আজ মঙ্গলবার ফেসবুকে ‘কাজলরেখা’ সিনেমার পেজে বেশ কিছু স্থিরচিত্র প্রকাশ করা হয়েছে। এতে দেখা গেছে সিনেমাটিতে শিল্পীদের লুক। চলুন দেখে নিই ‘কাজলরেখা’র শিল্পীদের।
মিথিলা ও মন্দিরা—‘কাজলরেখা’ ছবিতে এভাবেই দেখা যাবে এ দুই অভিনয়শিল্পীকে। আজ ‘কাজলরেখা’ ছবির ফেসবুক পেজে এই স্থিরচিত্র পোস্ট করে ক্যাপশনে লেখা হয়েছে, ‘পর্দার পেছনে দুই আপনজন। কিন্তু সিনেমাতে?’রাজা শরিফুল রাজ
‘কাজলরেখা’ সিনেমার গানের দৃশ্যগাউসুল আলম শাওন ও চিত্রগ্রহণ পরিচালক কামরুল হাসান খসরুবড় আয়োজনে তৈরি হয়েছে ‘কাজলরেখা’। এর সেট নির্মাণে কাজ করেছেন হাজং, মগ ও চাকমা জাতিগোষ্ঠীর অর্ধশতাধিক মানুষ।
বিজ্ঞাপন
‘কাজলরেখা’ সিনেমার শুটিংয়ে পরিচালক গিয়াস উদ্দিন সেলিম