জয়া আহসান। অভিনেত্রীর ফেসবুক থেকে
জয়া আহসান। অভিনেত্রীর ফেসবুক থেকে

১ ঘণ্টায় ১১ হাজার রিঅ্যাক্ট! শীতের সকালে চমকে দিলেন জয়া

প্রায়ই নতুন থিমের ফটোশুটে চমকে দেন জয়া আহসান। আজ শুক্রবার সকালে নিজের ফেসবুক ও ইনস্টাগ্রামে শেয়ার করেছেন নতুন একগুচ্ছ ছবি। কার প্রেরণায় এই নতুন ফটোশুট? বিস্তারিত জেনে নেওয়া যাক ছবিতে ছবিতে-

প্রখ্যাত চিত্রকর রাজা রবি বর্মার শিল্পকর্মের প্রেরণায় এই নতুন ফটোশুটি করেছেন জয়া আহসান। অভিনেত্রীর ফেসবুক থেকে
ছবিগুলো শেয়ার করে অভিনেত্রী লিখেছেন, পুরোনো চিত্রকর্ম এই সময়ের ধাঁচে ফুটিয়ে তুলেছেন তিনি। অভিনেত্রী ফেসবুক থেকে
জয়ার শৈল্পিক ছবিগুলো দারুণ সাড়া ফেলেছে অন্তর্জালে। অভিনেত্রীর ফেসবুক থেকে
মাত্র ১ ঘণ্টায় প্রতিক্রিয়া এসেছে ১১ হাজারের বেশি। অনেকেই মন্তব্যের ঘরে নিজেদের ভালো লাগার কথা জানিয়েছেন। অভিনেত্রীর ফেসবুক থেকে
এদিকে সময়টা দারুণ যাচ্ছে জয়া আহসানের। দিন দুই আগেই জানা গেছে, তাঁর অভিনীত ‘পুতুল নাচের ইতিকথা’ সিনেমাটি জায়গার করে নিয়েছে রটারড্যাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। অভিনেত্রীর ফেসবুক থেকে
মানিক বন্দ্যোপাধ্যায়ের ‘পুতুল নাচের ইতিকথা’ উপন্যাস নিয়ে সিনেমা নির্মাণ করেছেন ভারতের পরিচালক সুমন মুখোপাধ্যায়। এতে কুসুম চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান। সিনেমাটি উৎসবের বিগ স্ক্রিন প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত হয়েছে। অভিনেত্রীর ফেসবুক থেকে
এদিকে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে জয়া অভিনীত নতুন সিনেমা। আকরাম খান পরিচালিত ‘নকশী কাঁথার জমিন’ সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ২৭ ডিসেম্বর। অভিনেত্রীর ফেসবুক থেকে