‘বুকের ভিতর আগুন’ সিনেমায় সালমান শাহর অসমাপ্ত কাজ শেষ করতে প্রয়াত অভিনেতার চরিত্রে অভিনয় করেন ফেরদৌস। তাঁর পর আরও অনেক অভিনেতাকেই বিভিন্ন সময় দেখা গেছে সালমানের লুকে। আজ ১৯ সেপ্টেম্বর সালমান শাহর জন্মদিন উপলক্ষে জেনে নেওয়া যাক সেসব গল্প–৩।
ইরফান সাজ্জাদ একসময় লুকিয়ে সালমান শাহর ছবি দেখেছেন। মুগ্ধ হয়ে দেখতেন প্রিয় তারকার অভিনয়, কথা বলা ধরন। তিনি মনে করেন সালমান ‘কিংবদন্তি’ অভিনেতা। সেই অভিনেতার চরিত্রে নাটকে অভিনয়ের সুযোগ ক্যারিয়ারে অন্যতম পাওয়া। নাটকের নাম ‘প্রেম করতে ইচ্ছুক’। ছোট একটু চরিত্র ছিল; কিন্তু সালমান শাহর নাম শুনে প্রথমেই ভয়ে ছিলেন।
এ ভয়ের কারণ প্রসঙ্গে ইরফান সাজ্জাদ জানান, দর্শকদের অন্তরে এখনো সালমান আগের মতোই আছেন। সেখানে একবার যদি সবাই সমালোচনা করেন, তাহলেই হলো। সেটা ছড়িয়ে পড়তে সময় লাগবে না।
ইরফান সাজ্জাদ বলেন, ‘আমরা শৈশবে সালমান খান, শাহরুখ খানদের চিনতাম না, চিনতাম সালমান শাহকে। তিনি ছিলেন আমাদের কাছে মহাতারকা। তাঁর মতো গোল চশমা, জামাকাপড় পরতাম। তিনি যেদিন মারা যান, সেদিন আমার মায়ের চোখেও পানি দেখিছিলাম। সব বয়সীদের কাছে সালমান শাহর জনপ্রিয়তা ছিল। এরপরে যখন সালমান শাহ রিলেটেড কোনো গল্প পাব, অবশ্যই সেটা করব। তিনি এমন এক নায়ক, যিনি সিনেমা দেখানো শিখিয়েছেন।’
জিয়াউল রোশান সালমানের নামের আগে ‘আইকনিক স্টার’ যোগ করতে চান। রোশান শৈশব থেকেই সালমানের স্টাইল অনুসরণ করেন। তিনি বলেন, ‘সালমান শাহর সিনেমা দেখে তাঁর স্টাইলটা এমনভাবে মনে গেঁথে গিয়েছিল যে তাঁর মতো অনেক পোশাকও একসময় কিনেছি। সালমান শাহকে অনুকরণ করে তাঁর মতো ছবি তুলেছি। কিন্তু একটু বড় হওয়ার পর সালমান শাহর মতো স্টাইলে ছবি তুলতেও ভয় লাগত।’
রোশান আরও বলেন,‘অনেকবারই সালমান শাহ সাজে, তাঁর মতো করে ফটোশুট করেছি। কিন্তু সব সময়ই বুকের মধ্যে শূন্যতা কাজ করেছে। এমন নায়ক ঢালিউডে হয়তো শত বছরে একজন তৈরি হবে।’
এ ছাড়া নাটকে সালমান শাহর লুকে দেখা গেছে ফারহান আহমেদকে। মুক্তিপ্রতীক্ষিত একটি সিনেমায় সালমান শাহর সাজে দেখা যাবে তরুণ অভিনেতা আফনান মিতুলকে।