রায়হান রাফী
রায়হান রাফী

‘সুড়ঙ্গ’ মাটির নিচের, আর এটি হবে আকাশের গল্প: রাফী

পবিত্র ঈদুল আজহায় মুক্তি পাওয়া ‘সুড়ঙ্গ’ ছবিটি দাপটের সঙ্গে চলছে। এরই মধ্যে গত সোমবার দুপুরে নির্মাতা রায়হান রাফী তাঁর ফেসবুক পেজে একটি ছবি ও স্ট্যাটাস দিয়ে পরবর্তী ছবির ইঙ্গিত দিয়েছেন। আকাশে মেঘের মধ্যে বিমানের পেছনের অংশের একটি ছবি আপ করে স্ট্যাটাসে রাফী লিখেছেন, ‘এবার আরও বড় ক্যানভাস। আকাশের মতো...নেক্সট ফিল্ম! ইনশা আল্লাহ, দারুণ কিছু হবে।’ তবে তিনি এর নিচে আরেক লাইনে লিখেছেন, ফিল্মের নাম নেক্সট নয়।
স্ট্যাটাস দেওয়ার পরপরই সবার বুঝতে অসুবিধা হয়নি যে নতুন চলচ্চিত্রে হাত দিচ্ছেন এই নির্মাতা। স্ট্যাটাসের নিচে এসে অনেকেই নতুন ছবির জন্য শুভকামনা জানিয়ে মন্তব্য করেছেন। রাফীর ওই স্ট্যাটাসে পরবর্তী ছবি নির্মাণের ইঙ্গিত থাকলেও ছবির নাম, গল্প, কলাকুশলী—কোনো কিছুই পরিষ্কার নয়।
এ ব্যাপারে গত মঙ্গলবার সন্ধ্যা সাতটার দিকে যখন রাফীর সঙ্গে যোগাযোগ করা হয়, তখন ২১ জুলাই পশ্চিমবঙ্গে ‘সুড়ঙ্গ’ মুক্তি উপলক্ষে কলকাতায় অবস্থান করছিলেন তিনি।

সেখান থেকে হোয়াটসঅ্যাপে এ সম্পর্কে তিনি জানান, এটি তাঁর নতুন ছবির ঘোষণা। তবে ছবির নাম, গল্প, শিল্পী ও কলাকুশলীদের নাম এখনই বলতে চাননি তিনি।
রাফী বলেন, ‘ছবিটি টিএম ফিল্মস থেকে তৈরি হবে। তারাই সবকিছু আনুষ্ঠানিকভাবে বলবে। তারা অনেক আগেই চলচ্চিত্র নির্মাণের ঘোষণা দিয়েছে। আমার “পরাণ” মুক্তির পর এক বছর ধরে এই কাজের জন্য প্রস্তুত হচ্ছিলাম আমরা। প্রযোজক বড় পরিসরে কাজ করতে চান। ভালো কাজ করতে চান। কারণ, এ সময় ভিন্নমাত্রার বড় পরিসরে কাজ না করলে সিনেমায় দর্শক পাওয়া যাবে না। যেটি আমি বড় পরিসরে “সুড়ঙ্গ” নির্মাণ করে প্রমাণ করেছি।’

রায়হান রাফী

ফেসবুকে বিমানের ছবি দিয়ে নতুন সিনেমার ঘোষণায় অনেকেই ভাবছেন, নেপালে বাংলাদেশের একটি কোম্পানির বিমান দুর্ঘটনার গল্প হতে পারে নামহীন এই ছবির।
সে বিষয়ে রাফীর কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘সেটি এখনই বলা ঠিক হবে না। শুধু গল্পই নয়, ছবির নাম, শিল্পী, কলাকুশলী সম্পর্কে ছবির প্রযোজনা প্রতিষ্ঠান টিএম ফিল্মস থেকে তাড়াতাড়িই অফিশিয়ালি সবাইকে জানাবে। তবে এখানে আমি একটা ইঙ্গিত দিতে চাই, “সুড়ঙ্গ” মাটির নিচের, এটি হবে আকাশের গল্প।’
এই নির্মাতা আরও জানান, অনেক বড় পরিসরে কাজটি হবে। প্রায় ৫০ ভাগ শুটিং হবে বিমানে, আকাশে। সুতরাং কাজটি অত্যন্ত চ্যালেঞ্জ নিয়ে করতে হবে।

কিন্তু এর জন্য বাজেট, কারিগরি দিক কতটা সহজ হবে, জানতে চাইলে রাফী আরও বলেন, ‘যৌথভাবে দেশ–বিদেশের কারিগরি সহায়তা নিয়ে কাজ করব। আমি মনে করি, টিএম ফিল্মস সেটি করতে পারবে। তাদের সেই ক্যাপাসিটি আছে। কারণ, তাদের মিউজিক ভিডিওগুলোও আন্তর্জাতিক মানের হয়। সেভাবেই বাজেট দিয়ে গানে আন্তর্জাতিক শিল্পী, লোকেশন ব্যবহার করে। সুতরাং সিনেমায় সেই চ্যালেঞ্জটা তারা নিচ্ছে। আমরা শুধুই হলিউড আর বলিউডের সিনেমায় আকাশপথের গল্প দেখি। আমরা কেন পারব না? যে পরিকল্পনা করে প্রযোজনা প্রতিষ্ঠান এগোচ্ছে, এর আগে বাংলাদেশে এমন কাজ হয়েছে কি না, আমার জানা নেই। বড় স্কেলে ওয়ার্ল্ড ক্লাস কাজ হবে এটি।’

এই পরিচালকের কথা, ‘সব সময়ই একটি কাজ থেকে আরেকটি কাজ বড় পরিসরে করার চেষ্টা করেছি। সেটি “পোড়ামন ২”, “দহন”, “পরাণ’ ও “দামাল”-এর পর “সুড়ঙ্গ” ছবিটি দেখে দর্শক বুঝতে পেরেছেন। আমি মনে করি, এ সময় এসে দর্শককে সিনেমা হলে নিতে হলে অবশ্যই ভালো সিনেমা দিতে হবে, সিনেমায় ভিন্ন কিছু দিতে হবে। আর এর জন্য লাগবে বাজেট, বড় আয়োজন। দেখুন, আমরা বলি, শুধু ঈদের সময় সিনেমায় দর্শক আসেন। এখন তো ঈদ নেই। ঈদের তিন সপ্তাহ পার হচ্ছে, অথচ এখনো দেশ–বিদেশে “সুড়ঙ্গ” বলেন বা “প্রিয়তমা” বলেন, হাউসফুল যাচ্ছে। তার মানে ভালো ছবি নির্মাণ করতে পারলে সিনেমা হলে দর্শক আনতে ঈদ লাগে না।’
রাফী জানালেন, ছবির গল্প লেখার কাজ তিনি নিজেই করছেন। পরে আরও দু-একজন চিত্রনাট্যকার ছবিতে যুক্ত হবেন। চলতি বছরই ছবির শুটিং শুরুর কথা আছে।