ভক্তদের পিছু ছোটা ও অটোগ্রাফের বিড়ম্বনাকে উপভোগ করছেন চিত্রনায়িকা সাদিয়া নাবিলা। নিজ শহর নীলফামারীর সৈয়দপুরে বেশ আনন্দে কাটছে তাঁর দিন। নাবিলা নিজের অভিনীত ‘ব্ল্যাক ওয়ার’ চলচ্চিত্রের প্রচারণা শেষে শহরের পুরোনো বাবুপাড়ার বাসায় আছেন। গতকাল সোমবার রাতে শহরের শেখ ইসমত জাহান স্কুল মিলনায়তনে শ্রমজীবী নারী ও যুব সংগঠনের (শ্রজীনা) পক্ষ থেকে তাঁকে সংবর্ধনা দেওয়া হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রজীনার সভাপতি ফেরদৌসী বেগম। প্রধান অতিথি ছিলেন সৈয়দপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সানজিদা বেগম। সংবর্ধনা অনুষ্ঠানের বক্তব্যে ‘ব্ল্যাক ওয়ার’ ছবির ইরা চরিত্রে অভিনয় নিয়ে নাবিলা বলেন, ‘স্মৃতির শহর সৈয়দপুরে এসে খুবই ভালো লাগছে। বিদেশে থাকি, আমার স্কুল–কলেজ বন্ধুবান্ধব সবাইকে মিস করি।’ নাবিলা সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ থেকে উচ্চমাধ্যমিক পাস শেষে উচ্চতর শিক্ষার জন্য অস্ট্রেলিয়ায় পাড়ি জমান। সেখানে তিনি বিনোদন জগতে কাজ করছেন। অনেক ব্যস্ত তিনি। নাবিলা বলেন, ‘২০১৭ সালে অস্ট্রেলিয়ায় একটি সুন্দরী প্রতিযোগিতায় আমি রানার্সআপ হয়েছিলাম। এর কিছুদিন পর বলিউডের গ্রীন প্রডাকশন থেকে আমার সঙ্গে যোগাযোগ শুরু করে।’
অভিনেত্রী নাবিলা ‘মিশন এক্সট্রিম’ চলচ্চিত্রে অভিনয় করেন। সেই ধারাবাহিকতায় ‘ব্ল্যাক ওয়ার’ ভালো সাড়া ফেলেছে। ছবিতে নাবিলার অ্যাকশন দৃশ্য দর্শকদের মুগ্ধ করেছে। বক্তব্যে নাবিলা বলেন, ‘বলিউড থেকে ডাক পাচ্ছি। কিন্তু আমি দেশের ছবিকে প্রথমে প্রাধান্য দিতে চাই।’ তিনি সিনেমা হলগুলোর উন্নয়নে সরকারের সহযোগিতা ও পৃষ্ঠপোষকতা কামনা করেন।
শ্রজীনার সাধারণ সম্পাদক কোহিনূর লিপি বলেন, ‘নাবিলাকে নিয়ে আমরা গর্বিত। তাঁর ছবি আমরা হলে গিয়ে দেখেছি। তাঁর অভিনয় দেখে মনে হয়েছে, অনেক বড় মাপের শিল্পী তিনি। তাঁকে আরও সিনেমায় দেখতে চাই।’ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাবিলার বাবা অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা আবদুল মতিন ও মা আমেনা মতিন, শ্রজীনার সদস্য ও সুধীজন। পরে অনুষ্ঠানস্থলে কেক কাটেন নাবিলা।