নব্বইয়ের দশকে কথা ও সুরে বহু গানে প্রাণ দিয়েছেন প্রিন্স মাহমুদ। আইয়ুব বাচ্চুর কণ্ঠে ‘বেলা শেষে ফিরে এসে’, জেমসের ‘মা’, ‘বাবা’, ‘বাংলাদেশ’, হাসানের ‘এত কষ্ট কেন ভালোবাসায়’, ‘এত দিন পরে প্রশ্ন জাগে’ গানগুলো প্রিন্স মাহমুদেরই সৃষ্টি। ক্যাসেটের যুগে বহু মিশ্র অ্যালবাম প্রকাশ করেছেন তিনি। ব্যবসায়িকভাবে প্রায় সব গানই ছিল সফল। আর প্রতিটি অ্যালবামের কোনো না কোনো গান মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছে সার্থকভাবে। তবে একাধারে সুরকার, গীতিকার ও সংগীত পরিচালক এই মানুষটাকে সিনেমার গানে খুব একটা পাওয়া যায়নি। ঈদে মুক্তির অপেক্ষায় থাকা ‘প্রিয়তমা’ সিনেমার গানে এবার পাওয়া যাবে তাঁকে।
‘প্রিয়তমা’ সিনেমার নির্মাতা হিমেল আশরাফের অনুরোধে ‘ঈশ্বর’ শিরোনামে একটি গানের সুর বেঁধেছেন প্রিন্স মাহমুদ। রোববার বিকেলে মুঠোফোনে প্রথম আলোকে তিনি বলেন, ‘গানটি খুব ভালো হয়েছে। নব্বইয়ের দশকে যাঁরা আমাদের গান শুনেছেন, তাঁদের ভালো লাগবে, আবার এই সময়ের শ্রোতাদেরও ভালো লাগবে।’ সোমেশ্বর অলির কথায় গানটিতে কণ্ঠ দিয়েছেন রিয়াদ, প্রিন্স মাহমুদের হাত ধরে সংগীতজগতে যাত্রা করেছেন এই তরুণ গায়ক। প্রিন্স মাহমুদ জানালেন, রিয়াদের গায়কি সুন্দর।
মোস্তফা সরয়ার ফারুকীর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, অনিমেষ আইচের জিরো ডিগ্রীতে এর আগে গানের সুর ও সংগীতায়োজন করেছেন প্রিন্স মাহমুদ। তবে সিনেমার গানে নিয়মিত পাওয়া যায়নি তাঁকে, এবারই মূলধারার বাণিজ্যিক ছবিতে প্রথম গান করলেন।
প্রিন্স মাহমুদের ভাষ্যে, ‘অ্যালবামের গান নিয়ে ব্যস্ততার কারণে সিনেমার গান করতে পারিনি।’ তিনি ফেসবুকে গানের খবর জানিয়ে লিখেছেন, হিমেল আশরাফ পরিচালিত শাকিব খানের ‘প্রিয়তমা’ ছবিতে একটা গান করেছি। গানটার মায়ায় পড়ে গেছি। নায়ক শাকিব পড়েছে, হিমেল পড়েছে, তুমিও পড়বে। পড়বেই।’
প্রিয়তমার নির্মাতা হিমেল আশরাফ বললেন, ‘নব্বইয়ের দশকে আমাদের কৈশোর–তারুণ্যের এক মোহের নাম প্রিন্স মাহমুদ। প্রিন্স মাহমুদের সুরের গানগুলো শুনেই মূলত আমাদের বেড়ে ওঠা। বিভিন্ন সময়ে শুনেছি, তাঁকে ঢাকাই চলচ্চিত্রে ব্যবহার করা হয় না। প্রিয়তমা ছবিটির পরিকল্পনা যখন শুরু করি, তখনই ঠিক করেছিলাম, ছবিতে প্রিন্স ভাইয়ের একটি গান থাকবে। তাঁর গান আমাদের চলচ্চিত্রকে সমৃদ্ধ করবে বলে আমার বিশ্বাস।’
ঈদে ‘ঈশ্বর’ ছাড়া আর কোনো গান করছেন না প্রিন্স মাহমুদ। মাস দুয়েক আগে প্রিন্স মাহমুদের সুরে ‘এমন হয়নি আগে’ শিরোনামে মিজানের একটি গান প্রকাশিত হয়েছিল। সামনে আরও কয়েকটি গানে প্রিন্স মাহমুদের থাকার কথা রয়েছে, তবে চূড়ান্ত হওয়ার আগে তা বলতে নারাজ তিনি।
ঈদের মুক্তির অপেক্ষায় থাকা আরশাদ আদনানের প্রযোজনায় প্রিয়তমা নির্মাণ করেছেন হিমেল আশরাফ।
সিনেমার গল্প লিখেছেন প্রয়াত নাট্যকার ফারুক হোসেন; পরিচালক হিমেল আশরাফের সঙ্গে যৌথভাবে চিত্রনাট্য ও সংলাপও লিখেছেন ফারুক। সিনেমায় অভিনয় করেছেন শাকিব খান, ইধিকা পাল, কাজী হায়াৎ, শহীদুজ্জামান সেলিম, এলিনা শাম্মী, ডন, সহীদ নবী প্রমুখ।