বাপজান এভাবে আগলে রাখে, তাই প্রতিটি দিনই আমার জন্মদিন...
আজ ঢাকাই ছবির অভিনেত্রী শবনম বুবলীর জন্মদিন। এ উপলক্ষে ফেসবুকে বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন অভিনেত্রী। বিস্তারিত জেনে নেওয়া যাক ছবিতে ছবিতে।
বিনোদন ডেস্ক
জন্মদিন উপলক্ষে সন্তান শেহজাদ খান বীর ও পরিবারের সদস্যদের সঙ্গে ফেসবুকে ছবি পোস্ট করেছেন বুবলী। ফেসবুক থেকেএকগুচ্ছ ছবি পোস্ট করে বুবলী লিখেছেন, ‘জীবনে এর থেকে সুন্দর সময় কী আর হতে পারে! আমার বাপজান এভাবে আমাকে আগলে রাখে, তাই প্রতিটি দিনই আমার জন্মদিন..আলহামদুলিল্লাহ আল্লাহ।’ ফেসবুক থেকে
বিজ্ঞাপন
একটি ছবিতে বীরের সঙ্গে কেক কাটতে দেখা যাচ্ছে বুবলীকে। ফেসবুক থেকে
আরেকটি ছবিতে দেখা যাচ্ছে, মাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছে বীর। ফেসবুক থেকে
বিজ্ঞাপন
আরেকটি ছবিতে বুবলীর মা-বাবাকে দেখা যাচ্ছে। ফেসবুক থেকেবুবলীর করা পোস্টে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন তাঁর ভক্ত-অনুরাগীরা। এক ঘণ্টায় প্রতিক্রিয়া এসেছে ১৭ হাজারের বেশি। ফেসবুক থেকে এক ভক্ত তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, ‘অসাধারণ মা–ছেলের খুনসুটি’আরেক ভক্ত লিখেছেন, ‘এভাবেই আনন্দে কাটুক প্রত্যেকটা জন্মদিন।’ ফেসবুক থেকে কিছুদিন আগেই জানা গেছে, বুবলীর নতুন সিনেমার খবর। ‘পিনিক’ নামের সেই সিনেমার পরিচালক জাহিদ জুয়েল। এতে বুবলীর নায়ক আদর আজাদ। ফেসবুক থেকে