বাংলাদেশের পর এবার যুক্তরাষ্ট্রে মুক্তি পাচ্ছে চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় নির্মিত সিনেমা ‘মেড ইন চিটাগং’। ১০ ফেব্রুয়ারি নিউইয়র্ক, জ্যামাইকাসহ ২১টি অঙ্গরাজ্যের ৫১টি থিয়েটারে মুক্তি পাবে ছবিটি। চলবে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত। ছবিটির যুক্তরাষ্ট্রের পরিবেশক জানিয়েছে, দর্শক চাহিদা থাকলে পরের সপ্তাহও চলতে পারে ছবিটি।
যুক্তরাষ্ট্রে মুক্তির খবরটি নিশ্চিত করে ছবির পরিচালক ইমরাউল রাফাত প্রথম আলোকে বলেন, ‘১০ ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যের হলে মুক্তি পাচ্ছে ছবিটি। চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় তৈরি হয়েছে এটি। দেশে যাঁরা ছবিটি দেখেছেন, বেশ উপভোগ করেছেন। আঞ্চলিক ভাষায় হওয়ার কারণে দেশের বাইরে বাংলাভাষীরা মজার পাবেন ছবিটি দেখে, তাঁদের কাছে উপভোগ্য হবে ছবিটি। যুক্তরাষ্ট্রের পর সংযুক্ত আরব আমিরাতেও মুক্তির কথা আছে ছবিটির।’
যুক্তরাষ্ট্রে ছবিটি পরিবেশনা করছে বায়োস্কোপ ফিল্মস। এর কর্ণধার রাজ হামিদ বলেন, ‘এখানকার দর্শকদের বেশ আগ্রহ আছে ছবিটি দেখার। এ কারণে একসঙ্গে এতগুলো অঙ্গরাজ্যের, এতগুলো থিয়েটারে মুক্তি দেওয়ার সাহস পেয়েছি। প্রথম সপ্তাহ পর্যন্ত থিয়েটার হল বুকিং আছে। যদি ভালো সাড়া পাওয়া যায়, তাহলে পরের সপ্তাহও ছবিটি চালাব।’
এদিকে এর আগে দেশের বাইরে বাংলা সিনেমা প্রদর্শনীতে ইংরেজি সাবটাইটেল থাকলেও এবারই ইংরেজির পাশাপাশি বাংলা সাবটাইটেলও থাকছে। এ প্রসঙ্গে পরিবেশক বলেন, ‘অভ্যস্ততা না থাকার কারণে এখানে বাংলাভাষী অনেক দর্শকই চট্টগ্রামের আঞ্চলিক ভাষা ঠিকমতো বুঝতে না-ও পারেন। এ কারণেই ইংরেজির পাশাপাশি বাংলায় সাবটাইটেল রাখা হয়েছে, যাতে দর্শকদের ছবিটির গল্প বুঝতে সুবিধা হয়।’
যুক্তরাষ্ট্রের পর সংযুক্ত আরব আমিরাতে ছবিটির মুক্তির কথা আছে। পরিবেশক আরও বলেন, ‘দুবাইসহ সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন শহরে “মেড ইন চিটাগং”সহ চারটি বাংলা সিনেমা মুক্তির প্রক্রিয়া চলছে। এর মধ্যে “পরাণ” ছবিটিও আছে। বাকি দুটি এখনো চূড়ান্ত নয়। আশা করছি, ফেব্রুয়ারির শেষের দিকে ছবিগুলো পর্যায়ক্রমে মুক্তি দিতে পারব।’
‘মেড ইন চিটাগং’ ছবিতে অভিনয় করেছেন পার্থ বড়ুয়া, অপর্ণা ঘোষ, সাজু খাদেম, নাসির উদ্দিন খান প্রমুখ। গত বছরের নভেম্বরে চট্টগ্রামের প্রথম মুক্তি পায় সিনেমাটি।