সিডনিতে ‘সুড়ঙ্গ’, ‘প্রহেলিকা’র পর ‘প্রিয়তমা’র উন্মাদনা চলছে এখন। অস্ট্রেলিয়াজুড়ে মুক্তির পর থেকেই ‘প্রিয়তমা’র প্রশংসায় দর্শকেরা। ৫ আগস্ট সিডনির হোয়েটস ব্যাংকসটাউন সিনেমা হলে সন্ধ্যা ছয়টায় প্রিমিয়ার হয় সিনেমাটির। এর পর থেকেই একের পর এক হাউসফুল শো চলছে ঢাকাই চলচ্চিত্রের সুপারস্টার শাকিব খানের ‘প্রিয়তমা’।
সিডনিসহ দেশটির অন্যতম প্রায় সব প্রধান শহরেই দর্শকসমাগমে ভরপুর ‘প্রিয়তমা’। এর মধ্যে রয়েছে সিডনির ব্ল্যাকটাউন, মাউন্ট ড্রুইট, ক্যাম্বেলটাউন, ক্যানবেরা, মেলবোর্ন, পার্থ, অ্যাডিলেড, ব্রিজবেন, ডারউইন ও হোবার্ট সিটি। একই সঙ্গে অস্ট্রেলিয়ার পার্শ্ববর্তী দেশ নিউজিল্যান্ডেও প্রবাসী বাংলাদেশিরা উপভোগ করেছেন ‘প্রিয়তমা’।
অস্ট্রেলিয়ায় হিমেল আশরাফ পরিচালিত ‘প্রিয়তমা’র পরিবেশক ঈগল এন্টারটেইনমেন্ট ও ক্রেইজি টিকেটস। সিনেমাটির সব শোর টিকিট আগাম বিক্রি হয়ে যাচ্ছে বলে জানিয়েছেন ক্রেইজি টিকেটসের কর্ণধার আকাশ আহসান।
তিনি বলেন, ‘শাকিব খান নিজেই একটি ব্র্যান্ড, তাই আলাদা করে শুরু থেকে সিনেমাটির অস্ট্রেলিয়ায় প্রদর্শনী নিয়ে কোনো বিশেষ প্রচার-প্রচারণা করিনি। তবু আমাদের সব কটি শো হাউসফুল যাচ্ছে। আগামী শোর টিকিট শেষ। তবে প্রবাসী বাংলাদেশি শাকিবভক্তদের অনুরোধে আমরা আরও শো বাড়ানোর চেষ্টা করছি।’
সিডনির হোয়েটস ব্যাংকসটাউন সিনেমা হলে ‘প্রিয়তমা’ দেখেছেন প্রবাসী বাংলাদেশি মেহের উন নেসা। সিনেমাটি মনের মধ্যে একটা ছাপ রেখে গেছে জানিয়ে তিনি বলেন, ‘ঈদে মুক্তি পাওয়া বাংলাদেশি তিন সিনেমা “সুড়ঙ্গ”, “প্রহেলিকা”র পর এবার “প্রিয়তমা”—সব কটিই হলে গিয়ে দেখেছি। আফরান নিশো প্রথমবার বড় পর্দায়, মাহফুজ আহমেদ অনেক বছর পর ফিরলেন। শাকিব খান তো নিয়মিত রাজত্ব করে যাচ্ছেন। ছবিটি অনেক উপভোগ করেছি, অনেকক্ষণ গল্পটা মাথায় ঘুরেছে।’
‘প্রিয়তমা’ দেখার অপেক্ষায় আছেন জানিয়েছেন সিডনির বাসিন্দা আমিন শাহিন, ‘ সিডনিতে একই দিনে একই সময়ে “প্রহেলিকা” ও “প্রিয়তমা”র প্রিমিয়ার হয়েছে। ঘনিষ্ঠজনদের আমন্ত্রণ থাকায় “প্রহেলিকা” দেখেছি আগে। “প্রিয়তমা”র সব শো হাউসফুল যাচ্ছে, প্রতিদিনই খবর রাখছি, টিকিট পেলেই দেখব।’