আবার ভোটের প্রচারণায় চলচ্চিত্র পরিচালকেরা

শফিকুর রহমান ও শাফি উদ্দীন সাফির প্যানেল
ছবি: ফেসবুক

চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন বিএফডিসিতে আবার শুরু হয়েছে নির্বাচনের তোড়জোড়। ২৮ ডিসেম্বর চলচ্চিত্র পরিচালক সমিতির নির্বাচন। নির্বাচন ঘিরেই এখন এফডিসিতে ভিড় করছেন পরিচালকেরা। তবে নির্বাচনে অংশ নেওয়া পরিচালকদের কেউ কেউ বললেন, সে অর্থে নির্বাচনে উৎসবমুখর পরিবেশ নেই। ভোট দিতে পরিচালক আসবেন কি না, সেটা নিয়েও চিন্তিত অনেকে।

শাহিন-সুমন ও শাহীন কবির টুটুল

দুই বছর মেয়াদি নির্বাচনে দুটি প্যানেল হয়েছে। একটি প্যানেলের সভাপতি ও মহাসচিব শাহিন-সুমন ও শাহীন কবির টুটুল। সেই প্যানেল থেকে নির্বাচনে অংশ নিচ্ছেন তরুণ নির্মাতা বন্ধন বিশ্বাস। তিনি বলেন, ‘আমি প্রথমবার নির্বাচনে অংশ নিচ্ছি। কিন্তু আগের মতো নির্বাচনে কোনো উৎসবের আমেজ নেই। দেশের পরিস্থিতি নিয়েই সবাই চিন্তিত। এর মধ্যে কতটা উৎসবমুখরভাবে সবাই ভোট দিতে আসবেন, বুঝতে পারছি না। তবে সবার আসা উচিত।’

পরিচালক সমিতিতে বন্ধব বিশ্বাস, দেবাশীষ বিশ্বাসসহ অনেকে। ছবি: ফেসবুক

দুই দিন ধরে বেশ কিছু চলচ্চিত্র নির্মাতা হঠাৎ করেই নির্বাচনী পোস্টার ফেসবুকে পোস্ট করেন। পরবর্তী সময়ে খবর নিয়ে জানা যায়, মাত্র ছয় দিন পরই নির্বাচন। যে কারণে তাড়াহুড়া করেই পোস্টার দিয়ে প্রচারণা করতে হচ্ছে। নির্বাচনে পোস্টার প্রকাশ করা পরিচালক মোস্তাফিজুর রহমান ফেসবুকে লিখেছেন, তিনি মুশফিকুর রহমান ও শাফি উদ্দীন সাফির প্যানেল থেকে নির্বাচন করছেন। তিনি সাংস্কৃতিক ও ক্রীড়া সচিব পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

নাম প্রকাশ না করা শর্তে এক নির্মাতা বলেন, ‘নির্বাচন সাধারণত দুই বছর পরপরই হয়। আগের কমিটির মেয়াদ শেষ। তা ছাড়া তাদের দীর্ঘদিন তেমন কোনো কার্যক্রম ছিল না। যে কারণে দ্রুত নির্বাচন দেওয়া। এর মধ্য দিয়ে পরিচালক সমিতির ক্ষমতার পরিবর্তন হবে, এই যা। এ ছাড়া সব নিয়ম মেনেই নির্বাচনের ঘোষণা দেওয়া হয়েছে।’ আগামী ২০২৫-২৬ দুই বছর মেয়াদি নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন আবদুল লতিফ বাচ্চু, সহকারী নির্বাচন কমিশনার এ জে রানা ও বি এইচ নিশান।