ভিন্ন লুকে শাকিব, সাড়া ফেলেছে ‘লিডার: আমিই বাংলাদেশ’–এর প্রথম গান

শাকিব খান
ফেসবুক থেকে

ঈদে মুক্তির অপেক্ষায় রয়েছে শাকিব খান ও বুবলী অভিনীত সিনেমা ‘লিডার: আমিই বাংলাদেশ’। মুক্তি সামনে রেখে সিনেমার প্রচার–প্রচারণায় ব্যস্ত নির্মাতারা। এরই ধারাবাহিকতায় আজ সন্ধ্যায় প্রকাশ পেয়েছে সিনেমার প্রথম গান। ‘কথা আছে’ শিরোনামের ভিন্ন ঘরানার গানটি গেয়েছেন ‘গালি বয় রানা’খ্যাত সংগীতশিল্পী তাবিব মাহমুদ।

এবারের ঈদে শাকিব খানের শুধু এ সিনেমা মুক্তি পাচ্ছে। তাই দর্শকের আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে সিনেমাটি। ‘কথা আছে’ গানটি প্রকাশের পর বেশ সাড়া ফেলেছে সামাজিক যোগাযোগমাধ্যমে। শাকিব খান তাঁর ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে গানটি শেয়ার করেছেন। এরপরই হুমড়ি খেয়ে পড়েন দর্শক।

দুই ঘণ্টায় গানটির ভিউ ছাড়িয়ে গেছে দুই লাখের বেশি। এ গানে শাকিবের লুক নিয়ে বেশ আলোচনা হচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যমে। অনেকে বলছেন, এমন লুকে শাকিবকে আগে দেখা যায়নি।

এ গানে শাকিবের লুক নিয়ে বেশ আলোচনা হচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যমে
ফেসবুক থেকে

র‌্যাপ ঘরানার ‘কথা আছে কথা আছে, আমার কিছু কথা আছে’ গানটি লিখেছেন তাবিব মাহমুদ। গানটির সংগীতায়োজন করেছেন শুভ্র রাহা এবং কোরিওগ্রাফি করেছেন হাবিব রহমান।

শাকিব খান তাঁর ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে গানটি শেয়ার করেছেন

‘লিডার: আমিই বাংলাদেশ’ সিনেমাটি নির্মাণ করেছেন তপু খান। এটি তাঁর প্রথম সিনেমা। সিনেমার গল্প ও সংলাপ লিখেছেন দেলোয়ার হোসেন।

‘লিডার: আমিই বাংলাদেশ’ সিনেমাটিতে আরও অভিনয় করেছেন মিশা সওদাগর, শহীদুজ্জামান সেলিম, সুব্রত, সমু চৌধুরী, মাসুম বাশার, মিলি বাশার, প্রীতি, রিমু রেজা খন্দকার, সীমান্ত প্রমুখ।

দুই ঘণ্টায় গানটির ভিউ ছাড়িয়ে গেছে দুই লাখের বেশি

গত বছরের ২৬ ডিসেম্বর বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড থেকে আনকাট ছাড়পত্র পায় সিনেমাটি। চলতি মাসের শুরুতে সিনেমার টিজার প্রকাশিত হয়েছিল। এবারের ঈদে দেশব্যাপী মুক্তির কথা রয়েছে ‘লিডার: আমিই বাংলাদেশ’।