একসময়ের জনপ্রিয় নায়ক ওমর সানী। প্রায়ই নানা ধরনের মন্তব্য করে আলোচিত-সমালোচিত হন এই অভিনেতা। নিয়মিত না হলেও এখনো অভিনয় করে যাচ্ছেন নায়িকা মৌসুমীর স্বামী ওমর সানী। এবারের ঈদে মুক্তি পেয়েছে তাঁর ভৌতিক ধাঁচের সিনেমা ‘ডেডবডি’। অন্যান্য ছবির মতো প্রেক্ষাগৃহে মুক্তি নিয়ে জটিলতায় পড়ে এই ছবিও। শুধু তা-ই নয়, মুক্তির তিন দিনের মাথায় সিনেমাটির প্রদর্শন বন্ধ করে দেয় স্টার সিনেপ্লেক্স। অন্য বেশ কটি ছবির ক্ষেত্রেও একই ঘটনা ঘটায় ক্ষুব্ধ চলচ্চিত্র-সংশ্লিষ্ট ব্যক্তিরা।
রোববার সংবাদ সম্মেলন করে বিস্তর অভিযোগ তোলেন চলচ্চিত্র-সংশ্লিষ্ট ব্যক্তিরা। এক সাক্ষাৎকারে অভিনেতা ওমর সানী বলেন, ‘শিল্পী সমিতি, পরিচালক সমিতি, প্রযোজক সমিতিসহ যত সমিতিই আছে, আমাদের ভেতরে একতা নেই। আমি দীর্ঘদিন ধরে এই চলচ্চিত্রে আছি। এক দিন-দুদিন করে প্রায় ৩৩ বছর হয়ে গেছে। সমিতির অনেকেই আছেন, তাঁরাই চান না বাংলা সিনেমা চলুক। ভেতরে আছেন। আমি ভেবেছিলাম, আজকের এই অনুষ্ঠানে মিশা সওদাগর আসবেন, ডিপজল সাহেব থাকবেন। কিন্তু তাঁরা নেই। একতার জায়গাটা নেই।’
অভিনেতা আরও বলেন, ‘যাঁরা অনেক চিৎকার করেন, তাঁরাই আবার সিনেপ্লেক্সের ব্যবসার সঙ্গে ঢুকে এক হয়ে গেছেন। আসলে সিনেপ্লেক্স শব্দটা আমাদের সঙ্গে সাংঘর্ষিক নয়। সিনেপ্লেক্স এবং বাংলা চলচ্চিত্র আলাদা, বিষয়টি তা নয়। পাশাপাশি একজন খসরু কখনো কোনো কিছু করতে পারবেন না। তাঁকে আমাদের সাপোর্ট দিতে হবে। একই সঙ্গে আজ ইকবাল যে ঝড়টা তৈরি করেছেন, সেটাকে আরও বেগবান করতে হবে।’
৩ মে দেশের প্রায় ৪০টি হলে মুক্তি পায় এম ডি ইকবাল পরিচালিত সিনেমা ‘ডেডবডি’। ভৌতিক ধাঁচের এই সিনেমাতে ওমর সানী ছাড়াও অভিনয় করেছেন রোশান, শ্যামল মাওলা, অন্বেষা, রাশেদ মামুন অপুসহ অনেকে।