জয়া আহসান এবং ‘প্রহেলিকা’ চলচ্চিত্রের দৃশ্য শবনম বুবলী ও মাহফুজ আহমেদ
জয়া আহসান এবং ‘প্রহেলিকা’ চলচ্চিত্রের দৃশ্য শবনম বুবলী ও মাহফুজ আহমেদ

মাহফুজ–বুবলীর ‘প্রহেলিকা’ দেখার জন্য মুখিয়ে আছেন জয়া

ছোট পর্দার তুমুল জনপ্রিয় অভিনেতা মাহফুজ আহমেদকে হঠাৎ হঠাৎ বড় পর্দায়ও দেখে গেছে। সর্বশেষ তিনি অভিনয় করেছিলেন ‘জিরো ডিগ্রি’ নামের একটি চলচ্চিত্রে। এই চলচ্চিত্রে তাঁর সহশিল্পী ছিলেন বাংলাদেশের আরেক জনপ্রিয় অভিনয়শিল্পী জয়া আহসান, যিনি কলকাতার চলচ্চিত্রেও নিয়মিত অভিনয় করছেন।

আট বছর বিরতির পর এবার ঈদে ‘প্রহেলিকা’ ছবির মাধ্যমে আবার বড় পর্দায় দেখা যাবে মাহফুজকে। ছবি মুক্তির প্রাক্কালে তাই তো দীর্ঘদিনের সহযোদ্ধা মাহফুজ আহমেদকে শুভকামনা জানাতে ভোলেননি জয়া আহসান। ভিডিও বার্তায় তিনি মাহফুজ আহমেদকে নিয়মিত বড় পর্দায় দেখার ইচ্ছাও পোষণ করেছেন।

আট বছরের বিরতি পর এই দিন বড় পর্দায় ‘প্রহেলিকা’ চলচ্চিত্রের মাধ্যমে সবার সামনে হাজির হবেন মাহফুজ আহমেদ। এই ঈদে মুক্তি প্রতীক্ষিত এ চলচ্চিত্রের জন্য শুভেচ্ছা জানিয়ে জয়া আহসান বলেন, ‘নতুন ছবি ঈদের আনন্দ বাড়ায়। আমরা মুখিয়ে থাকি একটি ভালো ছবি দেখার জন্য।’

‘প্রহেলিকা’ চলচ্চিত্রের ‘মেঘের নৌকা’ গানের দৃশ্যে বুবলী ও আহমেদ

‘প্রহেলিকা’ একটি ভালো ছবি হতে যাচ্ছে উল্লেখ করে জয়া বলেন, ‘এই ছবিতে অভিনয় করেছেন এমন একজন মানুষ, যাঁকে আমি সিনেমায় সহশিল্পী হিসেবে পেয়েছি, যে ছবিতে আমি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছি—তিনি মাহফুজ আহমেদ। আমাদের সবার প্রিয় মাহফুজ আহমেদ যাঁকে আমি বাংলা সিনেমায়, বড় পর্দায় নিয়মিত দেখতে চাই।’

জয়া আহসান

মাহফুজ আহমেদ অভিনীত ছবিটি দেখার জন্য মুখিয়ে আছেন উল্লেখ করে জয়া বলেন, ‘মাহফুজ ভাইসহ পুরো প্রহেলিকা টিমকে অভিনন্দন। প্রহেলিকার “মেঘের নৌকা গানে” মাহফুজ-বুবলীর রোমান্টিক কম্বিনেশন দারুণ লেগেছে। গানের পাশাপাশি এর ভিজ্যুয়ালও খুবই সুন্দর লেগেছে।’

‘প্রহেলিকা’ ছবিটি যদিও গত রোজার ঈদে মুক্তির কথা জানিয়েছিলেন এই ছবির পরিচালক চয়নিকা চৌধুরী। সে সময় ‘মেঘের নৌকা’ শিরোনামের গানও প্রকাশ করেছেন। আসিফ ইকবালের লেখা সেই গানে কণ্ঠ দেন ইমরান ও কোনাল। এদিকে ছবি মুক্তির কয়েক দিন আগে প্রকাশ করলেন আরেকটি গান ‘হৃদয় দিয়ে’। একই গীতিকারের লেখা এই গান গেয়েছেন কিশোর ও স্বরলিপি।

‘প্রহেলিকা’ চলচ্চিত্রের ‘হৃদয় দিয়ে’ গানের দৃশ্যে নাসির উদ্দিন খান ও শবনম বুবলী