ওই পুলিশ কর্মকর্তাদের এ রকম আচরণ মোটেও ঠিক হয়নি: ফেরদৌস

পবিত্র ওমরাহ পালন শেষে দেশে ফেরার সময় নিজ দেশেরই বিমানবন্দরে পুলিশের হাতে ৯ মাসের অন্তঃসত্ত্বা চিত্রনায়িকা মাহিয়া মাহি গ্রেপ্তার হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে তাৎক্ষণিকভাবে প্রতিবাদ জানান বিনোদন অঙ্গনের কেউ কেউ। পরিচালক, অভিনয়শিল্পী ও প্রযোজকেরা মাহিকে এভাবে গ্রেপ্তারে ক্ষুব্ধ হয়েছেন। কেউ আবার বলেছেন, মাহিয়া মাহিকে এভাবে বিমানবন্দর থেকে গ্রেপ্তারের মাধ্যমে দেশের সবার মধ্যে একটা ভয়ের বার্তা দেওয়া হচ্ছে। গ্রেপ্তারের পর আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। কয়েক ঘণ্টার মধ্যে মাহিকে ছেড়েও দেওয়া হয়। মাহির সঙ্গে ঘটে যাওয়া এই ঘটনা কীভাবে দেখছেন চিত্রনায়ক ফেরদৌস।
ফেরদৌস ও মাহি
ফেরদৌস ও মাহি

মাহিয়া মাহির এভাবে গ্রেপ্তারের বিষয়টি চিত্রনায়ক ফেরদৌসের কাছে অমানবিক লেগেছে। তিনি বললেন, ‘একজন অন্তঃসত্ত্বা নারী, যে মা হতে যাচ্ছে, তার অনাগত সন্তানের ভবিষ্যতের কথা ভেবে ওই পুলিশ কর্মকর্তাদের এ রকম আচরণ মোটেও ঠিক হয়নি। বিষয়টা অন্যভাবে করা উচিত ছিল। আমার আরেকটা প্রশ্ন, এভাবে ধরলইবা কেন, আবার কয়েক ঘণ্টা পর ছাড়লইবা কেন। পুরো বিষয়টা তারা ভালো বুঝতে পারবে।

পাঁচ ঘণ্টা কারাগারে থাকার পর শনিবার জামিনে মুক্তি পান চিত্রনায়িকা মাহিয়া মাহি। রোববার তাঁর স্বামী রকিব সরকার দেশে ফিরলে তাঁকে ফুল দিয়ে স্বাগত জানান মাহি

তবে আমার কাছে পুরো ব্যাপারটা শোভনীয় লাগেনি। খুবই অশোভনীয় লেগেছে। মাহিকে যদি জিজ্ঞাসাবাদের প্রয়োজনই হয়, এই পর্যায়ে এসে তার বিষয়টা আরও মানবিক হওয়া দরকার ছিল, অমানবিক লেগেছে। কী করেছে, কী হয়েছে, কী হবে, কি বলেছে, এসবের যাছাই-বাছাইয়ের প্রক্রিয়াটা আরও সুন্দর হতে পারত।’

ফেরদৌস এ-ও বললেন, ‘আমরা কেউই কিন্তু আইনের ঊর্ধ্বে নই। যেকোনো বিচারকার্য স্বাভাবিক বিচারিক প্রক্রিয়ায় হতে হবে। তার মধ্যে মানবিক ব্যাপারও থাকতে হবে। এ ধরনের ঘটনার মধ্য দিয়ে কারও মধ্যে যেন ভয় বা আতঙ্ক না ছড়ায়। তবে রিমান্ড নামঞ্জুর করার জন্য যথাযথ কর্তৃপক্ষকে  ধন্যবাদ।’

গাজীপুর আদালতে মাহিয়া মাহি