২০২২ সালে রাশিয়ার মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে মনোনয়ন পেয়েছিল যুবরাজ শামীম পরিচালিত সিনেমা আদিম। পরের বছর আবার অফিশিয়াল সিলেকশনে জায়গা পায় দেশের সিনেমা, এবার প্রতিদ্বন্দ্বিতা করে নূরুল আলম আতিক পরিচালিত ‘পেয়ারার সুবাস। আবার মস্কো উৎসবের ৪৬তম আয়োজনে প্রতিযোগিতা বিভাগে জায়গা পেয়েছে আরেকটি বাংলাদেশি সিনেমা ‘নির্বাণ’। এবার দিয়ে টানা তৃতীয়বারের মতো এ উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে জায়গা পেল বাংলাদেশি সিনেমা। সম্প্রতি উৎসব কর্তৃপক্ষ তাদের অফিশিয়াল ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করেছে। সিনেমাটি পরিচালনা করেছেন আসিফ ইসলাম।
সিনেমার গল্প নিয়ে উৎসবের অফিশিয়াল সাইট থেকে জানা যায়, ‘নির্বাণ আমাদের ভেতরে লুকিয়ে থাকা এমন একটি গল্পের কথা বলে, যেখানে আলোর কাছে পৌঁছাতে সংগ্রাম করতে হয়। অন্তর্নিহিত এই শান্তির খোঁজে প্রতিনিয়ত এক সংগ্রামের মধ্য দিয়ে যেতে হয়। সিনেমাটিতে অভিনয় করেছেন প্রিয়ম অর্চি, ফাতেমা তুজ জোহরা, ইমরান মাহাথির প্রমুখ।
সিনেমায় জিয়াসমিন চরিত্রে দেখা যাবে তরুণ অভিনেত্রী প্রিয়ম অর্চিকে। জিয়াসমিন একটি ফ্যাক্টরিতে কাজ করে। এখানে কর্মচারীদের জীবনের নানা ঘটনা সিনেমাটির সঙ্গে সংশ্লিষ্ট। এ জন্য এক মাস ফ্যাক্টরির লোকেশনে থাকতে হয়েছিল প্রিয়মদের।
তিনি জানান, তাঁরা ফ্যাক্টরিতে কর্মচারীদের মতোই পোশাক পরে কাজ করতেন। সবাই মনে করত তাঁরাও ফ্যাক্টরির নতুন কর্মচারী। এভাবেই কাজ শিখতে হয়েছে। সিনেমায় উঠে এসেছে তাঁদের যাপিত জীবনের গল্প।
তরুণ এই অভিনেত্রী প্রথম আলোকে বলেন, ‘“নির্বাণ” আমার ক্যারিয়ারে করা একদমই অন্য ধরনের একটি কাজ। শুরু থেকেই সিনেমাটির সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত হওয়া। বাকিটা সিনেমাটির পরিচালক ভালো বলতে পারবেন। তবে আমি এটুকু বলব, যাপিত জীবনের চিত্র সিনেমাটিতে উঠে এসেছে। মনস্তাত্ত্বিক অনেক বিষয় সিনেমায় দেখানো হয়েছে। একটি ফ্যাক্টরির কর্মীদের আসা-যাওয়ার মাঝে অনেক গল্প থাকে, সেগুলো তুলে ধরা হয়েছে। চরিত্রের জন্য আমরা এক মাস ফ্যাক্টরিতে কাজ করেছি।’
গুরুত্বপূর্ণ এই চলচ্চিত্র উৎসবে ‘নির্বাণ’ মনোনয়নের খবর আগেই পেয়েছিলেন পরিচালক আসিফ। কিন্তু আনুষ্ঠানিক ঘোষণা না হওয়ার কারণে তিনি এ বিষয়ে কিছুই জানাননি। মূল প্রতিযোগিতা বিভাগে স্থান করে নেওয়ার খবর নিয়ে গণমাধ্যমে দেওয়া বিবৃতিতে তিনি বলেন, ‘ই-মেইলের মাধ্যমে উৎসব কর্তৃপক্ষ আমাকে আগেই ‘নির্বাণ’-এর মূল প্রতিযোগিতা বিভাগে স্থান করে নেওয়ার বিষয়টি জানায়। তারপরও ভেতরে কিছুটা শঙ্কা তো ছিলই। অপেক্ষা করছিলাম উৎসব কর্তৃপক্ষ কবে অফিশিয়াল ঘোষণা দেবে! অবশেষে দিনটি এল। আমি সত্যিই আনন্দিত।’
উৎসব সিলেকশন কমিটির সদস্য ইভান কুদ্রিয়াভসেভ সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন, ‘গতবারের চেয়ে এবার আমরা এ বছর প্রতিযোগিতা ও প্রতিযোগিতার বাইরে ২০ শতাংশ বেশি সিনেমা পেয়েছি। চলচ্চিত্র, তথ্যচিত্র, অ্যানিমেশন, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রসহ সব শাখায় শৈল্পিক কাজগুলোই গুরুত্ব পেয়েছে।’
১৯ এপ্রিল শুরু হয়ে মস্কো উৎসব চলবে ২৬ এপ্রিল পর্যন্ত। ১৮ এপ্রিল উৎসবে অংশ নেবেন ‘নির্মাণ’ সিনেমার পরিচালক ও অভিনয়শিল্পীরা।