বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের বিভিন্ন প্রতিযোগিতা বিভাগে এবার জায়গা করে নিয়েছে বাংলাদেশের তিনটি চলচ্চিত্র। এর মধ্যে নিউ কারেন্ট কম্পিটিশন বিভাগে জায়গা করে নিয়েছে দুই নতুন নির্মাতা ইকবাল হোসাইন চৌধুরী ও বিপ্লব সরকারের সিনেমা। ইকবাল হোসাইনের ‘বলী’ (দ্য রেসলার) সিনেমায় সাগরপাড়ের এক খ্যাপাটে জেলের চরিত্রে অভিনয় করেছেন নাসির উদ্দিন। অন্যদিকে ‘আগন্তুক’ চলচ্চিত্রের গল্প আবর্তিত হয়েছে কাজল নামের ১০ বছর বয়সী এক বালককে ঘিরে। এ ছাড়া এশিয়া থেকে প্রতিষ্ঠিত চলচ্চিত্র নির্মাতাদের জন্য ‘জিসোক’ বিভাগে জায়গা করে নিয়েছে মোস্তফা সরয়ার ফারুকীর ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’।
ভ্যারাইটি জানিয়েছে, নিউ কারেন্টস বিভাগের বাংলাদেশি দুই নির্মাতার সিনেমা ছাড়াও জায়গা পেয়েছে মালয়েশিয়া, থাইল্যান্ড, ভারত, চীন, দক্ষিণ কোরিয়া ও জাপানের পরিচালকদের সিনেমা।
কিছুদিন আগে ‘বলী’ নিয়ে নাসির উদ্দিন খান প্রথম আলোকে জানিয়েছিলেন, ‘“বলী” একই সঙ্গে খুবই আঞ্চলিক ও আন্তর্জাতিক একটি সিনেমা। ক্ল্যাসিক সিনেমা হয়ে ওঠার সব সম্ভাবনা এই সিনেমার গল্পে আছে, এটা আমি বিশ্বাস করি।’ ছবির গল্প বা এই ছবিতে নিজের চরিত্র নিয়ে এর বেশি বলতে রাজি নন নাসির উদ্দিন খান। ‘বলী’ ছবিটি এ বছরের শেষে হলে আসার জন্য তৈরি বলে জানিয়েছেন নির্মাতা।
ঃগত বছরের এপ্রিল-মে মাসে ছবিটির টানা শুটিং হয়েছে চট্টগ্রামের উপকূলীয় এলাকায়। তারও আগে লম্বা সময় নিয়ে চলেছে ছবির অডিশন। চট্টগ্রাম ও ঢাকার মঞ্চের একদল নবীন প্রতিভাবান শিল্পী কাজ করেছেন এ সিনেমায়।
২০২০-২১ অর্থবছরে বাংলাদেশ সরকারের অনুদান পায় এ সিনেমা। গত বছরের সেপ্টেম্বরে বিশ্বের প্রথম সারির চলচ্চিত্র ফান্ডের একটি হুবার্ট বলস ফান্ডের প্রাথমিক বাছাইয়ে মনোনীত হয় ‘বলী’ (দ্য রেসলার) ছবির চিত্রনাট্য। চূড়ান্ত পর্ব পর্যন্ত লড়েছে ভারতের এনএফডিসি ফিল্মবাজার কো-প্রোডাকশন মার্কেটে। সরকারি অনুদানের এই ছবির প্রযোজক পিপলু আর খান।
অন্যদিকে গত বছর ভারতের গোয়ায় অনুষ্ঠিত ভিউয়িং রুমের ফিল্মবাজার রিকমেন্ডস বিভাগ থেকে প্রসাদ ল্যাব ডিআই অ্যাওয়ার্ড ও মুভিবাফ অ্যাপ্রিসিয়েশন আওয়ার্ড জিতেছিল বিপ্লব সরকারের ‘আগন্তুক’ (দ্য স্ট্রেঞ্জার)। ২০২২ সালের নভেম্বরে হয় ফিল্মবাজার।
‘আগন্তুক’ চলচ্চিত্রের গল্প আবর্তিত হয়েছে কাজল নামের ১০ বছর বয়সী এক বালককে ঘিরে। মা ও অসুস্থ দাদিকে নিয়ে কাজলদের সংসার। কাজল তার বাবাকে চিনতে পারে না। কারণ, সে অনেক দিন পরপর বাড়িতে আসে। এ নিয়ে সবার মধ্যে চলে মনস্তাত্ত্বিক লড়াই। পরিবারের এই সম্পর্কগুলো খুব সূক্ষ্মভাবে দেখানো হয়েছে ছবিটিতে। ফিল্মবাজারের জুরিবোর্ড ছবিটির প্রশংসা করেছে।
শুটিং ও সম্পাদনা শেষে এখন ছবিটির অন্যান্য পোস্ট–প্রোডাকশনের জন্য প্রস্তুত হচ্ছেন নির্মাতা। ছবিটিতে অভিনয় করেছেন ফেরদৌসী মজুমদার, শাহানা সুমি, রতন দেব, মাহমুদ আলম, এহান, রাফসান, হৃদয়, হাসিমুন ও নাঈমা তাসনিম। ‘আগন্তুক’ প্রযোজনা করেছেন রম্য রহিম চৌধুরী, তাজুল হক, সাইফুর রহমান লেনিন ও বিপ্লব সরকার।
এর আগে ২০১৯ সালে বিপ্লব সরকারের স্বল্পদৈর্ঘ্য প্রামাণ্য চলচ্চিত্র ‘লাইফ ইস এলসহোয়্যার’ ঢাকায় অনুষ্ঠিত ১৫তম আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য ও মুক্ত চলচ্চিত্র উৎসবে তারেক শাহরিয়ার বেস্ট ইনডিপেনডেন্ট শর্ট পুরস্কার জিতে নেয়। ২০২০ সালে তাঁর আরেকটি প্রামাণ্যচিত্র ‘বিস্মৃতজন’ মুক্তিযুদ্ধ জাদুঘর আয়োজিত এক্সপোজিশন ইয়াং ফিল্ম ট্যালেন্ট গ্র্যান্ট অর্জন করে। এর আগে তিনি প্রধান সহকারী পরিচালক হিসেবে কাজ করেন জাহিদুর রহিম অঞ্জন পরিচালিত ‘মেঘমল্লার’ ও একই পরিচালকের নির্মিতব্য ‘চাঁদের অমাবস্যা’ চলচ্চিত্রে।
চরকিতে ‘মিনিস্ট্রি অব লাভ’ প্রজেক্টে জনপ্রিয় ১২ জন নির্মাতা ভালোবাসার গল্প নিয়ে ১২টি চরকি অরিজিনাল ফিল্ম বানাচ্ছেন। এই পুরো প্রজেক্টের সার্বিক তত্ত্বাবধানে আছেন জনপ্রিয় মোস্তফা সরয়ার ফারুকী। তিনি নিজেই নির্মাণ করছেন দুটি সিনেমা। কিছুদিন আগে ঘোষণা দেওয়া হয় ফারুকীর প্রথম সিনেমা ‘মনোগামী’র। ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’ বা ‘অটোবায়োগ্রাফি’ ফারুকী পরিচালিত আরেকটি সিনেমা।
‘অটোবায়োগ্রাফি’ বুসান চলচ্চিত্র উৎসবের ২৮তম আসরের প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত হয়েছে। আগামী অক্টোবরে এ উৎসবেই হবে সিনেমাটির ওয়ার্ল্ড প্রিমিয়ার। এশিয়া থেকে প্রতিষ্ঠিত চলচ্চিত্র নির্মাতাদের জন্য ‘জিসোক’ নামের এ প্রতিযোগিতা বিভাগে ‘অটোবায়োগ্রাফি’ এশিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ চলচ্চিত্র নির্মাতাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছে। যার মধ্যে আছেন ফিলিপাইনের মাস্টার ফিল্মমেকার ব্রিলান্টে মেন্ডোজা, শ্রীলঙ্কার পাওয়ার হাউস প্রসন্ন ভিটানেজ, ইন্দোনেশিয়ার ইয়োসেপ অ্যাঙ্গি নোয়েনসহ আরও অনেকে।
আগামী ৪ অক্টোবর শুরু হবে এবারের বুসান উৎসব, শেষ হবে ১৩ অক্টোবর।