বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেতাদের মধ্যে অন্যতম শরীফুল রাজ। মূলত র্যাম্প মডেলিং থেকে সিনেমায় আসেন শরীফুল রাজ। বিজ্ঞাপনেও কাজ করেছেন। ‘নেটওয়ার্কের বাইরে’ নাটক দিয়ে আলোচিত হন রাজ। রাজ অভিনীত প্রথম সিনেমা ‘আইসক্রিম’। এরপর ‘ন ডরাই’ সিনেমাতে অভিনয় করেও আলোচনায় আসেন তিনি। এরপর ‘পরাণ’ ও ‘হাওয়া’ সিনেমায় রাতারাতি তারকা বনে যান অভিনেতা।
‘গুণিন’ সিনেমা দিয়ে দর্শকদের সামনে অন্যভাবে হাজির হন নায়ক। নায়িকা পরীমনির সঙ্গে প্রেম-বিয়ে কেন্দ্র করে নতুন করে আলোচনায় আসেন অভিনেতা। তবে তাঁদের বিচ্ছেদ হয়ে গেছে। বর্তমানে ছেলে পদ্ম আর দত্তক মেয়েকে নিয়ে ব্যস্ত পরীমনি। কিন্তু পুরোদস্তুর অভিনয় করে সময় কাটছে রাজের। এবারের ঈদে রাজের তিনটি সিনেমা মুক্তি পেয়েছে। ‘দেয়ালের দেশ’, ‘কাজলরেখা’ এবং ‘ওমর’—এই ছবিগুলো দিয়ে এবারের ঈদে শাকিব খানের পর সবচেয়ে বেশি আলোচিত এই নায়ক।
সম্প্রতি একটি অনুষ্ঠানে হাজির হয়ে একই সঙ্গে তিনটি সিনেমা মুক্তি প্রসঙ্গে কথা বলেন নায়ক।
একসঙ্গে বড় পর্দায় নিজেকে তিন চরিত্রে দেখা, এটার স্বপ্ন কি আগে কখনো রাজের ছিল বা রাজ কখনো সিনেমায় রাজ করবেন—ঈদে রাজ করবেন, এটা কখনো মাথায় ছিল কি না? উত্তরে নায়ক বলেন, ‘না, একদমই ছিল না। আমার যা হইছে, সেটা হচ্ছে খুবই দুর্ঘটনাবশত; যেমন মহামারির পর আমি ভাবিনি যে আমি আবার সিনেমা করব। ভেবেছি সিনেমার ক্যারিয়ার গেল, আবার কখনো উঠে দাঁড়াবে কি না চলচ্চিত্র ইন্ডাস্ট্রি? তবে মহামারির পর আমার সিনেমাগুলো ভালো ছিল। “পরাণ” সিনেমা ভালো গেল, “হাওয়া” ভালো গেল, “দামাল” মানুষ দেখল। সবকিছু মিলিয়ে আমার প্রাণচাঞ্চল্যও ফেরত এল। ভাবলাম, সিনেমা তো চলছে। আমি আরও যুক্ত হই। আমার প্ল্যান থেকে হোক বা আরেকজনের পরিকল্পনা থেকে হোক, কাজগুলো যে এসে জমবে, সেটা আমি জানতাম না। যেহেতু আসছে, সবগুলো সিনেমারই পুরো প্রচারে আমি ছিলাম। শুরুটা হয় “কাজলরেখা” দিয়ে। এখন মানুষ সিনেমা হলে এসে সিনেমা দেখছে, এটা আমার জন্য অনেক গর্বের ব্যাপার।’