বক্তব্য দিচ্ছেন পরীমনি
বক্তব্য দিচ্ছেন পরীমনি

নানা আলোচনার মধ্যেই প্রকাশ্যে পরীমনি

স্বামী চিত্রনায়ক শরীফুল রাজের সঙ্গে দাম্পত্য কলহের জেরে তুমুল আলোচনার মধ্যে প্রকাশ্যে পাওয়া গেল ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমনিকে। মুক্তির অপেক্ষায় থাকা ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ সিনেমার প্রচারে আজ বুধবার শীতের সকালে ঢাকার বিএএফ শাহীন কলেজে হাজির হন তিনি।
তরুণ নির্মাতা আবু রায়হান জুয়েল পরিচালিত শিশুতোষ সিনেমাটি ২০ জানুয়ারি মুক্তি পাবে। পরিবারের সঙ্গে শিশু শিক্ষার্থীদের নিয়ে ছবিটি দেখার আহ্বান জানান পরীমনি। শিশুদের ভ্রমণের গল্প নিয়ে মুহম্মদ জাফর ইকবালের উপন্যাস ‘রাতুলের রাত রাতুলের দিন’ অবলম্বনে নির্মিত হয়েছে সিনেমাটি।

শিশু শিক্ষার্থীদের মাঝে পরীমনি

চলতি বছরের শুরুতেই আলোচনার কেন্দ্রে রয়েছেন পরীমনি। শরীফুল রাজের সঙ্গে বিবাহ বিচ্ছেদের ঘোষণা দেন এ চিত্রনায়িকা। রাজও তাঁর সঙ্গে সংসার করবেন না বলে সাফ জানিয়ে দেন। বিষয়টি নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য দিয়ে গণমাধ্যমের শিরোনামে এসেছেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমেও আলোচনার খোরাক জুগিয়েছেন তাঁরা।
তবে ব্যক্তিগত জীবনের জটিলতার প্রভাব পেশাজীবনে ফেলতে নারাজ পরীমনি। ঝড়-ঝঞ্ঝা সামলে সিনেমার প্রচারে এসেছেন তিনি। পরিচালক আবু রায়হান জানান, ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজসহ আরও বেশ কয়েকটি স্কুলে সিনেমাটির প্রচারে যাওয়ার কথা রয়েছে তাঁদের।

শিশু শিক্ষার্থীদের মাঝে পরীমনি

সিনেমায় পরীমনির বিপরীতে অভিনয় করেছেন সিয়াম আহমেদ। গতকাল মঙ্গলবার সিনেমার ‘সারেং ছাড়া জাহাজ চলে’ শিরোনামে একটি গান প্রকাশ করা হয়েছে। গানে কণ্ঠ দিয়েছেন বাউল শফি মণ্ডল। এই গানের কথা লিখেছেন দেওয়ান লালন আহমেদ, তিনি একজন পুলিশ কর্মকর্তা। গত বছর হঠাৎ মারা যান তিনি। গানটির সুর ও সংগীত আয়োজন করেছেন ইমন চৌধুরী।

এর আগে ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ চলচ্চিত্রের আরেকটি গান মুক্তি পেয়েছে। মুহম্মদ জাফর ইকবালের কথায়, ‘আয় আয় সব তাড়াতাড়ি’ গানটির সুর ও সংগীত করেছেন ইমন চৌধুরী। কণ্ঠ দিয়েছেন ইমন চৌধুরী ও জয়িতা দত্ত।
সরকারের অনুদানের ছবিটির চিত্রনাট্য করেছেন জাকারিয়া সৌখিন। এতে আরও অভিনয় করেছেন শহীদুল আলম সাচ্চু, আশীষ খন্দকার, আজাদ আবুল কালাম, কচি খন্দকার, হুরায়রা তানভীরসহ ২০ জন শিশুশিল্পী।