‘শাকিবের এমন কর্মকাণ্ড যুবকদের মধ্যে প্রভাব ফেলতে পারে’, মানববন্ধনে মন্তব্য

শাকিব খানের দ্বিতীয়বারের মতো বিয়ে ও সন্তানের কথা গোপন রাখা, অধিকার আদায়ে স্ত্রীকে সামনে আসতে হয়, এর মধ্যেই আবার তৃতীয় বিয়ে নিয়ে গুজব—শাকিবের এমন কর্মকাণ্ড দেশের সংস্কৃতির সঙ্গে যায় না, এমনকি এসব ঘটনায় যুবসমাজ নৈতিক অবক্ষয়ের দিকে ধাবিত হচ্ছে উল্লেখ করে এবার শাকিবের বিরুদ্ধে একদল যুবক মানববন্ধন করেছেন। ‘শাকিব খান যে কাজটি করে যাচ্ছেন, আমি করলে দোষ কি?’, ‘শাকিব খানের বিরুদ্ধে এফডিসি কর্তৃপক্ষের ব্যবস্থা নেওয়া উচিত’, এ ধরনের বেশ কিছু প্ল্যাকার্ড হাতে শনিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে মানববন্ধনে অংশ নেন এই তরুণেরা।

শনিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে মানববন্ধনে অংশ নেন এই তরুণেরা

মানববন্ধনে অংশ নেওয়া এক যুবক সাংবাদিকদের বলেন, ‘শাকিব খান সুপারস্টার তকমা ব্যবহার করে বিভিন্নভাবে নারীদের প্ররোচনা দিচ্ছেন। এর আগে অপু বিশ্বাসের সঙ্গেও বিয়ে হয়েছে এবং তাঁদের বাচ্চাও রয়েছে। এই খবর প্রকাশ্যে এলে বাচ্চাকে মেনে নিলেও বউ হিসেবে অপুকে মেনে নেননি শাকিব। পরে তালাক দিয়েছেন। এরপর বুবলীর সঙ্গে বিয়ে ও আড়াই বছরের বাচ্চার খবর জানতে পারলাম। কিন্তু বুবলীকে তিনি এখনো স্বীকৃতি দেননি। শাকিব খান বাংলাদেশের তারকা। তাঁকে যুবসমাজ অনুসরণ করে। তাঁর বিয়ের সময় আমরা জানতে পারি না কিন্তু তালাকের সময় জানতে পারি। তখন আমাদের খারাপ লাগে। আমাদের মনে প্রশ্ন জাগে, তিনি এমন কেন? এসব দেখে যুবসমাজ যাতে নৈতিক অবক্ষয়ের দিকে ধাবিত না হয়, তাই মানুষকে বোঝানোর জন্য শাকিব খানের বিরুদ্ধে এই মানববন্ধন।’

এই মানববন্ধন থেকে আপনারা কী বার্তা দিতে চান—এক সংবাদকর্মীর এমন প্রশ্নে আরেকজন মানববন্ধনকারী বলেন, ‘শাকিব খান যেসব মেয়েকে বিয়ে করেছেন এবং বাচ্চাও হয়েছে, তাঁদের তিনি স্বীকৃতি দেবেন—এটাই আমাদের চাওয়া। আবার পত্রিকার মাধ্যমে জানতে পারলাম, চলতি বছরের ২২ মার্চ নাকি পূজা চেরিকেও বিয়ে করেছেন। একাধিক বিয়ে করে গোপন রাখা আমাদের সংস্কৃতির সঙ্গে যায় না। একাধিক বিয়ে করা অবৈধ নয়। তবে তাঁদের স্বীকৃতি দিতে হবে।’
এ সময় আরেক মানববন্ধনকারী বলেন, ‘তিনি গোপনে বিয়ে করেন, তিনি নিজ থেকে বিয়ের খবর দেন না। বাচ্চা হওয়ার খবরও দেন না। যাঁকে বিয়ে করেন, একটা সময় তিনি স্বীকৃতি না পেয়ে বাধ্য হয়ে দুই-তিন বছর পর বাচ্চাসহ মিডিয়ার কাছে তা প্রকাশ করে দেন। তখন বাধ্য হয়ে শাকিব খান সন্তানের স্বীকৃতি দেন কিন্তু বউয়ের স্বীকৃতি দেন না। পরে বউকে তালাক দিয়ে দেন।’

তিনি আরও বলেন, ‘লাখ লাখ যুবক শাকিব খানের অনুসারী। শাকিবের এমন কর্মকাণ্ড যুবকদের মধ্যে প্রভাব ফেলতে পারে। তাই ভক্তদের কথা মাথায় রেখে তাঁর এই অভ্যাস পরিবর্তন করা উচিত। তা না হলে এসব দেখে তরুণ সমাজও এই পথে ধাবিত হতে পারে।’ এই মানববন্ধন প্রায় এক ঘণ্টা চলে।

সন্তানের সঙ্গে শাকিব খান ও বুবলী

সম্প্রতি প্রকাশ্যে এসেছে বুবলীর সঙ্গে শাকিব খানের বিয়ের খবর। এই তারকা দম্পতির শেহজাদ খান বীর নামে আড়াই বছরের ছেলে রয়েছে। শাকিব খানের এই দ্বিতীয় বিয়ে ও সন্তান নিয়ে যখন নেট–দুনিয়ায় হইচই, ঠিক এমন সময় ছড়াতে থাকে নতুন গুজব। সামনে আসে শাকিবের সঙ্গে ঢালিউডের আরেক চিত্রনায়িকা পূজা চেরির সঙ্গে প্রেম ও বিয়ের গুঞ্জন। যদিও পূজার সঙ্গে প্রেম, বিয়ের সত্যতা পাওয়া যায়নি। পূজা প্রসঙ্গে গত বৃহস্পতিবার শাকিব খান সামাজিক যোগাযোগমাধ্যমে পূজা চেরির সঙ্গে তাঁকে জড়িয়ে যাঁরা মিথ্যা তথ্য ছড়াচ্ছেন, তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। কাজের জায়গা থেকে তাঁদের সম্পর্ক।