তারকাদের আড্ডা জমতে সময় লাগল না

গতকাল বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র ছিল তারকামুখর। সেখানে চলছিল জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২২-এর মহড়া। দূর থেকে দেখেই শিল্পীদের একজন অন্যজনকে জড়িয়ে ধরছিলেন। পরিচালক, অভিনয়শিল্পী, সংগীতশিল্পী, কলাকুশলীদের আড্ডা জমে উঠতে সময় লাগল না।
আড্ডায় ব্যস্ত তারকারা
ছবি: দীপু মালাকার

বেলা সাড়ে তিনটা। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের ভেতরে ব্যানার ও লালগালিচা দিয়ে সাজানো হচ্ছে। আয়োজনের মূল কেন্দ্র হল অব ফেমে চলছে শেষ মুহূর্তের সাজ। ভেতরে সামনের সারিতে বসে আছেন আফসানা মিমি। আশপাশে আরও অনেকে। ছড়িয়ে–ছিটিয়ে কয়েকটি দলে বসে আছেন তারকারা। তাঁরা সবাই জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাচ্ছেন। তাঁরা প্রধান অতিথির কাছ থেকে কীভাবে পুরস্কার নেবেন, কোনো দিক দিয়ে যাবেন, সেগুলোর দিকনির্দেশনা দেওয়া হচ্ছে।

প্রথমবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাচ্ছেন আফসানা মিমি। ছবির জন্য পোজ দেওয়ার অনুরোধ করতেই মিষ্টি রাগ নিয়ে কড়া চোখে বললেন, ‘আজ আমি ভালো করে সাজি নাই। মেকআপ ছাড়া আমাকে দেখ। ভালো লাগছে? আচ্ছা চল।’ তখনো মহড়া শুরু হয়নি। কিছুদূর এগিয়ে আসার পরই দেখা পাওয়া গেল ‘চান মাঝি’র। পাশে বসে আছেন সার্কাসকন্যা ‘বিউটি’। জমে উঠেছে তাঁদের আড্ডা। তাঁরাও জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাচ্ছেন। পাঠকেরা হয়তো ভাবছেন, চান মাঝি-সার্কাসকন্যারা কীভাবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অনুষ্ঠানে! তার আগেই বলে দেওয়া যাক, তাঁরা হলেন হাওয়া সিনেমায় চান মাঝির চরিত্রে অভিনয় করা চঞ্চল চৌধুরী ও বিউটি সার্কাস সিনেমার অভিনেত্রী জয়া আহসান। তাঁদের দিকে এগিয়ে এলেন আফসানা মিমি। পাশ থেকে দাঁড়িয়ে গেলেন তারিন। আফসানা মিমিকে জড়িয়ে ধরলেন। আরেকজন বললেন, ‘ওটা কে, সিয়ামের মা?’ পাপ পুণ্য সিনেমায় আফসানা মিমি চিত্রনায়ক সিয়ামের মায়ের চরিত্রে অভিনয় করেছেন। ধীরে ধীরে শুভাশীষ ভৌমিক, মীর সাব্বির, চঞ্চল—সবার আড্ডা জমে গেল। আড্ডার বিষয়ে সিনেমা, সিরিজ, গান, নাট্যাঙ্গন থেকে চঞ্চল অভিনীত পদাতিকও আছে।

ফেরদৌস ও পূর্ণিমা।

কিন্তু আফসানা মিমির সাজ নেই দেখে কিছুটা গোমড়া মুখে তাকালেন তারিন। আফসানা মিমি তাঁকে বললেন, ‘এভাবে ছবি তুলব বল?’ তখন দ্রুত ব্যাগ থেকে লাল রঙের লিপস্টিক বের করে তারিন আফসানা মিমিকে নিখুঁত মনোযোগ দিয়ে সাজিয়ে দিলেন। পরে সবাই একসঙ্গে ফ্রেমবন্দী হন। কিছুটা দূরে আড্ডায় মেতেছেন একঝাঁক সংগীতশিল্পী। ‘ও প্রিয়তমা’ গানের দুই শিল্পী বালাম ও কোনালকে ঘিরেই আড্ডা। সেখানে যোগ দিলেন ইমরান, কনা, সাব্বির, ঐশীসহ আরও অনেকে। ‘বালাম ভাই, কত দিন পর দেখা’, ‘এখনো সেই আগের মতোই আছেন’, ‘আসেন একটা ছবি তুলি’, ‘তোমাদের কেমন চলছে’—এমন আলাপ ও সৌজন্য বিনিময় চলছিল তাঁদের মধ্যে। বালামকে মাঝে রেখে আড্ডা জমে উঠল। সংগীতশিল্পী দলের পাশেই ছিলেন অপু বিশ্বাস, জায়েদ খান, আঁচল, তমা মির্জা, গাজী আবদুন নূর, সাইমন সাদিক, পূজা চেরি, দীঘিসহ আরও অনেকে। তাঁরা কেউ সাজসজ্জা, কেউ জাতীয় চলচ্চিত্র পুরস্কার নিয়ে কথা বলছিলেন। একটু পরই নাচ নিয়ে মনোযোগী হলেন তাঁরা। পাশ থেকে জায়েদ খান একজনকে বললেন, ‘নাচ ভিডিও করো। কেমন হয় দেখতে হবে। খারাপ হওয়া যাবে না।’

আফসানা মিমি। তিনি পার্শ্ব চরিত্রের অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাচ্ছেন। ছবি: দীপু মালাকার

আজ জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠানে তাঁরা বাংলা সিনেমার জনপ্রিয় সব গানের তালে তালে নাচবেন। দূরে ফেরদৌস ও পূর্ণিমা নিজেদের সঙ্গে কথা বলছেন। অনুষ্ঠান উপস্থাপনার দায়িত্ব পড়েছে তাঁদের কাঁধে।

গত ৩১ অক্টোবর ঘোষিত হয়েছে ২০২২ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার। মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন থেকে জানা গেছে, এবারের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ২৭ বিভাগে শিল্পী, কলাকুশলী, প্রতিষ্ঠান ও চলচ্চিত্রকে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান করা হবে। পরিচালক মুহাম্মদ কাইয়ূম, প্রযোজক খোরশেদ আলম খসরুসহ পুরস্কার পাবেন, এমন প্রায় সবাই মহড়ায় উপস্থিত ছিলেন। মহড়া দেখতে এসেছিলেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। আজ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সেরা পরিচালকের পুরস্কার পাচ্ছেন মুহাম্মদ কাইউম