শাকিব খানকে বুবলী ভালোবাসেন কি না, প্রশ্নের উত্তরে বুবলী বলেন, ‘আগের মতো ভালোবাসা আছে কি না, জানি না। তবে তাঁকে ভালোবাসি। মায়াটা আগের মতোই আছে
শাকিব খানকে বুবলী ভালোবাসেন কি না, প্রশ্নের উত্তরে বুবলী বলেন, ‘আগের মতো ভালোবাসা আছে কি না, জানি না। তবে তাঁকে ভালোবাসি। মায়াটা আগের মতোই আছে

এক সপ্তাহের মধ্যেই ওজন কমিয়ে ফেলতে পারেন শাকিব, জানালেন বুবলী

ঢাকাই সিনেমার এই প্রজন্মের নায়িকা শবনম বুবলী। ঈদ উপলক্ষে মুক্তি পেয়েছে তাঁর ‘দেয়ালের দেশ’ ও ‘মায়া’ সিনেমা। দুটি ছবির প্রচারণার পাশাপাশি হাজির হচ্ছেন টেলিভিশন অনুষ্ঠানগুলোয়। তবে কোনো অনুষ্ঠানে বুবলী হাজির হওয়া মানেই শাকিব খান-অপু বিশ্বাস প্রসঙ্গ আসাটা যেন অবধারিত। আর ব্যক্তিগত বিষয়গুলোর প্রতিক্রিয়াও আসতে থাকে অপু বিশ্বাসের পক্ষ থেকে।

সম্প্রতি অপু বিশ্বাসও জানিয়েছিলেন, শাকিব খান তাঁর হাতের মোরগ পোলাও খেতে পছন্দ করেন। এবার বীরের মা বুবলীও জানিয়েছেন তাঁর হাতের কোন খাবারটি শাকিবের পছন্দের। বেসরকারি টেলিভিশন বিজয়ের অনুষ্ঠানে গিয়ে বলেছেন তাঁর হাতের কোন খাবারটি শাকিব খানের পছন্দ।

তরকারিতে লবণ কম হওয়ার জন্য কখনো বকা খেয়েছেন শাকিব খানের কাছ থেকে?—এমন প্রশ্নের উত্তরে বুবলী বলেন, ‘না। আমার রান্না খুব পছন্দ করেন।’ এরপরই উপস্থাপক জানতে চান, বুবলীর হাতের কোন রান্নাটি শাকিব খানের প্রিয়? উত্তরে অভিনেত্রী বলেন, ‘হাঁসের মাংসটা খুব পছন্দ করে।

শবনম বুবলী

এ ছাড়া একটা ছোট চিংড়ি আমি ফ্রাই করি, ওটাও খুব পছন্দ করেন। উনি আসলে যখন খান, প্রচুর খেতে পছন্দ করেন। আবার যখন দেখা যায় ডায়েট করছেন, একদমই ক্রাস ডায়েটে চলে যান। দেখা যায়, এক সপ্তাহের মধ্যেই ওজন কমিয়ে ফেলতে পারেন।’

চলচ্চিত্রে গসিপ, বিউটি ও ফিটনেস মন্ত্রণালয়ের দায়িত্ব কাকে দেবেন বুবলী? জবাবে অভিনেত্রী বলেন, ‘আমার চলার পথে অনেকে খুব বাজেভাবে আক্রমণ করতে চায়! বাধা পাই।

‘লিডার: আমিই বাংলাদেশ’ ছবির ‘সুরমা সুরমা’ গানের শুটিংয়ে শাকিব খান ও বুবলী

যাদের সঙ্গে আমার কখনো কোনো সমস্যা হয়নি, তারাও দেখি কথা বলে। সে ক্ষেত্রে আমার মনে হয় কখনো নেতিবাচকতার বদলে নেতিবাচকতা ছড়াতে চাই না। আমার মনে হয়, আমি সব সময় ইতিবাচকতা ছড়াতে চাই। ঘৃণা বা গসিপের বদলে আমি সেটা করতে চাই না। আমি ভালোবাসা ছড়াতে চাই। বিউটি অ্যান্ড গ্ল্যামারের ক্ষেত্রে আমাদের এখনকার সবাই খুব সচেতন। আর ফিটনেসের ক্ষেত্রে ফারিয়া, মীম আর আমি টুকটাক মেনে চলি, এ রকম অনেকেই আছে আসলে।’