চলচ্চিত্র সংগঠনগুলো চুপ কেন

বন্য প্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন, ২০১২-এর সুস্পষ্ট লঙ্ঘন দেখিয়ে কিছুদিন আগে টিভি নাটক ‘শেষ গল্পটা তুমিই’-এর পরিচালক অনন্য ইমনের বিরুদ্ধে মামলা হয়। ১৫ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করে উচ্চ আদালতে মামলা করেছে সরকারের পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয়ের ‘বন্য প্রাণী অপরাধ দমন ইউনিট’। এরপর একই অভিযোগ এনে হাওয়া ছবির পরিচালক মেজবাউর রহমান সুমনের বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে। ১৭ আগস্ট ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে বন অধিদপ্তরের বন্য প্রাণী অপরাধ দমন ইউনিটের পরিদর্শক নারগিস সুলতানা বাদী হয়ে মামলা নেওয়ার আবেদন করেন। সেখানে ২০ কোটি টাকা ক্ষতিপূরণ চাওয়া হয়েছে।

এবার ‘হাওয়া’র সেন্সর ছাড়পত্র বাতিল করে বাংলাদেশের বাইরে প্রচার, সম্প্রচার ও প্রদর্শন বন্ধ করতে বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের চেয়ারম্যান, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মো. মকবুল হোসেন এবং বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যান মো. সাইফুল্লাহকে আইনি নোটিশ পাঠিয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন আইনজীবী।

শুরু থেকেই বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া দেখিয়েছেন নির্মাতা, অভিনয়শিল্পী থেকে শুরু করে সাধারণ দর্শকেরা।

পরিচালকদের বিরুদ্ধে মামলা নিয়ে সরব হয়েছেন পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী, অমিতাভ রেজা থেকে শুরু করে নতুন প্রজন্মের আরও অনেক নির্মাতা। গত মঙ্গলবার আনুষ্ঠানিক প্রতিবাদ জানিয়েছে অভিনয় শিল্পী সংঘ। সংগঠনের প্যাডে ‘হোক প্রতিবাদ’ শিরোনামে লিখিত প্রতিবাদ ফেসবুকে প্রকাশ করেছেন শিল্পী সংঘের নেতারা। সংগঠনটির সভাপতি, সাধারণ সম্পাদক থেকে শুরু করে অন্যান্য নেতা ও পর্দার অভিনয়শিল্পীরা সোচ্চার হয়েছেন। ফেসবুকে পোস্ট করা সংগঠনের প্রতিবাদলিপির নিচে শিল্পী থেকে শুরু করে দর্শকেরা তাঁদের সমর্থনসূচক মন্তব্য করছেন।

হাওয়া সিনেমায় চান মাঝি চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী

বদরুদ্দোজা নামের একজন লিখেছেন, ‘এই প্রতিবাদের সঙ্গে সহমত প্রকাশ করছি। চলচ্চিত্রে যখন সুদিনের বাতাস বইছে, তখনই এই অশনিসংকেত বাংলার সংস্কৃতির জন্য হুমকির বার্তা দিচ্ছে। তীব্র নিন্দা জানাচ্ছি।’
কিন্তু নির্মাতার বিরুদ্ধে মামলার আবেদন করা হলেও চলচ্চিত্রের ‘আঁতুড়ঘর’ হিসেবে পরিচিত এফডিসিকেন্দ্রিক চলচ্চিত্রের কোনো সংগঠনই আনুষ্ঠানিকভাবে এখনো প্রতিবাদ করেনি। সাধারণ দর্শক থেকে শুরু করে চলচ্চিত্রের অনেকেই আঙুল তুলছেন এফডিসির নেতাদের বিরুদ্ধে। তাঁরা বলছেন, এখন হাওয়া নিয়ে সমস্যা হচ্ছে, এফডিসির কাউকে পাওয়া যাচ্ছে না। অথচ সিনেমার বাইরের নানা বিষয় নিয়ে এফডিসির নেতাদের ব্যস্ত দেখা যায়।

এ নিয়ে গণমাধ্যমের প্রকাশিত একটি খবরের নিচে আসাদুল ইসলাম নামের একজন লিখেছেন, ‘চলচ্চিত্রের নেতাদের কাউকে তো এ প্রতিবাদ করতে দেখছি না। সমিতিগুলো কী করছে? ভোট এলে এফডিসির সমিতির নেতা হওয়ার জন্য যেভাবে মরিয়া হয়ে কাজ করেন, এফডিসি উত্তাল হয়ে যায়, নেতা হওয়ার জন্য আইন–আদালত পর্যন্তও দৌড়ান তাঁরা। অথচ সিনেমার বিপদের দিনে তাঁদের কোনো কথা নেই, তোড়জোড় নেই। এটি দুঃখজনক।’

এ ব্যাপারে চলচ্চিত্র পরিচালক সমিতির উপমহাসচিব অপূর্ব রানা প্রথম আলোকে বলেন, ‘আমাদের আরও আগেই আনুষ্ঠানিকভাবে প্রতিবাদ করা উচিত ছিল। কিন্তু আমরা তা করতে পারিনি। এটি আমাদের ব্যর্থতা বলতে পারেন।’ তবে এই নেতা আরও বলেন, ‘বিষয়টি নিয়ে আমরা সমিতির নেতারা আগামীকাল বন অধিদপ্তরের ডিজি সাহেবের সঙ্গে দেখা করব। তা ছাড়া বিষয়টি নিয়ে আমাদের টেলিভিশন ও সিনেমার বিভিন্ন সংগঠনের নেতাদের নিয়ে একটি গোলটেবিল আয়োজনের প্রস্তুতি চলছে। এ ব্যাপারে আমাকে, পরিচালক জাকির হোসেন ও হাবিবুল ইসলামকে দায়িত্ব দেওয়া হয়েছে। আমরা কাজ করছি।’

চলচ্চিত্র প্রযোজক সমিতির সাবেক নেতা ইস্পাহানি আরিফ জাহান এ প্রসঙ্গে বলেন, ‘আমি নিজে ব্যক্তিগতভাবে ফেসবুকে প্রতিবাদ জানিয়েছি। কিন্তু এখন প্রযোজক সমিতির কোনো কমিটি নেই। এ কারণে সাংগঠনিকভাবে আমরা এক জায়গায় নেই। ফলে সমিতি থেকে কোনো প্রতিবাদ করার সুযোগ নেই। গল্পের প্রয়োজনে সিনেমার মধ্যে বিভিন্ন অপরাধের দৃশ্য দেখানো হয়। একসময় তো এসব নিয়েও বাধা আসতে পারে। এখনই তাই কথা বলতে হবে। না হলে তো সিনেমাই বানানো যাবে না। তবে আমার প্রশ্ন, চলচ্চিত্র পরিচালক সমিতি নীরব কেন? পরিচালকের নামে মামলা, তারাই তো সবার আগে এগিয়ে আসবে। কিন্তু তা তো দেখছি না।’

চলচ্চিত্র শিল্পী সমিতি থেকেও কোনো আনুষ্ঠানিক প্রতিবাদে নেই। এ ব্যাপারে সমিতির সহসাধারণ সম্পাদক চিত্রনায়ক সাইমন সাদিক বলেন, ‘বুধবার বিকেলে সমিতির মিটিং আছে। সেখানে ব্যাপারটি তোলা হবে। বিষয়টি নিয়ে আমরা জোরালোভাবেই এগোতে চাই।’

‘হাওয়া’ চলচ্চিত্রের দৃশ্যে নাজিফা তুষি

তবে বিষয়টি নিয়ে আরও আগেই সোচ্চার হওয়া উচিত ছিল বলে মনে করেন এই নেতা, ‘চলচ্চিত্রের সবকিছুই চলচ্চিত্রের মানুষের। একটা সিনেমা ভালো ব্যবসা করছে, সেটিকে আটকে দেওয়া হচ্ছে। আমাদের কোনো আনুষ্ঠানিক প্রতিবাদ নেই। এর জন্য কি রাস্তার মানুষ এসে প্রতিবাদ করবেন? এটা আরও আগেই আমাদের সব সমিতির বোঝা উচিত ছিল।’

গত ২৯ জুলাই মুক্তি পায় মেজবাউর রহমান সুমনের প্রথম ছবি হাওয়া। এখনো দেশের প্রেক্ষাগৃহে ছবিটির জয়রথ চলছেই। ছবিটিতে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, শরীফুল রাজ, নাজিফা তুষি, নাসির উদ্দিন খান, সোহেল মণ্ডল প্রমুখ।