মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বাংলাদেশ থেকে প্রতিযোগিতা করছে সিনেমা ‘নির্বাণ’। সিনেমাটি পরিচালনা করেছেন আসিফ ইসলাম। মস্কোর ৪৬তম এ আয়োজন আগামী ১৯ এপ্রিল থেকে শুরু হয়ে চলবে ২৬ এপ্রিল পর্যন্ত। ১৮ এপ্রিল উৎসবে অংশ নেবেন পরিচালক।
রাশিয়ার গুরুত্বপূর্ণ এই উৎসবে ‘নির্বাণ’ মনোনয়নের খবর আগেই পেয়েছিলেন সিনেমাটির পরিচালক আসিফ। কিন্তু আনুষ্ঠানিক ঘোষণা না হওয়ার কারণে তিনি এ বিষয়ে কিছুই জানাননি। তিনি মূল প্রতিযোগিতা বিভাগে স্থান করে নেওয়ার খবর নিয়ে সংবাদমাধ্যমে বলেন, ‘ই–মেইলের মাধ্যমে উৎসব কর্তৃপক্ষ আমাকে আগেই “নির্বাণ” মূল প্রতিযোগিতা বিভাগে স্থান করে নেওয়ার বিষয়টি জানান। তারপরও ভেতরে কিছুটা শঙ্কা তো ছিলই। অপেক্ষা করছিলাম উৎসব কর্তৃপক্ষ কবে অফিশিয়াল ঘোষণা দেবে! অবশেষে দিনটি এল। আমি সত্যিই আনন্দিত।’
উৎসব সিলেকশন কমিটির সদস্য ইভান কুদ্রিয়াভসেভ সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন, ‘গতবারের চেয়ে এবার আমরা এ বছর কম্পিটিটিভ ও নন-কম্পিটিটিভ বিভাগে ২০ ভাগের বেশি সিনেমা জমা পেয়েছি। চলচ্চিত্র, তথ্যচিত্র, অ্যানিমেশন, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রসহ সব শাখায় শৈল্পিক কাজগুলোই গুরত্ব পেয়েছে।’ অফিশিয়াল শাখায় রোমানিয়া, অস্ট্রিয়া, রাশিয়া, ইরান, সার্বিয়া, তুরস্ক, মেক্সিকোসহ বেশ কিছু দেশের সিনেমা জায়গা পেয়েছে।
সিনেমার গল্প নিয়ে উৎসবের অফিশিয়াল সাইট থেকে জানা যায়, ‘নিবার্ণ’ আমাদের ভেতরে লুকিয়ে থাকা এমন একটি গল্পের কথা বলে, যেখানে আলোর কাছে পৌঁছাতে সংগ্রাম করতে হয়। অন্তর্নিহিত এই শান্তির খোঁজে প্রতিনিয়ত এক সংগ্রামের মধ্য দিয়ে যেতে হয়। সিনেমায় অভিনয় করেছেন প্রিয়ম অর্চি, ফাতেমা তুজ জোহরা, ইমরান মাহাথির প্রমুখ।
২০২২ সালে মস্কো উৎসবে মনোনয়ন পেয়েছিল যুবরাজ শামীম পরিচালিত সিনেমা ‘আদিম’। পরে বছর আবারও অফিশিয়াল সিলেকশনে জায়গা পায় নুরুল আলম আতিক পরিচালিত সিনেমা ‘পেয়ারার সুবাস’। এবার ‘নির্বাণ’সহ পরপর তিনবার উৎসবের অফিশিয়াল শাখায় জায়গা করে নেয় বাংলাদেশের সিনেমা।