সেদিন এ ঢালিউড নায়িকাকে পুলিশের সাহায্যে হল থেকে বের হতে হয়েছিল

ক্যারিয়ারের প্রথম ছবি দিয়েই জনপ্রিয়তা পান এই নায়িকা। এতটাই জনপ্রিয় হয়েছিলেন যে পুলিশ মোতায়েন করে ‘বলাকা’ হল থেকে বের করতে হয়েছিল তাঁকে। ঢালিউডে এমন সৌভাগ্যবান অভিনেত্রীর সংখ্যা হাতে গোনা। তারপর টানা এক দশকের বেশি সময় পর্দা মাতিয়েছেন। সেই অভিনেত্রীর আজ জন্মদিন। ছবিতে দেখুন সেই অভিনেত্রীকে।
অবস্থাসম্পন্ন পরিবারের কন্যা শখে এসেছিলেন চিত্রজগতে
ছবি: সংগৃহীত
এহতেশাম পরিচালিত সিনেমা দিয়েই ক্যারিয়ার শুরু হয় এই অভিনেত্রীর। সিনেমার শুটিংয়ে তাঁকে দেখতে হাজার হাজার মানুষ ভিড় করেছিলেন
এই অভিনেত্রী এর আগে প্রথম আলোকে জানিয়েছিলেন, প্রথম ছবি যদি ব্যবসাসফল হয়, তাহলে তিনি সিনেমায় নিয়মিত কাজ করবেন। ছবিটি ব্যবসাসফল হলে কথা রেখেছিলেন (বাঁ থেকে প্রথম জন)
এই অভিনেত্রীর ভাষায়, তিনি এতটাই সুন্দরী ছিলেন যে তাঁকে দেখতে লালমাটিয়ার বাসার সামনে ছেলেরা ঘুরঘুর করত(বাঁ থেকে তৃতীয়)
১৯৯১ সালের ৪ অক্টোবর মুক্তি পায় সেই প্রথম ছবি। তিনি হয়ে যান রাতারাতি সুপারস্টার। (ছবিতে বাঁ থেকে প্রথম)
ক্যারিয়ারের প্রথম ছবি দেখতে গিয়েছিলেন বলাকা সিনেমা হলে। শো শেষে বের হওয়ার সময় দর্শকেরা তাঁকে চিনতে পারেন। তাঁকে কাছ থেকে দেখার জন্য রীতিমতো জটলা লেগে যায়। পরে এতটাই ভিড় হয়ে যায় যে সেদিন পুলিশের সাহায্যে হল থেকে বের হয়েছিলেন এই নায়িকা
‘বিষের বাঁশি’ ছবির শুটিংয়ের সময় তিনি জনপ্রিয় নায়কের প্রেমে পড়েন(ছবিতে মাঝে)
১৯৯৪ সালে তিনি সেই জনপ্রিয় চিত্রনায়ক নাঈমকেই বিয়ে করেন। তিনি অভিনেত্রী শাবনাজ।
‘বিষের বাঁশি’ ছবিতে শাবনাজের চরিত্রের নাম ছিল ময়না। সেই থেকে আজও তিনি নাঈমের ময়না। আজ ২৯ অক্টোবর শাবনাজের জন্মদিন একসঙ্গেই কাটাবেন এই দম্পতি। তাঁদের নামিরা ও মাহাদিয়া নামে দুই কন্যা আছে।
এই নায়িকা ১৯৯১ থেকে ৯৬ সাল পর্যন্ত একটানা অভিনয়জীবনে ২৬টি ছবিতে অভিনয় করেছেন। প্রথম ছবি ‘চাঁদনী’র পোস্টারে।