ‘মুসাফির’, ‘মেঘের কপাট’, ‘চোরাবালি’সহ বেশ কয়েকটি ছবিতে অভিনয় করেছেন। ‘জীবনের খেলা’ সিনেমার শুটিং শুরু করতে সম্প্রতি বাংলাদেশে এসেছেন এই নায়িকা।

ছবিটি পরিচালনা করছেন ওয়ালিদ আহমেদ। তিনি জানান, প্রেম ও দ্রোহের গল্প নিয়ে এই ছবি।

সিন্ডি রোলিং ও সজল। সজলের সৌজন্যে

অ্যাকশন ছবিতে সজলকে নেওয়া প্রসঙ্গে পরিচালক ওয়ালিদ আহমেদ বলেন, ‘সজলের ওপর ভরসা আছে। তাঁর কিছু কিছু কাজে লুক দেখে আমার মনে হয়েছে, তাঁকে দিয়ে দারুণ অ্যাকশন ঘরানার ছবি করানো সম্ভব। ২০১৫ সালে “রান আউট” দেখে সজলকে নিয়ে অ্যাকশন ছবির জন্য কাজ করতে উৎসাহী হই। তখন থেকেই পরিককল্পনা করি তাঁকে নিয়ে একটি অ্যাকশন মুভি করব। এত দিন পর সেই সুযোগটা হয়ে গেল।’

পরিচালক জানান, আজ থেকে ছবির প্রথম ধাপের কাজ শুরু হবে ঢাকায়। এরপর বিরতি দিয়ে ঈদুল ফিতরের পর দ্বিতীয় ধাপের কাজ হবে চট্টগ্রামের লোকেশনে।