আফরান নিশো। ছবি: প্রথম আলো
আফরান নিশো। ছবি: প্রথম আলো

নিশো আছেন, নিশো নেই

গত বছর ঈদুল আজহায় চলচ্চিত্রে অভিষেক হয় আফরান নিশোর। তাঁর অভিনীত ‘সুড়ঙ্গ’ সিনেমাটি দর্শক-সমালোচকদের কাছে সমাদৃত হয়। তাঁকে ঘিরে পরিচালকদের আগ্রহ বাড়ে। কয়েকটি নতুন সিনেমায় নিশোর অভিনয়ের কথা শোনা যায়। কিন্তু কোনোটি নিয়েই পরে আর আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। প্রায় ছয় মাস হলো, অনেকটাই আড়ালে আছেন এই তারকা। কিন্তু কেন? খোঁজ নিয়েছেন শফিক আল মামুন

গত বছর ঈদুল আজহায় মুক্তি পায় আফরান নিশোর প্রথম সিনেমা ‘সুড়ঙ্গ’। রায়হান রাফী পরিচালিত এই ছবি সুপারহিট হয়। শুধু দেশেই নয়, দেশের বাইরেও আলোচিত হয় ছবিটি। এরপর নিশো সিনেমায় নিয়মিত হওয়ার ঘোষণা দেন।

‘সুড়ঙ্গ’ ছবিতে তমা মির্জা ও আফরান নিশো

সে সময় গুঞ্জন ওঠে যে একই পরিচালকের পরপর আরও দুটি ছবিতে দেখা যাবে নিশোকে। একটি টিমএম ফিল্মসের, আরেকটি লাইভ টেকনোলজিসের। চলতি বছর দুই ঈদে ছবি দুটি মুক্তির কথা ছিল। কিন্তু মাঝখানে প্রায় ছয় মাস পার হয়ে গেল; ঘোষণাও আসেনি, ছবিও তৈরি হয়নি। এই দীর্ঘ সময় নিশোকেও কোথাও পাওয়া যাচ্ছে না। এমনকি ওটিটিতেও কাজ করছেন না তিনি। কোথায় আছেন? কী করছেন নিশো?

খবর জানতে গতকাল সোমবার দুপুরে প্রথম আলো যোগাযোগ করে নিশোর সঙ্গে। তিনি বলেন, ‘ক্যামেরার সামনে না থাকলেও সিনেমার মধ্যেই আছি বলতে পারেন। কারণ, এ সময় প্রচুর গল্প পড়ছি, চিত্রনাট্য পড়ছি। নানা ধরনের গল্পের ভাবনা নিয়ে কাজ করছি। আমি আসলে বসে থাকি না। কোনো কিছু পেলে সেটা নিয়েই ব্যস্ত রাখি নিজেকে। এমনকি আমার পছন্দের বাইরে টুকটাক কাজ নিয়ে দিনের পর দিন পার করতে পারি। সুতরাং আমি এখন শুটিংয়ে নেই, পর্দায় নেই, কিন্তু কাজের মধ্যেই আছি, বসে নেই।’

আফরান নিশো। ছবি: প্রথম আলো

কিন্তু সুড়ঙ্গর পর দুটি সিনেমার ঘোষণা হওয়ার কথা ছিল, সিনেমা দুটি চলতি বছর দুই ঈদে মুক্তিরও কথা ছিল। হঠাৎ থেমে গেল কেন?

এ ব্যাপার নিশোর বক্তব্য, ‘সবকিছুই ঠিকঠাক ছিল। কিন্তু ছবি দুটির প্রযোজনা প্রতিষ্ঠানের কিছু ঝামেলার কারণে ওই সময় আর ঘোষণা আসেনি। থাক না, ভালো কাজ করতে সময় নেওয়াটা ভালো। আমি মনে করি, সিনেমায় নতুনদের জন্য পরপর তিনটি ছবি বিরতি রেখে করা ভালো। আমি সেভাবেই করতে চাই।’

এ প্রসঙ্গে নিশো আরও বলেন, ‘যাঁরা নতুন আসেন, প্রথম দিকে পরিচালক দেখে, প্রযোজনা প্রতিষ্ঠান দেখে, পরপর তিনটি ভালো সিনেমা করা উচিত তাঁদের। সেই কাজই আমি করতে চাই। এখন সিনেমাই আমার প্রথম পছন্দ। সুতরাং সময় বেশি লাগুক, ভালো কাজ দিতে হবে দর্শকদের।’

সুড়ঙ্গ হিট হওয়ার পর দর্শকের একটা আলাদা আগ্রহ তৈরি হয়েছে নিশোকে ঘিরে। কিন্তু, দীর্ঘদিন নতুন ছবির কাজ শুরু না হওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন গ্রুপে নিশোর ভক্তদের আফসোস করতে দেখা যায়। তাঁরা দ্রুত নতুন সিনেমার খবর চান।

‘সুড়ঙ্গ’ ছবিতে তমা মির্জা ও আফরান নিশো। চরকি

এ ব্যাপারে নিশো বলেন, ‘ভক্তরা তো আবেগ দিয়ে কথা বলেন। এটিও হয়তো আমার প্রতি তাঁদের দারুণ ভালোবাসার বহিঃপ্রকাশ। তবে যেকোনো গল্পে, যেকোনো পরিচালকের সঙ্গে তো কাজ করা যাবে না। বুঝেশুনে কাজ করতে হবে। আমি মনে করি, বড় বিরতি নিয়ে কাজ করাটা আমার জন্য ইতিবাচক।’

নিশো আরও বলেন, ‘ভক্ত-দর্শকের মন খারাপের কিছু নেই। বিরতি বেশি হলেও ভালো কাজ যখন উপহার দেব, দেখবেন ভক্তদের মন খারাপ, রাগ, অভিমান সব চলে গেছে। কেননা আমি নাটকও কিন্তু দীর্ঘ সময় নিয়ে করেছি। ক্যারিয়ার গড়েছি। সুতরাং সময় নিয়ে হলেও সিনেমায়ও আমাকে ভালো করতে হবে, এটাই আমার ধ্যানজ্ঞান।’

কথা বলতে বলতে নিশো জানান যে সিনেমার বাইরে ওটিটি, নাটক—কোনো কিছু নিয়েই ভাবছেন না এখন। তবে শিগগির নতুন ছবির ঘোষণা আসতে পারে। নিশো বলেন, ‘আশা করছি, এক মাসের মধ্যেই হয়তো সিনেমার ঘোষণা আসতে পারে। তবে আগের সেই দুটি প্রযোজনা প্রতিষ্ঠানের নয়, অন্য প্রতিষ্ঠানের। আর আগের দুই প্রযোজনা প্রতিষ্ঠানের দুটি সিনেমা আগামী বছরের ঈদের জন্য তৈরি হবে।’

সিনেমায় অভিষেক হওয়ার আগে-পরে প্রায় দেড় বছর হলো নাটক করেননি নিশো। তবে ওটিটিতে কাজ করেছেন। কিন্তু ছয় মাসের বেশি সময় হলো, ওটিটির কাজেও দেখা যাচ্ছে না এই অভিনেতাকে।

চরকির অরিজিনাল ওয়েব সিরিজ ‘সিন্ডিকেট’ এর দৃশ্যে আফরান নিশো

এ ব্যাপারে নিশোর বক্তব্য, ‘আগে দু-তিনটি ভালো সিনেমার কাজ টানা করব। তারপর সিনেমার পাশাপাশি ভালো গল্পের ওটিটির কাজ করার ইচ্ছা। এখন আপাতত আমার সব প্রস্তুতিই সিনেমাকে ঘিরে।’