২০০৬ সালে ‘লাক্স-চ্যানেল আই’ প্রতিযোগিতায় দ্বিতীয় রানার আপ হয়েছিলেন। এরপর ছোট পর্দায় অভিনয় শুরু। নিজের অভিনয় নিয়ে একটা সময় হতাশ হয়ে পড়েছিলেন। ওজন ঝরিয়েও ব্যক্তিগত কারণে সরে দাঁড়িয়েছিলেন জাজ মাল্টিমিডিয়ার সিনেমা থেকে। নিজের জীবন নিয়ে সংশয়ে ভুগছিলেন। সেখান থেকে প্রবলভাবে ফিরে আসেন ‘রেহানা মরিয়ম নূর’ দিয়ে। তিনি আজমেরী হক বাঁধন। আজ ২৮ অক্টোবর এই বাংলাদেশি অভিনেত্রীর জন্মদিন। ছবিতে ছবিতে জেনে নেওয়া যাক বাঁধন সম্পর্কে নানা তথ্য।