শাকিব খানের ‘দরদ’ এখনো চলছে দেশ ও দেশের বাইরের প্রেক্ষাগৃহে
শাকিব খানের ‘দরদ’ এখনো চলছে দেশ ও দেশের বাইরের প্রেক্ষাগৃহে

বাংলাদেশি ‘দরদ’ নিয়ে পাকিস্তানে আসলে কী হয়েছে

দেশে ও দেশের বাইরের প্রেক্ষাগৃহে এখনো প্রদর্শিত হচ্ছে শাকিব খানের ‘দরদ’। এর মধ্যে জানা যায়, ছবিটি পাকিস্তানেও মুক্তি পেতে যাচ্ছে। কিন্তু হঠাৎ করে গতকাল মঙ্গলবার শোনা যায়, আপাতত পাকিস্তানে মুক্তি পাচ্ছে না ‘দরদ’।

কারণ হিসেবে জানা গেছে, পাকিস্তানি একটি পরিবেশক প্রতিষ্ঠানের কর্তাব্যক্তিরা ছবিটির প্রিভিউ কপি দেখার পর দেশটিতে ছবিটি প্রদর্শনের সিদ্ধান্ত থেকে সরে আসেন। পরিচালক অনন্য মামুন জানান, অন্য পরিবেশকের মাধ্যমে শিগগিরই ছবিটি সেই দেশে মুক্তি পাবে।

‘দরদ’ ছবিতে শাকিব খানের সঙ্গে বলিউড তারকা সোনাল চৌহান

‘দরদ’ বাংলাদেশে মুক্তির তিন সপ্তাহ পার হতে চলেছে। পাকিস্তানে ছবিটির প্রদর্শনের উদ্যোগের সঙ্গে সংশ্লিষ্ট বাংলাদেশের একজন প্রতিনিধি আজ বুধবার সকালে প্রথম আলোকে বলেন, ‘বাংলাদেশে মুক্তির পর “দরদ” পাকিস্তানে মুক্তির জন্য উদ্যোগ নেওয়া হয়। এরপর দেশটির পরিবেশক প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করা হলে তারা আমাদের ট্রেলার এবং গান পাঠাতে অনুরোধ করে। তারপর ছবিটির একটি প্রিভিউ কপিও পাঠাতে বলে। আমরা তাদের কথামতো প্রিভিউ কপি পাঠাই। সেই পরিবেশক প্রতিষ্ঠান ছবিটি দেখার পর আমাদের জানায়, পাকিস্তানি দর্শকেরা যে ধরনের ছবি দেখতে চান, এই ছবি আমাদের সেই লক্ষ্য পূরণ করতে পারবে না। তবে আমরা বাংলাদেশের ছবি চালাতে চাই।’

‘দরদ’ ছবির শুটিংয়ে শাকিব খান ও সোনাল চৌহান

এদিকে আজ সকালে কথা হয় ‘দরদ’ ছবির পরিচালক অনন্য মামুনের সঙ্গেও। তিনি প্রথম আলোকে বলেন, ‘আমার পরিচিত একজন “দরদ” ছবিটির প্রিভিউ কপি নিয়ে পাকিস্তানি একটি পরিবেশক প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করেন। তিনি আমার কাছের একজন বলে তাঁকে আমি সেই প্রিভিউ কপি দিই। বলি, চেষ্টা করে দেখেন। এরপর পাকিস্তানের পরিবেশক প্রতিষ্ঠান ছবিটি আদৌ দেখেছে কি না, তা আমি কিন্তু জানি না।’

ক্ষোভের সঙ্গে অনন্য মামুন বলেন, ‘আজব এক চলচ্চিত্রশিল্পে আছি, যেখানে পরিবেশক প্রতিষ্ঠান আর প্রিভিউ কমিটিকে একসঙ্গে মিলিয়ে ফেলে! পাকিস্তানি একজন পরিবেশক তাঁর এজেন্টকে বললেন, “আমরা সিনেমাটি এত টাকা দিয়ে কিনে রিলিজ করতে পারব না।” অথচ খবর প্রকাশ হলো, পাকিস্তানের প্রিভিউ কমিটি “দরদ” বাতিল করেছে! এতটুকু জ্ঞান তো থাকতে হবে, পরিবেশকের সঙ্গে ব্যবসায়িক চুক্তি না হওয়ার মানে এই নয় যে সেই দেশে সিনেমাটি মুক্তি পাচ্ছে না। সবাইকে বলতে চাই, অন্য পরিবেশকের মাধ্যমে পাকিস্তানে মুক্তি পাচ্ছে “দরদ”।’

অনন্য মামুন ও শাকিব খান

‘দরদ’ ছবির গল্প আবর্তিত হয়েছে শাকিব খানকে ঘিরে। এই ছবিতে তিনি দুলু মিয়া চরিত্রে অভিনয় করেছেন। শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন বলিউডের সোনাল চৌহান, এই ছবিতে তাঁর অভিনীত চরিত্রের নাম ফাতেমা।

পাকিস্তানেও বাংলাদেশের সিনেমার বাজার তৈরি হয়েছে। গত ঈদে বাংলাদেশের ‘মোনা: জ্বীন-২’ মুক্তি পায়। এরপর ‘তুফান’ মুক্তি পায়।

সাইকো থ্রিলার গল্পের সিনেমা ‘দরদ’। শাকিব খান ও সোনাল চৌহান ছাড়া ছবির অন্য চরিত্রে অভিনয় করেছেন এলিনা শাম্মী, রাহুল দেব, পায়েল সরকার প্রমুখ। ছবিটির প্রযোজক পশ্চিমবঙ্গের এসকে মুভিজ, বাংলাদেশের অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট এবং মুম্বাইয়ের ওয়ান ওয়ার্ল্ড মুভিজ।