ছয় নায়িকার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করলেন সিয়াম
ছয় নায়িকার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করলেন সিয়াম

৬ নায়িকার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করলেন সিয়াম

চিত্রনায়ক সিয়াম আহমেদের জন্য চলতি বছর কতটা সৌভাগ্য বয়ে এনেছিল, সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে ছয় নায়িকার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করলেন এই অভিনেতা। চলতি বছর তাঁর সিনেমাগুলোয় নায়িকা ছিলেন পূজা চেরি, নুসরাত ফারিয়া, বুবলী, শাহনাজ সুমী, পরীমনি ও সুনেরাহ বিনতে কামাল। তাঁদের ঘিরে বছরজুড়েই আলোচনায় এসেছেন সিয়াম। এই প্রাপ্তি ও দর্শকদের বাড়তি ভালোবাসা নায়িকাদের সঙ্গে ভাগাভাগি করে নিলেন সিয়াম।

উৎকণ্ঠা দিয়ে সিয়ামের বছর শুরু হয়। করোনার শঙ্কা তখনো কাটেনি। এমন সময় জানুয়ারিতে মুক্তি পায় চরকির ওয়েব ফিল্ম টান। সিয়ামের সঙ্গে প্রথমবার জুটি বাঁধেন শবনম বুবলী। প্রথমবারই তাঁদের রসায়ন আলোচিত হয়। সিয়াম বলেন, ‘বছরটা অবশ্যই আমার জন্য ভালো। কারণ, চরকির টান দিয়ে এত ভালো দর্শকসাড়া পাব, ভাবিনি। বাণিজ্যিক সিনেমার মতো মারপিট বা নাচ–গান ছিল না। তারপরও নতুন জুটি হয়ে সুন্দরভাবে বছর শুরু করতে পেরেছি। টান-এর পরিচালক রায়হান রাফির কাছে কৃতজ্ঞ।’

‘দহন’ ছবির দৃশ্য পূজা ও সিয়াম

২০১৮ সালে সিয়ামের সিনেমার ক্যারিয়ার শুরু হয়। প্রথম ও দ্বিতীয় সিনেমা পোড়ামন ২ ও দহন-এ নায়িকা ছিলেন পূজা চেরি। তারপর চার বছরের বিরতি শেষে গত ঈদুল ফিতরে শান দিয়ে জুটি হয়ে ফিরেছিলেন তাঁরা। আগের মতোই সিনেমা দিয়ে আবার দর্শকদের প্রশংসা পান সিয়াম ও পূজা। সিয়াম বলেন, ‘করোনার আগে সিনেমাটি মুক্তির কথা ছিল। সেই থেকে দর্শকদের আগ্রহ তৈরি হয় আমাদের জুটি নিয়ে। কিন্তু কিছুটা চিন্তিত ছিলাম। কারণ, দর্শক এবার পর্দায় কীভাবে নেন, সেই চিন্তায়। পরে দর্শকদের কাছ থেকে শুনতে হয়েছে, আমাদের জুটির আরও সিনেমা চান তাঁরা। ভালো লেগেছে যে তৃতীয়বারও আমাদের জুটি সফল।’

‘অপারেশন সুন্দরবন’ ছবির দৃশ্যে সিয়াম ও নুসরাত ফারিয়া

করোনার মধ্যে একের পর এক সিয়ামের সিনেমার মুক্তি আটকে যাচ্ছিল। সিনেমাগুলোর মুক্তি নিয়ে দুশ্চিন্তায় ছিলেন সিয়াম। তবে পরিস্থিতি ভালো হলে আশাবাদী হয়ে ওঠেন এই তারকা। অক্টোবরে মুক্তি পায় দীপংকর দীপনের অপারেশন সুন্দরবন। নতুন জুটি হয়ে সিয়াম ও নুসরাত ফারিয়া এখানেও সফল। সিনেমার মুক্তির আগেই নতুন নায়িকার সঙ্গে সিয়ামের অভিনয়, লোকেশন, গল্প, উপস্থাপনা দর্শকেরা পছন্দ করেছেন। এই অ্যাকশন সিনেমায় সিয়াম ও ফারিয়ার রসায়ন যেন দর্শকের চোখে আরাম দিচ্ছিল। সিয়াম মনে করেন, ‘যেকোনো সিনেমায় নায়ক, নায়িকাসহ সবারই গুরুত্বপূর্ণ অবদান থাকে। এখানে আমি একা ভালো করে কিন্তু এগোতে পারব না। এটা সব মিলিয়ে একটি টিম ওয়ার্ক। সিনেমা মুক্তির পর দর্শক বলেছেন আমার ও ফারিয়ার দৃশ্যগুলো তাঁরা পছন্দ করেছেন। ফারিয়া সেই চেষ্টা দিয়েছে। সব মিলিয়েই ইতিবাচক প্রতিক্রিয়া পেয়েছি।’

‘পাপ পুণ্য’ সিনেমায় সিয়াম ও সুমী

অভিনেতা হিসেবে সিয়ামকে আরও একধাপ এগিয়ে নিয়েছে গিয়াস উদ্দীন সেলিমের পাপ পুণ্য ও রায়হান রাফির দামাল। সিয়াম বলেন, ‘নিজের সঙ্গে প্রতিযোগিতা করে নিজেকে ছাড়িয়ে যেতে চাই। দুটি সিনেমাতেই দর্শক আমাকে ব্যতিক্রম রূপে গ্রহণ করেছেন।’ সিনেমা দুটিতে সিয়ামের সঙ্গে প্রথমবার জুটি হন শাহনাজ সুমী। তাঁরা নজর কেড়েছেন।

অ্যাডভেঞ্চার অব সুন্দরবন সিনেমায় ‘তুই কি আমায় ভালোবাসিস’ গানের দৃশ্যে সিয়াম পরীমনি

আগামী বছর মুক্তির তালিকায় থাকা অ্যাডভেঞ্চার অব সুন্দরবন সিনেমার গান দিয়েও প্রশংসা পাচ্ছেন সিয়াম। এই সিনেমায় দ্বিতীয়বারের মতো জুটি হয়েছেন সিয়াম ও পরীমনি। গত মাসে সিনেমাটির ‘তুই কি আমায় ভালোবাসিস’ শিরোনামের গানটি মুক্তি পায়। গানে সিয়াম ও পরীর রোমান্টিক মুহূর্তগুলো দর্শকদের ভেতর সাড়া ফেলেছে। এদিকে সাইবার যুদ্ধ নিয়ে বাংলাদেশের থ্রিলার সিনেমা অন্তর্জাল মুক্তি পাবে আগামী ঈদুল ফিতরে। এ সিনেমায় সিয়ামের লুক ইতিমধ্যে প্রশংসা পেয়েছে। সিনেমায় সিয়ামের সঙ্গে প্রথমবার জুটি হয়েছেন সুনেরা বিনতে কামাল। থ্রিলার এ সিনেমায় রোমান্টিক দৃশ্যে হাজির হবেন তাঁরা। সম্প্রতি শুটিংয়ে সিয়ামকে চুমু খাওয়া এবং সুনেরাকে চড় মারা একটি দৃশ্য ফেসবুকে ভাইরাল হয়েছে।

সুনেরাকে চড় মারা একটি দৃশ্য ফেসবুকে ভাইরাল হয়েছে

সিয়াম বলেন, ‘আমার ক্যারিয়ারে অন্যতম সময় ছিল এই বছর। একই সঙ্গে কাজগুলো দিয়ে প্রশংসা, সমালোচনা, নতুন দর্শক ও বয়োজ্যেষ্ঠ দর্শক পেয়েছি। ভালো কাজ করেছি। আমার প্রত্যাশাও পূরণ হয়েছে। সব মিলিয়ে কী সুন্দর একটা বছর কেটে গেল। এ সময় আমার সঙ্গে কাজ করা সুন্দরীরাসহ সব সহশিল্পীকে ধন্যবাদ।’