জায়েদ খান
জায়েদ খান

অস্ট্রেলিয়া গিয়েও ডিগবাজি দিলেন জায়েদ খান

অস্ট্রেলিয়ায় শো করতে গিয়েও মঞ্চে দর্শকের অনুরোধে ডিগবাজি দিলেন জায়েদ খান। অস্ট্রেলিয়ার মেলবোর্নে বেকার যুবকদের নিয়ে কাজ করা ডিজিইএন নামের একটি সেবাদাতা প্রতিষ্ঠানের আমন্ত্রণে সেখানে স্টেজ শো করতে গিয়েছেন ঢাকাই ছবির এই নায়ক। রোববার অস্ট্রেলিয়ার সময় বিকেল চারটায় মেলবোর্নের টাউন হলে অনুষ্ঠানটি হয়। অনুষ্ঠানের ঢাকাই ছবির নায়িকা নুসরাত ফারিয়াও নৃত্য পরিবেশন করেন।

হলভর্তি দর্শকের এই অনুষ্ঠানে আলাদা আলাদা করে নিজ নিজ সিনেমার গানের কোলাজের সঙ্গে নাচেন জায়েদ খান ও নুসরাত ফারিয়া। তাঁদের দুজনের সহশিল্পী ছিলেন শ্রীলঙ্কান, অস্ট্রেলিয়ান ও ভারতের নৃত্যশিল্পীরা। এ অনুষ্ঠানে গান পরিবেশন করেন বাংলাদেশের দুই সংগীতশিল্পী প্রতীক হাসান ও আতিয়া আনিসা।

অনুষ্ঠান শেষ হলে জায়েদ খানকে ডিগবাজি দেওয়ার জন্য দর্শকেরা চিৎকার করে অনুরোধ করেন। বেশ কিছুদিন ধরে জায়েদ খানের ডিগবাজি বাংলাদেশে বেশ আলোচিত হয়ে উঠেছে, যেটি প্রবাসী বাঙালিদের মধ্যেও ছড়িয়েছে।

জায়েদ খান ও নুসরাত ফারিয়া। ছবি : জায়েদ খানের সৌজন্যে

জায়েদ খান জানান, দর্শকের অনুরোধে স্টেজে একবার ডিগবাজি দিয়েছেন তিনি। অস্ট্রেলিয়া থেকে তিনি প্রথম আলোকে বলেন, ‘বেশির ভাগ দর্শকই দেখলাম আমার জন্য ক্রেজি। ডিগবাজি না দিয়ে কোনো উপায় ছিল না।’

জায়েদ খান আরও বলেন, ‘স্টেজে দর্শকের জন্য ডিগবাজির আয়োজনও করা হয়েছিল। তিনজন দর্শক অংশ নেন। ডিগবাজিতে যিনি প্রথম হয়েছেন তাঁকে আমার ছবিসহ বালিশের কভার উপহার দেওয়া হয়েছে। আমার হাত থেকেই পুরস্কারটি গ্রহণ করেছেন তিনি।’

প্রথমবার মেলবোর্নে শো করতে গিয়ে সেখানকার বাঙালি দর্শকের ভালোবাসায় সিক্ত হয়েছেন এই নায়ক। তিনি বলেন, ‘দর্শকেরা এতটাই ভালোবাসেন আমাকে যে অনেক ছেলেমেয়েকে দেখলাম আমার ছবি টি-শার্টে প্রিন্ট করে সেটি গায়ে দিয়ে অনুষ্ঠান দেখতে এসেছেন। এমন এক ভক্ত এসে আমাকে জড়িয়ে ধরে বললেন “উই অল লাভ ইউ”। আমার সঙ্গে ছবি তোলার জন্য দর্শকের পাড়াপাড়ি আমাকে মুগ্ধ করেছে।’
আগামী ৫ মে সিডনিতে শো করবেন জায়েদ খান, নুসরাত ফারিয়ারা। ১০ মে দেশে ফেরার কথা আছে তাঁদের।