ফিপ্রেস্কি
ফিপ্রেস্কি

ফিপ্রেস্কির বাংলাদেশ চ্যাপ্টারকে তিন মাসের নিষেধাজ্ঞা

দ্বাবিংশ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিধি ভাঙায় ঢাকার ইন্টারন্যাশনাল ফিল্ম ক্রিটিকস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ–ইফক্যাবকে তিন মাসের নিষেধাজ্ঞা দিয়েছে চলচ্চিত্র সমালোচকদের আন্তর্জাতিক সংগঠন ইন্টারন্যাশনাল ফেডারেশন অব ফিল্ম ক্রিটিকস–ফিপ্রেস্কি।
১০ ফেব্রুয়ারি চলচ্চিত্র উৎসবের আয়োজকদের পাঠানো এক চিঠিতে এই শাস্তির কথা জানান ফিপ্রেস্কির প্রেসিডেন্ট আহমেদ শাওকি।

চিঠিতে বলা হয়, বিধি ভেঙে ঢাকা চলচ্চিত্র উৎসব আয়োজনে যুক্ত একজনকে ফিপ্রেস্কি জুরির দায়িত্ব দেওয়া ও উৎসবের সঙ্গে যুক্ত আরেক প্রতিযোগীকে ফিপ্রেস্কি পুরস্কার দেওয়ার ঘটনায় এই শাস্তি দেওয়া হয়েছে। আগামী তিন মাস কোনো সিদ্ধান্ত নিতে পারবে না ইফক্যাব। সেই সঙ্গে ভবিষ্যতে এমন হবে না মর্মে মুচলেকা দিতে হবে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব কর্তৃপক্ষকে।

১৯৯৬ সাল থেকে ফিপ্রেস্কির বাংলাদেশ চ্যাপ্টার হিসেবে কাজ করছে ইন্টারন্যাশনাল ফিল্ম ক্রিটিকস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-ইফক্যাব। বিশ্বের অন্যান্য উৎসবের মতো ঢাকা চলচ্চিত্র উৎসবেও ফিপ্রেস্কি পুরস্কার দেওয়া হয়। এতে ফিপ্রেস্কির বাংলাদেশ চ্যাপ্টার হিসেবে ইফক্যাব যুক্ত ছিল।

গত ২২ থেকে ২৮ জানুয়ারি ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব আয়োজন করেছে রেইনবো ফিল্ম সোসাইটি।