আগামী ঈদে সম্ভাব্য মুক্তির তালিকায় আছে সিয়াম-বুবলীর ‘জংলি’ সিনেমাটি। শুটিং শুরুর আগেই গত ২৯ মার্চ সিয়ামের জন্মদিনে তাঁর অ্যাকশন লুকে ছবির প্রথম ঝলক প্রকাশিত হয়।
সে সময় পোস্টারে প্রথমবারের মতো অন্য রকম সিয়ামকে দেখে ভক্ত-দর্শকেরা নড়েচড়ে বসেন। তখন থেকেই মূলত ‘জংলি’ নিয়ে দর্শকের একটা আলাদা আগ্রহ তৈরি হয়েছে। চলতি মে মাসে শুটিং শুরু হয়েছে ছবিটির।
শনিবার সকাল থেকে সিয়ামের একটি শুটিং মুহূর্তের ছবি ফেসবুকে বিভিন্ন গ্রুপে গ্রুপে ঘুরছে। অগোছালো চুল, উষ্কখুষ্ক লম্বা গোঁফে অন্য রকম লুকে সিয়াম। হঠাৎই এই সিয়ামকে দেখে কেউ কেউ অবাকও, ফেসবুকে মন্তব্য করছেন এমনটাই। অবশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন এই সিয়ামকে অনেকে চিনতেও পারেনি।
নানা রকম মন্তব্য করছেন, এমনও কেউ বলছেন টার্কিশ অভিনেতার মতো দেখতে! ফেসবুকের একটি চলচ্চিত্র গ্রুপে প্রকাশিত ছবির নিচে ফাহিম আহমেদ লিখেছেন, ‘আরে, একি সিয়াম? পুরাই তো টার্কিশ কোনো অভিনেতার মতো লাগছে। দারুণ হয়েছে। হলে গিয়ে দেখার অপেক্ষায় আছি।’
চলচ্চিত্রের আরেকটি গ্রুপে রাকিবুল হাসান নামের আরেকজন লিখেছেন, ‘এমন মারদাঙ্গা লুকে আগে কখনো দেখা যাইনি সিয়ামকে। এই লুক “জংলি” সিনেমার হাইপটা বাড়িয়ে দিয়েছে কয়েক গুণ।’
কিন্তু ফাঁস হওয়া সিয়ামের এই লুক নিয়ে ছবিটি সংশ্লিষ্টরা কী বলছেন—ছবির পরিচালক এম রাহিম জানান, এটি মানিকগঞ্জের একটি লোকেশনে শুটিংয়ের সময় সিয়ামের লুক। শুটিংয়ের সময় ছবিটি তুলে কে বা কারা ফাঁস করে দিয়েছে। বলেন, ‘আমরা সেই শুরু থেকেই খুবই সতর্কতার সঙ্গে কাজ করছি। যাতে মূল শিল্পীর লুক ফাঁস না হয়। কারণ, দর্শক জেনে গেলে, দেখে ফেললে সিনেমা হলে গিয়ে দর্শকের মজা নষ্ট হয়। কিন্তু সেটি রক্ষা করা যাচ্ছে না। শুটিংয়ের সময় তো অনেক মানুষের জটলা হয়। বাইরের প্রচুর মানুষ শুটিং দেখতে আসেন। কে কখন চুরি করে ছবি তোলে এভাবে ফাঁস করে দিচ্ছে। এর আগেও আরেকটি ছবি এভাবে ফেসবুকে প্রকাশ করেছিলেন কে বা কারা।’
জানা গেছে, ‘জংলি’ ছবির শুটিং প্রায় শেষের পথে। শুক্রবার মানিকগঞ্জের লোকেশনে দ্বিতীয় ধাপের কাজ শেষ হয়েছে। রোববার থেকে ঢাকার মধ্যে ছবির শেষ ধাপের কাজ শুরু হবে।
পরিচালক আরও বলেন, ‘ঈদে মুক্তির লক্ষ্যে শুটিংয়ের পাশাপাশি পোস্ট প্রোডাকশনের কাজও চলছে ছবিটির। একদিকে শুটিং, পাশাপাশি সম্পাদনার কাজও চলছে। আশা করছি, নির্ধারিত সময়ে শুটিং শেষ করে ঈদে মুক্তি দিতে পারব ছবিটি।’
সিয়াম-বুবলী ছাড়াও ছবিতে আরও অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, রাশেদ মামুন অপু প্রমুখ।