পরিবার, কাছের আত্মীয়স্বজন নায়িকার বিয়ে-সন্তানের খবর জানলেও বিনোদন অঙ্গনের কেউ তা জানত না। তবে খবরটি এত দিন চলচ্চিত্র পাড়ায় গুঞ্জন আকারে ঘুরে বেড়িয়েছে। সেই গুঞ্জনই সত্যি হলো। প্রায় ১৫ বছর পর বিয়ে, সন্তানসহ প্রকাশ্যে এলেন চিত্রনায়িকা নিঝুম রুবিনা। গতকাল রাজধানীর একটি রেস্তোরাঁয় মেয়ে মারনিয়া মেহরিশের জন্মের দুই বছর পূর্তি উপলক্ষে গণমাধ্যমের কাছে নিজে থেকে এসব প্রকাশ করেন তিনি। স্বামী ও সন্তানকে সবার সঙ্গে পরিচয় করিয়ে দেন এই নায়িকা।
২০০৯ সালে জয়পুরহাটের কালাই উপজেলায় রাহুল রওশনের সঙ্গে বিয়ে হয় রুবিনার। ২০২১ সালে তাঁদের কন্যাসন্তানের জন্ম হয়। বর্তমান তাঁর স্বামী ব্যবসার পাশাপাশি চলচ্চিত্র নির্মাণের সঙ্গে জড়িত। ২০১৩ জাকির হোসেন রাজু পরিচালিত ‘এর বেশি ভালোবাসা যায় না’ ছবি দিয়ে ঢাকাই ছবিতে অভিষেক হয় নিঝুম রুবিনার। এরপর ‘ভালোবাসা ডটকম, ‘অস্তিত্ব, ‘মেঘকন্যা, ‘মিয়া বিবি রাজি, ‘পোস্টমাস্টার ৭১’সহ একাধিক ছবিতে অভিনয় করেন।
তবে প্রথম অভিনীত সিনেমা ‘কিস্তির জ্বালা’ আজও মুক্তি পায়নি। মুক্তির অপেক্ষায় আছে ‘বেসামাল, ‘জানরে’, ‘সংসার’ ছবিগুলো। শুটিং চলছে ‘লিপস্টিক’ ‘দুই মা’ ও ‘বন্ধু তুই আমার’ ছবির। নিঝুম রুবিনা এ পর্যন্ত যে কয়টি ছবিতে অভিনয় করেছেন, তার মধ্যে দুটি ছবিতে ফেরদৌস ও সাইমন সাদিক এবং একটিতে জায়েদ খানসহ আরও কয়েকজন নতুন নায়ককে সহশিল্পী হিসেবে পেয়েছেন।
চলচ্চিত্রে অভিনয় শুরু করার দু-তিন বছরের মাথায় গুঞ্জন ওঠে নিঝুম রুবিনা বিবাহিত। সেই সময় এ ব্যাপারে কোনো মুখ খোলেননি এই নায়িকা। বিষয়টি বরাবরই এড়িয়ে গেছেন তিনি। ২০২১ সালে সন্তান জন্ম হলেও সেটি গোপন রাখেন তিনি।
এত বছর পর স্বামী ও সন্তানের বিষয়টি প্রকাশ্যে আনা প্রসঙ্গে এই নায়িকা বলেন, ‘১৫ বছর বিয়ে গোপন রেখেছি। এরপর বাচ্চার খবরও দুই বছর গোপন। গোপন রাখতে রাখতে যেন ক্লান্ত হয়ে যাচ্ছিলাম। স্বামী-সন্তান মিলে এর মধ্যে কয়েকবার দেশের বাইরে গেলাম। আমরা কত কত ছবি তুলেছি। কিন্তু এই সব ছবি কোথাও শেয়ার করতে পারছিলাম না। নিজের মধ্যে অপরাধবোধে ভুগছিলাম, কষ্ট লাগছিল। তাই এবার চিন্তা করলাম, আর নয়, মেয়ের দ্বিতীয় জন্মদিনে সবার কাছে প্রকাশ করব। তাই করলাম।’
স্বামী ও সন্তানের কথা সবার সামনে প্রকাশ করার পর নিজের মধ্যে ভীষণ সুখ সুখ অনুভব করছেন বলে জানান রুবিনা। বলেন, ‘আমার স্বামী, আমার মেয়ের খবর সবাইকে জানাতে পেরে নিজের কাছে হালকা লাগছে, আরাম লাগছে।’
এত বছর গোপন রেখেছিলেন কেন? এমন প্রশ্নে এই নায়িকা বলেন, ‘আমাদের সিনেমায় একটা মিথ আছে—নায়ক-নায়িকা বিয়ে করলে জনপ্রিয়তা নাকি কমে যায়। দর্শকচাহিদা কমে যায়। এ কারণেই স্বামীর সঙ্গে যুক্তি-পরামর্শ করে এই কাজ করেছিলাম। সত্যি কথা কি, ক্যারিয়ারের জন্যই এসব করা।’
কুমিল্লার লালমাই উপজেলার আলিশ্বর গ্রামের মেয়ে রুবিনা। এসএসসি পরীক্ষার ঠিক আগে আগে জয়পুরহাটের ছেলে রাহুল রওশনের সঙ্গে প্রেমের সম্পর্ক। প্রেমের ছয় মাসের মাথায় বিয়ে করেন তাঁরা। রুবিনা বলেন, ‘আমি গ্রামের মেয়ে। ঢাকায় এনে রাহুল আমাকে কলেজে ভর্তি করায়। একটা সময় এসে তাঁর কারণেই আমি লেখাপড়া শেষ করতে পারি। সিনেমায় কাজ এগিয়ে নিতে পারি। তাঁর কারণেই আমি নায়িকা হতে পেরেছি। স্বামীর এই অবদানের কথা ভোলার নয়।’