সেন্সর বোর্ডের নীতিমালা পরিপন্থী সিনেমাটি যেভাবে সেন্সর পেল

‘বর্ডার’ সিনেমার নাম পরিবর্তন হয়ে এখন ‘সুলতানপুর’
ছবি: সংগৃহীত

গত আগস্ট মাসে বাংলাদেশ সেন্সর বোর্ডে জমা পড়ে ‘বর্ডার’ সিনেমা। পরের মাসে সেন্সর বোর্ড সিনেমাটি দেখে কিছু বিষয়ে আপত্তি তোলে। সেই সময় সেন্সর বোর্ড সূত্রে জানা গিয়েছিল, ছবিটি প্রদর্শনের অযোগ্য। ছবির অনেক জায়গায় সেন্সর নীতিমালা বিরোধী কিছু অসংগতিপূর্ণ সংলাপ ছিল বলে জানিয়েছিল সেন্সর বোর্ড। এ ছাড়া সিনেমাটির গল্পের কিছু বিষয় নিয়েও আপত্তি ওঠে। পরে সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান থেকে কিছু জায়গায় সংশোধন করে পুনরায় জমা দেওয়ার পর অবশেষে সেন্সর পাচ্ছে ছবিটি। তবে নাম বদল হয়েছে। ‘বর্ডার’ সিনেমাটির নাম এখন ‘সুলতানপুর’।

সিনেমাটির পূর্বে নাম ছিল বর্ডার

সিনেমাটির পরিচালক সৈকত নাসির জানান, গত অক্টোবরে তাঁরা সিনেমাটি আবার জমা দেন। তখন কিছু জায়গায় সংশোধন করা হয়। সেই সময় তিনি আপিল করেননি। সেন্সর বোর্ডের নীতিমালা পরিপন্থী চিহ্নিত জায়গাগুলো সংশোধন করেন, কিছু দৃশ্যের কাটছাঁট করেন ও কিছু জায়গায় নতুন করে আবার শুটিংও করেছিলেন। তিনি বলেন, ‘সিনেমাটি আবার সেন্সর বোর্ডের সদস্যরা দেখেছেন। সব ঠিক রয়েছে। সিনেমাটি নিয়ে তাঁরাও খুশি, আমাদের সংশোধন কপিই আনকাট সেন্সর দিয়েছে। সেন্সর বোর্ডের কাছে কৃতজ্ঞ। এবার সিনেমাটি হলে মুক্তি দিতে আর বাধা নেই।’

‘সুলতানপুর’ সিনেমার একটি দৃশ্যে অভিনয়শিল্পীরা

সেন্সর বোর্ডের সদস্য সোহানুর রহমান সোহান বলেন, ‘সিনেমাটি আমরা দেখেছি। আগে সেন্সর বোর্ডের নীতিমালার সঙ্গে যায় না এমন কিছু বিষয় ছিল। সেটা সংশোধন করে তাঁরা জমা দিয়েছিলেন। এখন সিনেমাটি আরও ভালো হয়েছে। আমরা সম্মিলিত সিদ্ধান্তে সিনেমাটিকে সেন্সর দিয়েছি। আগামী কর্মদিবসে পরিচালক সেন্সর সনদ নিতে পারবেন।’

সিনেমার নাম পরিবর্তন নিয়ে সেন্সর বোর্ডের কোনো আপত্তি ছিল কি না, এমন প্রশ্নে সোহান বলেন, ‘তারাই নাম পরিবর্তন করেছে। সিনেমার নাম “বর্ডার” থেকে “সুলতানপুর” রাখা আরও যৌক্তিক ও ভালো মনে হয়েছে আমার কাছে।’

পরিচালক সৈকত নাসির ও চিত্রনায়িকা অধরা খান

সীমান্তবর্তী এলাকার কিছু মানুষের জীবনচক্র নিয়ে তৈরি হয়েছে চলচ্চিত্র ‘সুলতানপুর’। ছবিটির চিত্রনাট্য লিখেছেন আসাদ জামান। অভিনয় করছেন, আশীষ খন্দকার, সুমন ফারুক, সানজু জন, অধরা খান, রাশেদ মামুন অপু, মৌমিতা মৌ প্রমুখ। পরিচালক জানান, আগামীকাল রোববার সেন্সর সনদ আনতে যাবেন। কালই সিনেমাটির মুক্তির জন্য আবেদন করবেন। সিনেমাটি ডিসেম্বরে মুক্তির পরিকল্পনা থাকলেও বিশ্বকাপ ফুটবলের জন্য আগামী বছর জানুয়ারিতে মুক্তি দিতে চান নাসির।