জায়েদ সিদ্দিকীর স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘দাঁড়কাক’ অংশ নিচ্ছে যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া ও ভারতের তিনটি সিনে উৎসবে
জায়েদ সিদ্দিকীর স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘দাঁড়কাক’ অংশ নিচ্ছে যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া ও ভারতের তিনটি সিনে উৎসবে

‘দাঁড়কাক’ তিন আন্তর্জাতিক উৎসবে যাচ্ছে

তরুণ নির্মাতা জায়েদ সিদ্দিকীর স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘দাঁড়কাক’ অংশ নিচ্ছে যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া ও ভারতের তিনটি সিনে উৎসবে। সিনেমাটি দেখা যাবে অস্ট্রেলিয়ার পঞ্চদশ ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অব মেলবোর্ন, ভারতের ১০ম সিমলা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ও যুক্তরাষ্ট্রের ১৩তম ডিসি সাউথ এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে।
ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অব মেলবোর্নে নির্বাচিত ১২টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের একটি হিসেবে ‘দাঁড়কাক’ ১৫ থেকে ৩০ আগস্ট উৎসবের অনলাইন প্ল্যাটফর্মে শুধু অস্ট্রেলিয়ার দর্শকদের জন্য উন্মুক্ত থাকবে। ১৬ থেকে ১৮ আগস্ট ভারতের সিমলায় ঐতিহাসিক গেইটি থিয়েটার কমপ্লেক্সে অনুষ্ঠিতব্য সিমলা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র পুরস্কারের জন্য প্রতিদ্বন্দ্বিতা করবে ‘দাঁড়কাক’। এ ছাড়া সেরা স্বল্পদৈর্ঘ্য জুরি ও অডিয়েন্স অ্যাওয়ার্ডের জন্য চলচ্চিত্রটি প্রতিদ্বন্দ্বিতা করবে ডিসি সাউথ এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে, যা আগামী ১৩ থেকে ১৫ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত হবে।

লেখক শহীদুল জহিরের ‘তোরাব শেখ’ শিরোনামের ছোটগল্প থেকে অনুপ্রাণিত হয়ে ‘দাঁড়কাক’–এর চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন জায়েদ সিদ্দিকী
সংগৃহীত

লেখক শহীদুল জহিরের ‘তোরাব শেখ’ শিরোনামের ছোটগল্প থেকে অনুপ্রাণিত হয়ে ‘দাঁড়কাক’–এর চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন জায়েদ সিদ্দিকী। এতে দেখা যাবে, তোরাব শেখ নামের এক প্রবীণের অস্তিত্বসংকটের গল্প, যে পরিবারের অন্য সদস্যদের ওপর নির্ভরশীল। অর্থ উপার্জন করে না বিধায় নিজেকে সে সংসারে অপ্রয়োজনীয় বোধ করে। তার অজান্তে মেয়ের বিয়ে দেওয়ায় সে ক্ষুব্ধ ও অপমানিত হয়। তোরাব শেখ সিদ্ধান্ত নেয় স্বেচ্ছায় হারিয়ে যাওয়ার। সে চলে যাওয়ার পরই বাকিরা বুঝতে পারে, সংসারে তার অস্তিত্ব কতটা কাঙ্ক্ষিত।

তোরাব শেখ চরিত্রে অভিনয় করেছেন জয়ন্ত চট্টোপাধ্যায়। আরও আছেন আমিনুর রহমান মুকুল, ইকবাল হোসেন, টুনটুনি সোবহান, ফজলুল হক, তাহুয়া লাবিব তুরা, এ বি এম সাঈদুল হক, জেরিন আক্তার শিমুল ও আখলাকুজ্জামান খান।
পরিচালক বলেন, ‘সমাজের বয়োবৃদ্ধদের প্রতি আমাদের অবহেলা এবং এর ফলে তাঁদের যে অসহায়ত্বের অনুভূতি, তা উঠে এসেছে এ সিনেমায়। আমরা সবাই একসময় অপ্রাসঙ্গিক হয়ে পড়ব, কিন্তু তার মানে এই নয় যে আমরা গুরুত্বহীন।’

তোরাব শেখ চরিত্রে অভিনয় করেছেন জয়ন্ত চট্টোপাধ্যায়

পরিচালক জানিয়েছেন, ‘দাঁড়কাক’ সিনেমাটি এ পর্যন্ত সাতটি দেশের ৯টি চলচ্চিত্র উৎসবে নির্বাচিত হয়েছে। এর মধ্যে রয়েছে ১৭তম বাংলাদেশ আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য ও স্বাধীন চলচ্চিত্র উৎসব, বার্লিনের ১২তম ইন্দো-জার্মান ফিল্ম উইক, কলকাতার সপ্তম দক্ষিণ এশীয় স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসব এবং ভারতের রাউন্ড দ্য ফ্রেম ফিল্ম কম্পিটিশন।