‘হাওয়া’, ‘পরাণ’ আজ থেকে কয়টি হলে চলবে?

‘হাওয়া’ সিনেমার পোস্টার
ছবি: সংগৃহীত

ঈদে তিনটি সিনেমার মধ্যে সবচেয়ে কম হল নিয়ে মুক্তি পেয়েছিল ‘পরাণ’ সিনেমা। পরে দর্শকদের আগ্রহ বাড়তে থাকে সিনেমাটি নিয়ে। সেই ধারাবাহিকতায় এ সপ্তাহেও সিনেমাটির হল বাড়ছে। অন্যদিকে ব্যবসাসফল সিনেমাটির সঙ্গে যোগ হচ্ছে ‘হাওয়া’ সিনেমা। ইতিমধ্যে ‘পরাণ’ আলোচনায় এসেছে। এদিকে ‘হাওয়া’ সিনেমার প্রচারণায় ভিন্নতা থাকায় দর্শকদের আগ্রহ বাড়ছে নতুন এই সিনেমাটি নিয়েও।

‘পরাণ’ চলচ্চিত্রে মিম ও রাজ

‘পরাণ’ প্রথম সপ্তাহে ১১টি সিনেমা হলে মুক্তি পেয়েছিল। পরের সপ্তাহে ৫ গুণ হলের সংখ্যা বৃদ্ধি পায়। ৫৫ সিনেমা হল থেকে তৃতীয় সপ্তাহ থেকে সিনেমাটি ৬০টি প্রেক্ষাগৃহ চলবে জানান ‘পরাণ’ সিনেমার পরিচালক রায়হান রাফি। এই নির্মাতা বলেন, ‘আমরা খুবই খুশি এখনো দর্শক আগের মতোই আগ্রহ নিয়ে আমাদের সিনেমা দেখছে। সিনেমা হলগুলো এখনো আমাদের সিনেমা নিয়ে আগ্রহী। আমরা সিনেমা চালানো নিয়েও অনেক ভাবছি। কারণ, অনেক হল রয়েছে যেগুলো একদমই পরিবার নিয়ে দেখা যায় না। চেষ্টা করছি মানসম্মত হলগুলোতেই সিনেমাগুলো চালাতে।’ গত সপ্তাহে বেশ কিছু হল থেকে ‘পরাণ’ নেমে গেলেও হলসংখ্যা বাড়ছে।’

‘হাওয়া’ সিনেমায় চান মাঝি চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী

সিনেমা মুক্তির আগেই টিকিট নেই—এমন চিত্র ঢালিউডে তেমন একটা দেখা যায় না। সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেড প্রযোজিত ‘হাওয়া’ সিনেমার ক্ষেত্রে সেটাই ঘটেছে। দেশের মাল্টিপ্লেক্সগুলোতে কোনোটায় এক দিন কোনোটায় তিন দিনে টিকিট বিক্রি শেষ। আজ ২৯ জুলাই থেকে সিনেমাটি দেশের ২৪টি সিনেপ্লেক্সে মুক্তি পাচ্ছে। মুক্তির আগেই সিনেমাটির ব্যাপক সাড়া প্রসঙ্গে পরিচালক মেজবাউর রহমান সুমন বলেন, ‘আমরা দর্শকদের ওপর বিশ্বাস করেই সিনেমাটি নির্মাণ করেছিলাম। আমরা চেয়েছি দর্শকেরা আমাদের সিনেমাটি দেখুক। আশা করছি সিনেমাটি নিয়ে দেশের দর্শকদের কাছে পৌঁছাতে পেরেছি। দর্শক আমাদের সিনেমাটি হলে গিয়ে দেখুক। তারপর যা বলার মতামত দিক।’

‘হাওয়া’ ও ‘পরাণ’ সিনেমার পোস্টার

‘পরাণ’ ছবিতে প্রধান তিন চরিত্রে অভিনয় করেছেন শরীফুল রাজ, বিদ্যা সিনহা মিম ও ইয়াশ রোহান। এ ছাড়া অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, রোজী সিদ্দিকী, লুৎফর রহমান জর্জ, রাশেদ মামুন অপু, মিলি বাশারসহ অনেকে। দেশে ঘটে যাওয়া একটি সত্য ঘটনার ছায়া অবলম্বনে ত্রিভুজ প্রেমের গল্প সিনেমায় তুলে ধরা হয়েছে। অন্যদিকে জলকেন্দ্রিক মিথ নিয়ে নির্মিত সিনেমা ‘হাওয়া’। ২০১৯ সালে শুরু হয়েছিল সিনেমাটির শুটিং। গভীর সমুদ্রে একদল জেলে। মাছ ধরতে গিয়ে নানা রহস্যময় ঘটনার মুখোমুখি হন তাঁরা। সিনেমায় অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, নাজিফা তুষি ছাড়া শরীফুল রাজ, সুমন আনোয়ার, সোহেল মণ্ডল, নাসির উদ্দিন খানসহ অনেকে।