প্রথম সিনেমার শুটিং শুরুর আগেই দ্বিতীয়টির চুক্তি

আফরান নিশো
আফরান নিশো

চলতি বছর প্রথমবারের মতো চলচ্চিত্রে অভিনয় করতে যাচ্ছেন ছোট পর্দার আলোচিত অভিনেতা আফরান নিশো। চরকি ও আলফা আই প্রযোজিত ‘সুড়ঙ্গ’ নামের সিনেমায় দেখা যাবে তাঁকে। রায়হান রাফির এ ছবির শুটিং শুরুর কথা আছে আগামী ফেব্রুয়ারি মাসে। তবে প্রথম সিনেমার শুটিং শুরুর আগেই জানা গেল নিশোর দ্বিতীয় ছবির খবর।

সম্প্রতি ‘কালপুরুষ’ নামের একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন নিশো। ছবিটির পরিচালক সঞ্জয় সমদ্দার। ছবিতে নিশোর নায়িকা এখনো ঠিক হয়নি।
চুক্তির বিষয়টি নিশ্চিত করে ছবির প্রযোজক টপি খান প্রথম আলোকে বলেন, সিনেমাটিতে নিশোর কাজের চুক্তি হয়ে গেছে। এখন চিত্রনাট্য উন্নয়নের কাজ হচ্ছে। পাশাপাশি ছবির অন্যান্য শিল্পী–কলাকুশলী নির্বাচনের প্রক্রিয়াও চলছে।

নিশোও চুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘গল্প পড়ে ভালো লেগেছে। গল্প–ভাবনা নিয়ে আলোচনা করার পর মনে হয়েছে, কাজটি করা যেতেই পারে। তা ছাড়া পরিচালক ও প্রযোজক দুজনই চাইলেন চুক্তি করে ফেলতে। এ কারণেই কাজটির সঙ্গে যুক্ত হয়েছি। গল্প–ভাবনাটা ঠিক আছে। তবে এখনো সেটি পুরোপুরি চিত্রনাট্যে রূপান্তরিত হয়নি।’
এর মধ্যে ওটিটির জন্য কাজ করলেও সিনেমায় কাজের প্রস্তুতি হিসেবে প্রায় ছয়–সাত মাস হলো নাটকে কাজ করছেন না নিশো।

সঞ্জয়ের সঙ্গে কাজটি কেমন হবে? জানতে চাইলে নিশো বলেন, ‘আগে সঞ্জয়ের সঙ্গে ছোট পর্দার জন্য বেশ কিছু আলোচিত কাজ করেছি। তাঁর প্রতি আমার আত্মবিশ্বাস আছে। তা ছাড়া সঞ্জয় কলকাতার একটি বড় বাজেটের সিনেমা পরিচালনা করছেন। আমিও এর মধ্যে “সুড়ঙ্গ” সিনেমায় কাজ করব। তাই এ ছবিটি করার আগে আমাদের দুজনেরই চলচ্চিত্রে কাজের একটা অভিজ্ঞতা হয়ে যাচ্ছে। সুতরাং “কালপুরুষ” নিয়ে প্রত্যাশা বেশি।’

আফরান নিশো

এই অভিনেতার মন্তব্য, ‘প্রথম কাজ, প্রথম কাজ বলতে পাগল হয়ে যাই আমরা, যা আমি মানি না। কারণ, প্রথম কাজ ভালো হতেও পারে, আবার না–ও হতে পারে। আমি মনে করি, আমার করা জীবনের সর্বশেষ কাজটি যেন ভালো হয়, সুন্দর হয়। তাহলেই আমি দর্শকের মাঝে বেঁচে থাকব।’

নিশো জানালেন, ‘সুড়ঙ্গ’ শেষ করে এর মধ্যে হইচইয়ের অরিজিনাল ‘কাইজার ২’–এর শুটিং করার কথা আছে। তা ছাড়া ‘কালপুরুষ’ নিয়ে বড় রকমের প্রস্তুতির ব্যাপারও আছে। এ কারণে শুটিং শুরু হতে সময় লাগতে পারে। শুটিং শুরু হতে হতে চলতি বছরের সেপ্টেম্বর-অক্টোবর লেগে যেতে পারে।


ছবির পরিচালক সঞ্জয় সমদ্দার এখন জিতের ছবি ‘মানুষ’-এর শুটিং নিয়ে কলকাতায় ব্যস্ত। আগামী ৮ ফেব্রুয়ারি তাঁর ফেরার কথা। সেখান থেকে নিশোকে নিয়ে নতুন সিনেমা প্রসঙ্গে পরিচালক জানান, ‘বাংলাদেশে প্রথম সিনেমা নিশোকে নিয়ে করার ইচ্ছা ছিল। সেটি করতে যাচ্ছি। নিশোর সঙ্গে ছোট পর্দায় আলোচিত অনেক কাজ হয়েছে। তাঁর প্রতি আমার বিশ্বাস আছে—কাজের প্রতি দারুণ আন্তরিক একজন মানুষ সে। আশা করছি, একটা ভালো কাজ করতে পারব আমরা।’

কবে থেকে শুটিং শুরু হবে, এ ব্যাপারে পরিচালক বলেন, ‘এর মধ্যে নিশোর দুটি বড় কাজের শুটিং আছে। এ ছাড়া “কালপুরুষ”-এর জন্যও তাঁর বড় রকমের প্রস্তুতি নিতে হবে। আমিও কলকাতার ছবি নিয়ে ব্যস্ত। সব মিলে শুরু করতে সেপ্টেম্বর-অক্টোবর লেগে যেতে পারে।’
পরিচালনার পাশাপাশি ‘কালপুরুষ’–এর চিত্রনাট্যও লিখবেন সঞ্জয়।