ঈদুল আজহা উপলক্ষে মাল্টিপ্লেক্সসহ দেশের ১৭১ হলে মুক্তি পেয়েছে ঈদের পাঁচটি ছবি—‘প্রিয়তমা’,‘ সুড়ঙ্গ’, ‘ক্যাসিনো’, ‘প্রহেলিকা’ ও ‘লাল শাড়ি’। দ্বিতীয় সপ্তাহ থেকে সিনেমাগুলোর হলের সংখ্যা তেমন একটা পরিবর্তন হচ্ছে না। নতুন করে আজ থেকে আরও একটি হলে মুক্তি পাচ্ছে ‘প্রিয়তমা’, সিনেপ্লেক্সে বাড়ছে ‘প্রহেলিকা’র শো।
‘সুড়ঙ্গ’র হলের সংখ্যা অপরিবর্তিত থাকলেও বেড়েছে শোর সংখ্যা। অন্যদিকে অপু বিশ্বাস অভিনীত ও প্রযোজিত ‘লাল শাড়ি’র হলের সংখ্যা দুটি বেড়েছে। এ ছাড়া ক্যাসিনোর হলের সংখ্যা কমে হয়েছে ১৫। তবে আজ থেকে দেশের বাইরেও মুক্তি পাচ্ছে ‘সুড়ঙ্গ’ ও ‘প্রিয়তমা।’
‘সুড়ঙ্গ’র প্রযোজক শাহরিয়ার শাকিল বলেন, ‘ঈদের সিনেমা মুক্তি পেয়েছে বৃহস্পতিবার। সেই হিসাবে প্রথম দুই সপ্তাহকে ধরা হয় এক সপ্তাহ। যে কারণে আমরা চাহিদা থাকা সত্ত্বেও নতুন কোনো হলে আজ থেকে মুক্তি দিচ্ছি না। প্রথম সপ্তাহ আমরা দেখতে চাই। পরে চিন্তা করে সময় নিয়ে, ভালো পরিবেশ আছে, এমন হলগুলোতেই মুক্তি দিতে চাই। তবে দেশের বাইরে আজ থেকে অস্ট্রেলিয়ায় সুড়ঙ্গ চলবে।’
অন্যদিক শাকিব খান অভিনীত ‘প্রিয়তমা’র পরিচালক হিমেল আশরাফ জানান, আজ থেকে যুক্তরাষ্ট্রে ৩৭ ও কানাডার ৫টি হলে সিনেমাটি মুক্তি পাবে।
‘প্রহেলিকা’র পরিচালক চয়নিকা চৌধুরী বলেন, ‘আমরা মাল্টিপ্লেক্সকে কেন্দ্র করেই সিনেমাটি মুক্তি দিয়েছি। ভালো সাড়া পাচ্ছি। আজ থেকে স্টার সিনেপ্লেক্সের আটটি হলে পাঁচটি শো বাড়ছে।’
ক্যাসিনো সিনেমার পরিচালক সৈকত নাসির বলেন,‘সিনেপ্লেক্সে আমাদের হলের সংখ্যা দুটি কমেছে। আগামী সপ্তাহ থেকে হল বাড়বে। বিদেশেও মুক্তির কথা হচ্ছে।’