‘টগর’ ছবির টিজারে এভাবেই দেখা গেছে আদর আজাদ ও দীঘিকে
‘টগর’ ছবির টিজারে এভাবেই দেখা গেছে আদর আজাদ ও দীঘিকে

কী মনে করেছিস, মাথায় হাত বুলিয়ে দিলেই সব তোর...

আগে থেকে কাউকে কিছুই জানতে দেননি আদর আজাদ ও দীঘি। তবে বেশ কয়েক দিন ধরে বলে আসছিলেন, নতুন কিছু নিয়ে নতুন বছরে দেখা দেবেন। কথা রাখলেন তাঁরা। ভক্তদের দিলেন চমকে।

আজ সন্ধ্যায় আদর ও দীঘির নতুন ছবির ঘোষণা দিয়ে টিজার প্রকাশিত হয়েছে। এক মিনিট দুই সেকেন্ড ব্যাপ্তির এই টিজারে ভয়ংকররূপে দেখা দিলেন আদর আজাদ। টিজার দেখে নেটিজেনরা বলছেন, এমন আদর আজাদকে দেখেনি কেউ। টিজারে দীঘির অভিব্যক্তির প্রশংসাও করেছেন সবাই। তাঁদের মতে, ‘টগর’ সিনেমায় নতুন এক দীঘিকে দেখতে পাবেন সবাই।

দীঘি

রক্তাক্ত মরদেহ, প্রতিশোধের নেশা আর ভয়াল দৃশ্যে হাজির হয়ে বছরের প্রথম দিনেই চমকে দিলেন আদর আজাদ ও প্রার্থনা ফারদিন দীঘি। এ জুটির প্রথম সিনেমা ‘টগর’। মুক্তি পাবে চলতি বছর। এর আগে বছরের প্রথম দিনে এল ছবিটির টিজার। সেটি বেশ নজর কেড়েছে নেটিজেনদের। ‌‘টগর’ সিনেমাটি পরিচালনা করেছেন আলোক হাসান। প্রযোজনা করেছে এআর মুভি নেটওয়ার্ক। সিনেমার নাম ভূমিকায় অভিনয় করেছেন নায়ক আদর।

আদর আজাদ

আদর আজাদ টিজার ফেসবুকে শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, ‘কী মনে করেছিস, মাথায় হাত বুলিয়ে দিলেই সব তোর? খেলা তো হবে। আসছে…“টগর”।’ পরিচালক দেবাশীষ বিশ্বাস লিখেছেন, ‘বাহ্‌! বেশ।’

জানা গেছে, ‘টগর’ সিনেমার কনসেপ্ট তৈরি করেছে এআর টিম আর সংলাপ লিখেছেন মামুনুর রশীদ। আসছে ফেব্রুয়ারিতে চট্টগ্রামে সিনেমাটির শুটিং শুরু হবে। আদর আজাদ বলেন, ‘এই প্রথম এমন একটি চরিত্র করছি, যে চরিত্রের মধ্যে তামিল কিংবা বলিউডের ভাইব কাজ করছে। এটা ভিন্ন কিছু হতে যাচ্ছে।’ ছবিটি নিয়ে দীঘি বলেন, ‘গল্পটা অসাধারণ। বাণিজ্যিক উপাদান ও চমক মিলিয়ে দারুণ কিছু হতে যাচ্ছে।’